নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাল- হেলাল ৭৩

ড.েমাহাম্মদ অাতীকু রহমান

মোহাম্মদ আতীকুর রহমান

ড.েমাহাম্মদ অাতীকু রহমান › বিস্তারিত পোস্টঃ

আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না?

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

একদিন ইব্রাহিম ইবনে আদহাম (মৃত্য: ১৬২ হিজরী) (রাহিমাহুল্লাহ) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল: হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তা’আলা কুরআনে বলেন: “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব” কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? তিনি (ইব্রাহিম) বললেন, “ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে।



... প্রথম: তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না;



দ্বিতীয়: তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না;



তৃতীয়: তোমরা দাবী কর যে রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কে ভালবাস কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ কর;



চতুর্থ: তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরন কর;



পঞ্চম: তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম কর না;



ষষ্ঠ: তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ;



সপ্তম: তোমরা স্বীকার কর মৃত্য অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না;



অষ্টম: তোমরা সর্বদা অন্যর দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন;



নবম: তোমারা আল্লাহ’র অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না;



দশম: তোমরা মৃতদেহ’র দাফন সম্পন্ন করার পরও তার থেকে শিক্ষা গ্রহন কর না।

আল্লাহ সুবহানাহু তা’আলা আমাদের সবাইকে উল্লেখিত নসিহত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমীন

সুত্র : আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮:১৫,১৬

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ সুবহানাহু তা’আলা আমাদের সবাইকে উল্লেখিত নসিহত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমীন

এক পলকের জীবনরে তোর
তবু কত অনাচার
সত্যটারে ভুলে করিস
মিথ্যাতেই ঘরবার!!!!!!!!!!!!!!!!

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: আমীন।

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫

বিদ্রোহী বীর বলেছেন: হযরত আবু বকর শিবলী রমতুল্লাহি আলাইহি তিনি ৪০ হাজার হাদীছ শরীফ উনার হাফিজ ছিলেন। তিনি বলেন, আমি আমার জীবনের জন্য একটি হাদীছ শরীফকে পাথেয় হিসেবে গ্রহণ করেছি- হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- "তোমরা দুনিয়ার জন্য ততটুকু পাথেয় সংগ্রহ কর যতদিন তুমি দুনিয়াতে অবস্থান করবে; আর তোমরা আখিরাতের জন্য ততটুকু পাথেয় সংগ্রহ কর যতদিন তোমরা আখিরাতে অবস্থান করবে।"
আমরা কি জানি আমরা কতদিন বাঁচবো? কিন্তু আমরা জানি আমাদের মৃত্যুর পর আমাদেরকে আবাদুল আবাদ পরকালে থাকতে হবে।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমাদের অনেক মুসলমান ভাই বোন পরকালীন জীবন বলে যে একটি জীবন আছে তা যেন মেনেই নিতে পারছেন না। তারা এই ক্ষণস্থায়ী জীবনটাকেই চিরস্থায়ী মনে করে নিজের ইচ্ছে মত জীবন যাপন করছে। ছোট্ট একটি ঘটনা মনে পড়ল, কিছু দিন পূর্বে কাউন্টার গাড়ীতে গন্তব্যস্থলে যাচ্ছিলাম। পথিমধ্যে এলিট শ্রেণির কিছু মেয়ে উঠল। হেসে খেলে গাড়ী গরম করে রেখেছিল। তাদের মধ্যকার ২০-২২ বছরের চটপটে একটি মেয়ে বলে উঠল, ‍"যা কাজ করছি তাতে জান্নাত পাবার সম্ভাবনা খুবই কম। যে কয়দিন দুনিয়াতে বেচে থাকব আমোদ প্রমোদেই কাটিয়ে যাব।" শুনে খারাপ লাগলেও আমাদের অনেকেরই আজ এ অবস্থা।
মূলত বুদ্ধিমানতো সেই, যে পরকালীন জীবনের পাথেয় সংগ্রহ করে।

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

ৈতয়ব খান বলেছেন: ইসলামী জীবন যাপন আসলেই খুব সুন্দর সাবলীল যদি কেউ ঠিকঠাক অনুশীলন করে। কিন্তু মানুষ তা পারে না। কেননা শয়তান আমাদের প্রতিনিয়ম ধোকা দিচ্ছে, বিপথে নিয়ে যাচ্ছে। যার দরুণ আমরা বিভিন্ন অসামাজিক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করছি। হারাম হালাল পার্থক্য করছি না, ঘুষ সুদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারছি না। আল্লাহ তা’লার হুকুম আহকাম মানছি না, রাসুল আক্রাম (সাঃ) এর জীবন আদর্শ আঁকড়ে ধরছি না। এ জন্যই বর্তমান মুসলিম সমাজ অবনতির শেষ ধাপে পৌঁছে গেছে। হারাম পথে উপার্জিত খাবার খেয়ে কোন প্রার্থনাই কবুল হয় না। আল্লাহ তা’লা আমাদের বিভিন্ন ভাবে হুশিয়ার করার পরও আমরা তাকে ভুলে গিয়ে বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করছি।

আপনার পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো লাগলো।
আর বেশি করে লিখুন। আপনার লেখা পড়ে যদি কেউ নিজেকে সংশোধন করে তবে মহান আল্লাহ আপনাকে তার উত্তম বদলা দেবেন।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মন্তব্যের জন্য। শয়তানের ধোকায় না পড়ে ঈমানী জীবন নিয়ে বেচে থাকাইতো মুমিনের কাজ। এ জীবনে কষ্ট আছে বলেইতো পরকালে আছে জান্নাত।
লেখার ইচ্ছে অছে। দোয়া চাচ্ছি।

৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

খাটাস বলেছেন: ছোট মরিচের ঝাল বেশি। ছোট পোষ্টেই অনেক সুন্দর আর দামি কথা তুলে ধরেছেন স্যার। প্লাস।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: কবুল হচ্ছে না, কারন আমরা ভণ্ড (মোনাফেক)
পড়ার আহবান জানাই
Click This Link

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: আপনার লেখাগুলো পড়লাম। বাস্তব চিত্র তুলে আনায় ধন্যবাদ। তবে আপনি যে পরিমান লোককে ভন্ড হিসেবে চিত্রিত করেছেন বাস্তবে তার চেয়ে বেশী লোক ভাল বলে আমার কাছে মনে হয়। সে যাই হোক, 'আপ ভালোতো জগত ভালো।' আমার কবরে যেহেতু আমাকেই যেতে হবে সেহেতু প্রথমে আমাকে নিয়েই চিন্তা করতে হবে। নিজে সৎ পথ অবলম্বন করে অন্যকে ভালো পথে আনার চেষ্টা অব্যহত রাখলে আশা করা যায় ক্রমেই ভালো লোকের সংখ্যা বেড়ে যাবে।

৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

রাজ হাসান বলেছেন: আল্লাহ সুবহানাহু তা’আলা আমাদের সবাইকে উল্লেখিত নসিহত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমীন

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: আমীন।

৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমিন।

জাজাকাল্লাহ খায়র...

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: শুকরান লাক।

৮| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ইনফা_অল বলেছেন: আল্লাহ্‌তা'আলায় উপরূক্ত নসীহত আমাদের সবাইকে দান করুক

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: আমীন।

৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:০৬

দুরন্ত-পথিক বলেছেন: আমীন।

১০| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: তোমরা মৃতদেহ’র দাফন সম্পন্ন করার পরও তার থেকে শিক্ষা গ্রহন কর না। --- প্রতিদিন মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি।

১১| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ভাইজান, আপনি বলছেন,

‘‘তবে আপনি যে পরিমান লোককে ভন্ড হিসেবে চিত্রিত করেছেন বাস্তবে তার চেয়ে বেশী লোক ভাল বলে আমার কাছে মনে হয়। ’’

বিষয়টা অতো সোজা নয়।
শুনুন এখানে ভালোমন্দের বিষয় আনছি না। বিষয়টা হলো সমাজের ভণ্ডামি। একটা পুকুরের পানিই যদি বিষাক্ত হয়, তবে ওই পুকুরে কোনো একটা মাছের কি বিষমুক্ত থাকার উপায় থাকে??
সমাজের ভণ্ডামির বিষয়টা তুলে ধরতে চাইছি। আমার লেখার আগামি পর্বগুলোতে সামাজিক ভণ্ডামির নানা বিষয় থাকবে। আমাদের সমাজে দেখবেন বহু ভুল এবং ফালতু কথা শেখানো হয়। আগামি পর্বগুলো পড়ার আমন্ত্রণ রইলো।

শুধু ধর্ম কেন্দ্রিক নয়।
মানবতা বিবর্জিত যে কোনো সব কর্মকাণ্ডকে আমি ঘৃণা করি। ধর্ম আমাদের প্রধান আলোচনা নয়। মূল আলোচনার বিষয় হওয়া উচিত শ্রেনি বৈষম্য। িএবং এই বৈষম্য তৈরিতে ধর্মের নানা অপব্যবহার হচ্ছে। সাম্রাজ্যবাদী দেশগুলো থেকে শুরু করে সবাই ধর্মকে ব্যবহার করছে শোষণের হাতিয়ার হিসেবে।

আর আমি আর একটা বিষয় তুলে ধরতে চাইছি সেটা হলো, ধর্ম আমাদের মানবিক করতে পারছে না। বরং ধর্ম
পালন করে না এরকম লোকের মধ্যেও ভালো আছে অনেক।

ধর্মীয় রাজনীতি নিয়ে আমাদের লাফিয়ে কোনো লাভ আছে?

আপনি হিন্দু না নাস্তিক না আস্তিক সেটা প্রশ্ন নয়। আপনার মধ্যে মানবিক বোধ আছে কতটুকু সেটাই বিচার্য। সেটা থেকেই নির্ণয় হয় আপনি ভালো না খারাপ।

২৭ শে মে, ২০১৩ ভোর ৫:৫২

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: প্রতিটি ধর্মই মানুষকে ভালো পথে পরিচালিত হতে শিক্ষা দেয়। তবে মানবিক মূল্যবোধটি ইসলামের আলোকে হলে আপনার জান্নাতে যাবার সম্ভাবনা থাকে। সমাজে প্রচলিত হাজারো ভন্ডামির মাঝেই আমাদেরকে বাইং মাছের মত কাদামুক্ত হয়ে বেঁচে থাকতে হবে।

১২| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর পোষ্ট।

২৭ শে মে, ২০১৩ সকাল ৮:১৬

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:২১

আহসান ০০১ বলেছেন: খুব ভাল পোস্ট । অনেক কিছু জানলাম

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে। জেনে এখন বেশি করে আমল করা শুরু করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.