নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ঈডেন গার্ডেন প্রজেক্ট এর ঘাস কন্যার জীবন বৃতান্ত

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭


এখানেই আমার প্রাণ
অনেক সাধনার ধন
শিল্পীর হাতে কাচির
কলাকৌশলে হয়েছে
শয্যা ঘাস দুর্বামূলে ।

পরিচয়ের রহস্য এখন
আচ্ছাদিত ঘাসের বুকে
শাশ্বত উন্নতির নির্যাস
বহমান এখন মোরপরে ।

জানতে কি আগ্রহী
বাড়ন্তদেহ হল কিভাবে
উপরে ফুটন্ত সুর্য
পদতলে ঐশ্বরিক মাটি ।

উম্মখ নয়নে দেখি
ধরনী অবিরাম ঘূর্ণীপাক
পূর্বপুরুষ-মহাদেশ দূরে
এক্ইসঙ্গে দলবদ্ধ করে ।

চেয়ে দেখি সুবিশাল
পথহীন দুর মহকাশ
নিঝুম রাতে দেখি
তারাদের দ্রুত বিকাশ ।

দিনের আলোয় দেখি
অগনিত ভ্রষ্ট জনতা
এখন তারা সর্বাগ্যে
কামাতুর আবেগে
নীজেকে ঢেকে করে
চারু কলার আবাহন,
পায় তারা পরিচিতি
পায় সম্মানের আসন।

অভিসম্পিত সময়
দ্রুতই বয়ে যায়
অনুভবে শুধু আসে
খোলা ঘাসের পড়ে
আড়স্ট দেহটাকে ঘিরে
আমার জন্য এখন
দর্শক শ্রোতা অন্তহীন।

নিয়মিত এবং দৃঢ়
পদে এগোয় তারা
কোন রকম না থেমে
পুরুষের উত্তরাধিকার
তাদেরই হাতে গড়া
আমার নগ্নতা দেখে
অনেকেই করে ধিক্কার ।

প্রজম্মের পর প্রজম্ম
পেরিয়ে আমার দিকে
দৃষ্টি ভুতাপেক্ষ ভাবে
যেমনটি কাটা চিরা
চলছে আজ সকল
ধর্ষিতার মৃতদেহ ঘিরে ।

আমার বুকে জমানো
একরাশ করুন কান্না
বিধেনা আর তাদের
কোন সুকোমল বুকে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

কালনী নদী বলেছেন: অনেক চিন্তা করেও মনের ভাব প্রকাশের বাক্যের যথেস্ট অভাবে ছিলাম, তাই ছবিটা দিলাম ভাই!
আপনার কবিতা তুলনাহীনা- আলহামদুলিল্লাহ!

২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ লিখাটি নজরে আসার জন্য । ঘাসের র বুকে পড়ে থাকা এরূপ একটি দৃশ্য দেখে এর রচয়তা , কামাতুর চাহনীর দর্শক ও ঘাসকন্যার মনের ভাবনা নিয়ে মনের মধ্যে আাধুনিকতার নামে নগ্নতা নিয়ে কিছু একটা লিখতে ইচ্ছে জাগে । বিনয়ের সাথে জানাচ্ছি আমি কবিতা লিখতে জানিনা । সংক্ষেপিত কিছু কথা বলতে গিয়ে কেন জানি তা কবিতার মত দেখতে হয়ে যায় ।
আপনার দেয়া অসাধারণ ছবিটা দেখলাম । হাতের তালুর কাছে এত বড় গাছ গজানোর পিছনে না জানি আরো কত রহস্য লুকিয়ে আছে । এর ভাবার্থ না জানি কত গভীরে । দেখতে চাই হাতের তালুতে ( কাছাকাছি বলেই বললাম) গজানো গাছ ভরে উঠোক ফুলে ফলে , আর তা ঝড়ে পড়ুক তার অগনিত ভক্তকুলে, এ কামনাই থাকল নববর্ষের শুরুতে ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

