নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ লাভের অভিযোগ তুলে নিজ দেশের নাগরিককে আটক করেছে তুরস্ক

২৭ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৩৩

মুসলিম ব্রাদারহুডের সদস্যপদ লাভের অভিযোগ তুলে নিজ দেশের নাগরিককে আটক করেছে তুরস্ক। দলটির সদস্যদের দমন করে মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় দেশটি। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্টে।
মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দীর্ঘদিনের বৈধ বাসিন্দা মোহাম্মদ আবদেলহাফিজকে হাসম আন্দোলনের সদস্য দাবি করে সোমবার (২১ জুলাই) ইস্তাম্বুল বিমানবন্দরে আটক করে। এর আগে মিশরীয় কর্মকর্তারা আবদেল হাফিজকে কায়রো মুসলিম ব্রাদারহুডের হাসম আন্দোলনের সদস্য বলে অভিযোগ করেছিল। ‘হাসম’ মুসলিম ব্রাদারহুডের একটি সশস্ত্র শাখা।
সোমবার মিশরের ঘোষণার পর তাকে আটক করা হয়।
উল্লেখ্য, বর্তমান মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেয় যার ফলে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে উৎখাত করা হয়। তখন থেকে মিশরে মুসলিম ব্রাদারহুডকে অন্যায়ভাবে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করে এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু হয়। অভ্যুত্থানের পর এই গোষ্ঠীর হাজার হাজার সদস্য এবং সহানুভূতিশীল ব্যক্তি মিশর ছেড়ে পালিয়ে যায়। যাদের অনেকেই তুরস্কে আশ্রয় নিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.