![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের বেঙ্গালুরুতে এক উগ্র হিন্দু পুরোহিত প্রকাশ্যে মুসলিম ও খ্রিস্টানদের নির্মূলের জন্য গণহত্যার আহ্বান জানিয়েছে। ভয়াবহ এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর জেরে তাকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে গ্রেফতার করে পুলিশ।
গত ১৭ জুন মুসলিম মিররের খবরে বলা হয়, সমর্থ শ্রী-ধর্মাশ্রম ট্রাস্টের আত্মানন্দ সরস্বতী স্বামীজী নামের ওই হিন্দু পুরোহিত গত ১৫ জুন নিজের বাসভবনে এক ধর্মীয় সভায় বলেছে, ‘এই দেশে একমাত্র সনাতন ধর্মই সত্য ধর্ম। তাই ঐতিহাসিক ও পৌরাণিক ব্যক্তিত্বদের অনুসরণে, বিশেষত রাজা শিবাজীর অনুকরণে জাতিকে ধর্মবিরোধী উপাদান থেকে মুক্ত করতে হবে। আধুনিক অস্ত্র ব্যবহার করে মুসলিম ও খ্রিস্টানদের নির্মূল করতে হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে গেলে প্রয়োজনে হাজার হাজার মানুষকে হত্যা করাও কোনো ভুল নয়।’
এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর জনগণ ক্ষোভ প্রকাশ করে এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশ জানায়, বক্তব্যের ভিডিও যাচাই-বাছাই শেষে ১৬ জুন আত্মানন্দকে গ্রেফতার করা হয়।
হেড কনস্টেবল বিনয় কুমার এবি আনুষ্ঠানিক অভিযোগ পত্রে জানায়, ‘পুরোহিতের বক্তব্য সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিতে পারে এবং সমাজে সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করেছে। এই বক্তব্যের ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।’
পুলিশের দাবি, ভিডিও যাচাই করতে গিয়ে কিছুটা সময় লাগলেও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তারা ব্যবস্থা গ্রহণ করেছে।
©somewhere in net ltd.