![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় বাহিনী দখলীকৃত কাশ্মীরে রীতিমতো যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় হামলা ও কথিত ‘ঘেরাও ও তল্লাশি অভিযান’ চালাচ্ছে। এসব অভিযানে গত জুলাই মাসে কমপক্ষে ৭ জন নিরীহ মুসলিম শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। এছাড়াও একই সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রায় অর্ধশত বেসামরিক নাগরিককে, যাদের বেশিরভাগই তরুণ ও রাজনৈতিক কর্মী।
গত ১ আগস্ট কাশ্মীর মিডিয়া সার্ভিস এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিহত সাতজনের মধ্যে পাঁচজনকে তথাকথিত ‘এনকাউন্টার’ বা সংঘর্ষের অজুহাতে হত্যা করা হয়েছে, যেগুলো স্থানীয়দের মতে ‘ভুয়া সংঘর্ষ’। এ ধরনের অভিযানের মাধ্যমে ভারতীয় বাহিনী দীর্ঘদিন ধরেই মানবাধিকার লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ রয়েছে।
গত জুলাই মাসজুড়ে ১৪৪টি অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ বাহিনী। এসব অভিযানের মধ্য দিয়ে কাশ্মীরজুড়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলমান দমন-পীড়নের অংশ হিসেবে দখলদার প্রশাসন কর্তৃক বাড়ি, দোকান ও কৃষিজমিসহ অন্তত ২২টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয়রা এটিকে কাশ্মীরিদের অর্থনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পিত চেষ্টা বলে অভিহিত করেছেন।
এছাড়াও প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, বর্তমানে ৩,০০০-এরও বেশি কাশ্মীরি নাগরিক ভারত ও কাশ্মীরের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিন ডজন নারী বন্দীও রয়েছেন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৫ রাত ১০:৩৬
Akasher tara বলেছেন: দুঃখজনক পরিস্থিতি