নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

উন্নত ডিজিটাল সিস্টেম বাস্তবায়নের উদ্দেশ্যে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ইমারতে ইসলামিয়া

১০ ই জুন, ২০২৫ রাত ১০:১৪

উন্নত ডিজিটাল সিস্টেম বাস্তবায়নের উদ্দেশ্যে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ইমারতে ইসলামিয়ার শ্রম মন্ত্রী আব্দুল মান্নান ওমারি হাফিযাহুল্লাহ এবং যোগাযোগ মন্ত্রী মৌলভী নজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ। চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে ডকুমেন্ট ব্যবস্থাপনা এবং সহজ কর্মসংস্থান পরিষেবা। জনপ্রশাসনের আধুনিকায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, নতুন এই "সহজ কর্মসংস্থান ব্যবস্থা" চালুর ফলে চাকুরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে ব্যবধান দূর হবে, এছাড়া দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজতর হবে। পাশাপাশি শ্রম বাজারের সঠিক পরিসংখ্যান নির্ণয় সম্ভব হবে।
এর ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আফগানিস্তান জুড়ে সহজেই তাদের জব সার্কুলার পোস্ট করতে পারবেন। একটি কেন্দ্রীয় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সহজেই চাকরিপ্রার্থীদের অনুসন্ধান, জীবনবৃত্তান্ত পর্যালোচনা ও প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা সম্ভব হবে।
অপরদিকে সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল ব্যবস্থাপনা উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী ওমারি হাফিযাহুল্লাহ বলেন, এই সিস্টেম প্রশাসনিক কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং প্রতিষ্ঠানগুলোর কর্মপ্রবাহকে সহজতর করবে।
বিভিন্ন নথিসমূহ নিরাপদে সংরক্ষণ, দক্ষ ও স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য ডকুমেন্ট ম্যানেজমেন্টে সিস্টেমটি ডিজাইন করা হয়েছে। এতে নাগরিকগণ তাদের নথির অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে সক্ষম হবেন। রেজিস্ট্রেশন, ট্রান্সফার, ট্র্যাকিংসহ অন্যান্য ডকুমেন্ট ব্যবস্থাপনা সুবিধাদি এতে সম্পৃক্ত করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.