নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

সাধারণ জনগণের অভিযোগ ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে পুলিশের কার্যক্রম তদারকির জন্য বিশেষ ব্যবস্থাপনা চালু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

০৩ রা জুন, ২০২৫ রাত ১০:২৬

সাধারণ জনগণের অভিযোগ ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে পুলিশের কার্যক্রম তদারকির জন্য বিশেষ ব্যবস্থাপনা চালু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
গত ২ জুন, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি হাফিযাহুল্লাহ এক ঘোষণায় জানিয়েছেন, যদি কোনো নাগরিক পুলিশের অপব্যবহার বা সামরিক কর্মকর্তাদের ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ করে, তাহলে তা সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট তদারকি বিভাগে জমা দেওয়া যাবে। এ ধরনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ৩৪টি প্রদেশেই তদারকি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটের জন্য নির্দিষ্ট যোগাযোগ নম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।'
মুফতি কানি আরও জানান, মন্ত্রণালয়ের তদারকি প্রধান দপ্তর দেশের পুলিশ বাহিনীর কার্যক্রমের ওপর নিরবচ্ছিন্ন নজরদারি চালায়। দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের যেকোনো অভিযোগ উপযুক্ত প্রমাণসহ জমা দিলে, তা তদন্ত করে সমাধান দেওয়া হবে।
তিনি আরও বলেন, 'পুলিশ সদস্যরাও চাইলে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও অভিযোগ প্রমাণসহ দপ্তরে পেশ করতে পারবেন এবং তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।'
উল্লেখ্য, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দেশ স্বাধীনের পর থেকেই সাধারণ জনগণের অভিযোগ ও সমস্যার সমাধানে সামরিক বিভাগগুলোতে বিশেষ হেল্পলাইন চালু করেছে। পাশাপাশি, ‘আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকার’ (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) মন্ত্রণালয়ও আলাদাভাবে একটি বৃহৎ গণঅভিযোগ গ্রহণ ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে প্রতিদিন অসংখ্য অভিযোগের সুরাহা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.