নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
মাত্র সপ্তাহ খানেক পুর্বে সামহয়ারইন ব্লগে যোগ দিয়েছি, আমার অতি প্রিয় এক জনের প্রনোদনায় । এখানে এসে বাংলাদেশের এক জাক তরুণ সাহিত্য প্রাণের খোঁজ পেলাম ।সদ্য একটি একুশে-র উদ্যাপন পেরিয়ে এসে সামহয়ারইন ব্লগে তারুন্য নির্ভর আধুনিক বাংলা কবিতার সমারোহ দেখে একটি ধারনা বদ্দমূল হল, তা হল আজকের তরুণ প্রাণই ধর্মজ জাতীয়তাবাদের ধারণা প্রত্যাখ্যান করে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী গণমুখী সাহিত্য জগত সৃজন করে চলেছে। অপরদিকে মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ নিয়ে যখন চারিদিক শঙ্কিত, তখন সামহয়ারইন ব্লগে একুশের গ্রন্থ মেলার মুদ্রিত বই এর উপর অগনিত ব্লগারের আসক্তি সাহিত্যের গভীরতাকে দিচ্ছে আরো বাড়িয়ে । ফেব্রোয়ারীর পুরোটা মাস জুরেই সামহয়ারইন ব্লগের প্রথম পাতা সহ সকল পেজেই বহু সংখক লেখকের কবিতা ও সাহিত্য রচনায় ভরে আছে ।
এ ব্লগের সাথীরা সাহিত্য রচনা করছেন , প্রকাশ করছেন । কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমছে। কক্সবাজারের ব্লগার সহজেই যুক্ত হতে পারছেন ঢাকার সঙ্গে, ঢাকা রংপুরের সঙ্গে। এই যুক্ততার পরিসর কেবল দেশের ভিতরে নয়, বাংলাভাষী অন্যান্য অঞ্চল— পশ্চিমবঙ্গ, ত্রিপুরার কবি-লেখকদের সঙ্গে তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বাস করা বাঙালি কবি-লেখক ব্লগার পর্যন্তও বিস্তৃত। সবচেয়ে তাৎপর্যের দিক হচ্ছে, মুদ্রিত মাধ্যমে কোনও গুরুভার বিষয়ে মতামত, ভিন্নমত প্রকাশের জন্য এক জন মুক্তমনা লেখককে আগে যেমন অনেক পথ অতিক্রম করতে হত, এখন আর সে সমস্যা থাকছে না। এ ব্লগের সাহিত্যপ্রাণ সাথীরা মুদ্রিত মাধ্যমে দুর্লভ অনেক বই বা লেখাও নিজ দায়িত্বে আপলোড করছেন সামহয়ারইন ব্লগের মাধ্যমে আর দশ জনের পড়ার জন্য।
লক্ষণীয়,সামহয়ারইন ব্লগের সাহিত্য প্রেমী সাথীদের আগ্রহ বহু দিকে বিস্তারলাভ করেছে । বাংলাদেশের মানুষ যে ইতিহাস ও বাস্তবতায় বাস করছে, তার মর্মমূল অনুধাবনে রেখে এ ব্লগের সাথীরা নানা তল-অবতল, পরিবেশ বিপর্যয়, নারীমুক্তি, ধানচাষী থেকে পোশাক শ্রমিক পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের সংগ্রাম, স্বপ্নকে নিজস্ব বিষয় জ্ঞান করে লেখনীর মাধ্যমে প্রকাশ করছেন এই ব্লগে স্বাধিনভাবে । এই ব্লগটি আন্তর্জাতিকতাকেও ধারণ করেছে প্রবল ভাবে। এখানে পোষ্টকৃত কাব্য ও সাহিত্য অংগনে গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে প্যালেস্টাইনের কবি ঘাসান জাকতান-এর কবিতার অনুবাদ ও ভাবানুবাদ এর প্রয়োগও দৃষ্টিভুত হয়েছে, ভাষার দূরত্ব কাটিয়ে রচিত হয়েছে মানবিক ঐক্যের আবাহন।
সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডে আমরা চিন্তার স্বাধীনতার বিপক্ষ শক্তির উত্থান দেখে যদিও শিউরে উঠেছি তথাপি মুক্তবিশ্বে মুক্তচিন্তার অবাধ প্রবাহ যে রোধ করা যায় না, তাও চোখে পরছে এ ব্লগের লেখার গভীরতা ও ব্যপকতা দেখে । তাই দেখি, সাথীদের রক্তঝরা জনপদে এই ব্লগ ফোরামের সাথীরা ফোটাচ্ছে অভীক কুসুম। সকলের অগ্রবর্তী চিন্তাস্রোত কেবলই বলছে এখন ‘আলো ক্রমে আসিতেছে’।
৩০ শে জুন, ২০১৬ সকাল ৭:১৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি
তাই ভুলটি ধরতে পারিনি ।
ভাল থাকার শুভকামনা রইল
২| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৫:২০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ স্বাগতম জানানোর জন্য । আপনার লিখার সাথেও পরিচয় হয়েছে ।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা স্বাগতম।
খুবই গভীর অনুধাবন; ব্লগ নতুন জেনারেশনের লেখক তৈরি করছে।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী । আপনার মন্তব্যের সাথে আরো একটু যোগ করতে চাই আর তা হল ব্লগ সামু একটি বেশ গুনগতমানের লেখক ও কবিবাহিনী সৃজন করছে যাদেরকে নিয়ে আমরা আতি দ্রুতই বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্ব অংগনে বিশেষ মর্যাদার আসনে বসাতে সক্ষম হব । ।
৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪১
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
শুভ ব্লগিং .....
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুমন কর । যা ভাল তা সকলের কাছেই ভাল, এই ভালটিকেই ধরে রাখা এখন আমাদের সামনে চ্যালেঞ্জ । আশা করি সামুর সাথীবৃন্দ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন ।
৫| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী , একটিকে একটি রাককীয় স্বাগতম বলেই অনুভুত হচ্ছে ।
৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ ব্লগিং।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আবুহেনা ভাই, কাঙখিত শুভ ব্লগিং এর দৃপ্ত পথচলা কামনা করি, আর এ পথের পথিকদের জানাই অগ্রীম প্রানঢালা শুভেচ্ছা ।
৭| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর বোধদয়। স্বাগতম।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, দিশেহরা রাজপুত্রকে । সামুই এনে দিক দিশেহরাদেরকে সঠিক দিক নির্দেশনা । এ কামনাই করি ।
৮| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: ভাল লাগল আপনার আত্ম উপলোব্ধি।
সাথে থাকুন। শুভকামনা।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বিজনরায়, সাথে আছি থাকব চিরকাল সাথে নিয়ে সাথী সামু ভাই এর শুভকামনা ।
৯| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৯
আরণ্যক রাখাল বলেছেন: বানানগুলো ঠিক করে নিন। কিছু ভুল আছে
৩০ শে জুন, ২০১৬ সকাল ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ
শুদ্ধ করেছি ।
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।
ভাল থাকার শুভকামনা রইল
১০| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬
বাল্মিকী জেনার বলেছেন: ভাল। বানানে উন্নতি আবশ্যক। ঈ-কার বিদ্বেষী নাকি আপনি?
৩০ শে জুন, ২০১৬ সকাল ৭:১৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ
ঈ-কার বিদ্বেষী নই ভুল হয়ে গেছে ।
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।
ভাল থাকার শুভকামনা রইল
১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমছে -- ঠিকই বলেছেন, এবং এ দূরত্ব কমাটা উন্নয়নের লক্ষণ।
ধন্যবাদ, আপনার ইতিবাচক ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য।
স্বাগতম ও শুভকামনা...
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আহসান ভাই । একটি পুরাতন পোষ্টে এসে মুল্যবান মন্তব্য করার জন্য ।
শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৭
কালনী নদী বলেছেন: আপনাকেও ব্লগে স্বাগতম
আপনার লিখাতেও আলোকিত হইছে আজ সামু ।