নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

সোমালিয়ায় আশ-শাবাবের সামরিক অগ্রগতি

০৩ রা জুন, ২০২৫ রাত ১০:১০

যুদ্ধের বিষয়গুলি নিয়ে মন্তব্যকারী ওয়ার-ফ্রন্টস নামে একটি ইউটিউব চ্যানেলে, সম্প্রতি সোমালিয়ায় আশ-শাবাবের সামরিক অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। চ্যানেলটি সোমালিয়ার "রাজধানী মোগাদিশুতে শা!বাবের অবরোধ" শিরোনামে একটি ফিল্ড রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে যে, সাম্প্রতিক যুদ্ধে হা!রাকাতুশ শা!বাব আল-মুজাহিদিনরা পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারকে উৎখাত করার লক্ষ্যে দ্রুততম একটি সামরিক কৌশল অবলম্বন করেছে। এই যুদ্ধের ধারাবাহিকতার অংশ হিসাবে দলটির মুজাহিদিনরা সোমালিয়ার গুরুত্বপূর্ণ একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং ধীরে ধীরে রাজধানী মোগাদিশু দখলের পথ পরিষ্কার করছেন।
প্রতিবেদন অনুযায়ী, আশ-শা*বাব সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার দক্ষিণ ও মধ্য অঞ্চলে সমন্বিত আক্রমণের পাশাপাশি বেশ কিছু বৃহৎ আকারের অতর্কিত আক্রমণ চালিয়েছে। এসকল অভিযানের মাধ্যমে আশ-শা*বাব মোগাদিশু বাহিনীর সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে, সেই সাথে গুরুত্বপূর্ণ শহর বিজয়ের পাশাপাশি ফিল্ডে যথেষ্ট পরিমাণ সামরিক সাফল্য পেয়েছে।
আশ-শা*বাব উল্লেখযোগ্য এই অগ্রগতির মাধ্যমে কার্যত রাজধানী মোগাদিশুকে ঘিরে ধরেছে, যা শা*বাব মু*জাহি/দিন কর্তৃক মোগাদিশুর সম্ভাব্য বিজয়কে নির্দেশ করে।
চ্যানেলটিতে যোগ করা হয়েছে যে, ২০২২ সালে মোগাদিশু সরকার আফ্রিকান জোট, তুরস্ক এবং মার্কিন বাহিনীর বিমান সহায়তায় আশ-শাবাবের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। কিন্তু মোগাদিশু সরকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, সামরিক অগ্রগতি হ্রাস পায়। অপরদিকে আশ-শা*বাব গতি ফিরে পেয়েছে, হারানো ভূমি উদ্ধার করে, নতুন অনেক এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং রাজধানী মোগাদিশুকে ঘিরে ধরার কৌশল অবলম্বন করে।
প্রতিবেদন অনুযায়ী, আশ-শা*বাবের বিরুদ্ধে মোগাদিশু সরকারের সামরিক কৌশলের পতন ফেব্রুয়ারি ২০২৫ সালে চূড়ান্তরূপ ধারণ করে। এসময় আশ-শা!বা*ব মু*জাহি/দিনরা উন্নত সামরিক কৌশল ব্যবহার করে এবং একটি বৃহৎ পরিসরে সমন্বিত সামরিক অপারেশন শুরু করে। যার ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে আশ-শা!বা*ব মু*জাহি/দিনরা আদান-ইয়াবাল শহরের নিয়ন্ত্রণ নেন। শা!বা*ব এবছর যে কয়টি বৃহৎ পরিসরে সামরিক অপারেশন পরিচালনা করছেন তার মধ্যে আদান-ইয়াবাল অভিযান অন্যতম। এই যু/দ্ধে মোগাদিশু বাহিনীর ৪৫০ এরও বেশি সৈন্য নিহত এবং আরও কয়েক শতাধিক সৈন্য আহত ও বন্দী হয়। এই শহর বিজয়ের মাধ্যমে শা!বা*ব মু*জাহি/দিনরা শাবেলি ও হিরন রাজ্যের সাথে মোগাদিশু সরকারের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন কেটে ফেলেন, যা রাজধানী মোগাদিশুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, রাজধানী মোগাদিশু এখন অন্যান্য রাজ্যগুলো থেকে কার্যত বিচ্ছিন্ন। কেননা রাজধানীর সাথে সংযোগকারী ৫টি প্রধান সড়কের মধ্যে ৪টিই আশ-শা!বা*বের নিয়ন্ত্রণে। ফলে মোগাদিশু সরকার বর্তমানে বন্য রাস্তাগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আর এই রাস্তাগুলো এতটাই বিপদজনক যে, এখানে নিয়মিত শা!বা*বের আ*ইই*`ডি ও অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে মোগাদিশু বাহিনী। ফলে রাজধানীর বাহিরে অবস্থান নেওয়া মোগাদিশু বাহিনীর লজিস্টিক সমর্থন সহ সব ধরনের সহায়তা ব্যাপক ধীর হয়ে পড়েছে। আর রাজধানী মোগাদিশু একটি ধীর গতির শহর ও অবরোধের রাজ্যে পরিণত হয়েছে। পাশাপাশি রাজধানীতে শা!বা*বে মিসাইল এবং সাকশন প্যাকেজের সঙ্গে আক্রমণও বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.