নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শায়েখ আবদুল হাকিম হাক্কানি (হাফিযাহুল্লাহ)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাবুলে সফররত বাংলাদেশের আলেম প্রতিনিধিদল।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শায়েখ আবদুল হাকিম হাক্কানি (হাফিযাহুল্লাহ)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাবুলে সফররত বাংলাদেশের আলেম প্রতিনিধিদল।
গত ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের ইসলামী আইনচর্চা, বিচারব্যবস্থার কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
প্রতিনিধিদলের সদস্যরা আফগানিস্তানের শরিয়াভিত্তিক বিচারব্যবস্থার নানা দিক, বিশেষ করে বিচার বিভাগের কাঠামো, মামলার ধাপসমূহ, আপিল প্রক্রিয়া এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশের আলেমদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আফগান জনগণ ও ইমারতে ইসলামিয়ার প্রতি তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, 'দীর্ঘ যুদ্ধ ও সংকটের পর আফগানিস্তানে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি স্থায়ী ও ঈমানদার ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যা পুরো মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয়।'
শায়েখ হাক্কানি আরও জানান, 'ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে প্রশাসন জনগণের সেবায় নিবেদিত। জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচারপ্রাপ্তির জন্য আদালতের দরজা সবার জন্য উন্মুক্ত।' তিনি বলেন, ন্যায়বিচার ও আল্লাহর বিধান বাস্তবায়ন ইসলামী শাসনের মৌলিক লক্ষ্য, যা দক্ষ আলেম ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।
বাংলাদেশি আলেম প্রতিনিধিরা এসময় প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তারা আফগানিস্তানে শরিয়াভিত্তিক শাসনব্যবস্থার একটি বাস্তব ও কার্যকর মডেল প্রত্যক্ষ করেছেন, যা একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তারা জানান, এই অভিজ্ঞতা নিজেদের দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার চেষ্টায় কাজে লাগাতে চান।
বৈঠকের এক পর্যায়ে ইসলামী শাসনব্যবস্থায় আলেমদের ভূমিকা, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিচারব্যবস্থার পদ্ধতিগত উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

বাজ ৩ বলেছেন: মাশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.