কালনী নদী বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘসময় পর আপনাকে প্রতি উত্তর করার জন্য। গতকাল থেকে আমার শহরে খুব বৃষ্টিপাত সাথ সাথে ঝর তোফানও হচ্ছে, ফলে স্বাভাবিক নিয়মে বিদ্যুত বিভ্রাটে প্রতিনীয়ত পড়তে হচ্ছে। এমন মেঘলা দিনে বিষন্ন মন শুধু বইয়ের পাথার আষাড়ে গল্পের মধ্যে হারিয়ে যেতে চায়! গতকাল রাত্রে অনেক চেষ্ঠা করার পরেও সামুথে লগইন করতে পারি নি। ফেসবুকে সামুর এক বন্ধুকে ব্যাপারটা জানালে তিনিও একই সমস্যার কথা বললেন।
যাই হোক আজকে সুভাগ্যবশত আপনার প্রতিউত্তরটা নজরে আসলো। আমিও কবিতা লেখতে বা গল্পও লিখতে এতটা দক্ষ নই তবে সেদিন অবমাননা কবিতাটি লিখতে গিয়ে উপলব্ধি করতে পেরেছি গল্পের চেয়েও কবিতার ভাবটা আরো বেশি প্রখর ও শক্তিশালী! অনেক সময় গল্পে অনেক লম্বা করে লিখার পরেও মনের ভাবটা প্রকাশ হতে চায় না কিন্তু কবিতার চারটি চয়নে তা যেন সুন্দরভাবেই প্রস্ফুটিত হয়! আপনি কবিতা লেখতে পারেন না তারপেরও প্রকৃতি নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন তা সত্যিই প্রশংসাদায়ক।
বিশেষত আপনার কবিতার শেষের চারটি লাইন এখানে তুলে দড়ছি, যেখানে আমি পাঠক হিসেবে যা উলব্ধি করেছি!
প্রজম্মের পর প্রজম্ম
পেরিয়ে আমার দিকে
দৃষ্টি ভুতাপেক্ষ ভাবে
যেমনটি কাটা চিরা
চলছে আজ সকল
ধর্ষিতার মৃতদেহ ঘিরে ।

এখানে লাশকাটার ঘরে একজন বেগুনার দেহকে চিহ্ন ভিন্ন করে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের যে প্রমাণ খোজে বের করার প্রচেষ্টা করা হয়- গল্পে মৃত সেই দেহটাই যেন জীবন্ত হয়ে তার প্রতি অবিচারের তীব্র নিন্দা জানাচ্ছে, এমনকি তার মৃতদেহটাকে চিহ্নভিন্ন করে। (এটা সম্পূর্নই আমার মত) ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্যের হয়ে কবিতায় অন্যায়কে প্রকৃতির হাতে সত্যবিচারের দাড়িপাল্লায় তুলার জন্য। বাকিটা থাক বিধাতার নিকঠে!

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য নিয়ে আবার ফিরে এসেছেন বলে । লোডশেডিং সে তো মহা বিরক্তিকর, ঝড় বৃষ্টি তো আরো ভীষণ । সামুতে আমিও গতকাল মধ্যরাত হতে করতে পারিনি প্রবেশ । মনে করেছি আমার লেপটপেই বুজিবা সমস্যা , তাই হাইস্পীড যুক্ত পরিবারের আর সকলের লেপটপেই করা হল পরীক্ষা । দেখলাম আসেনা কোন টাতেই । আমার নেট প্রোভাইডার ম্যাসেজ শুধুই দেয়, লা্‌ইন পেতে বিলম্ব হচ্ছে চেষ্টা আবার করুন । একটি পোষ্টের উপর দীর্ঘ মন্তব্য লিখে বাটনে চাপ দিয়ে টের পাই সামু নেই নেটে । সাধারনত: শুধু 'ভাল মন্দ' দু এক কথা বলে মন্তব্য আমি করতে পারিনা শেষ । কেন ভাল লাগল তা জানানোর লোভ পারিনা করতে বশ ।
যা হোক, আমার কবিতার মত দেখতে পাওয়া লিখার শেষ ছত্রের উপর আপনার বিশ্লেষণ এবং সমাজের একটি নিষ্টুর আচরণকে প্রকৃতি দিয়ে প্রতিহত করার দুরদর্শী দর্শন, করেছে আমায় বিমোহিত প্রবলভাবে । তনুর উপর মৃত্যু পরবর্তী কাটা চিরার দৃশ্য করেছে আমায় ভীষণ ব্যাথাতুর । মৃত তনুর নামটি কবিতাতে জড়াতে আমার প্রবৃত্তিতে বাধে । তাই তার অব্যাক্ত কথাটাকেই ছড়িয়ে দিলাম তার মত শত অসহায়াদের মাঝে ।
প্রাকৃতিক প্রতিশোধের বিষয়ে আপনার দর্শন কাল বোশেখী ঝড়ের মাঝেও দেখেছি আমি । তাই আপনার কন্ঠে কন্ঠ মিলিয়ে আমিও বলি প্রকৃতিই শুধু পারে দর্শকের বুকে মারনাস্র হানতে । যুগে যুগে কাল হতে কালে প্রকৃতি দিয়েই বিধাতা বিনাশ করেছেন অশুরকুলে, নুহ( আ:) সময়ের মহাপ্লাবন, ফেরাউনের সলিল সমাধি এত সকলেরই জানা । সংক্ষেপে বলতে গিয়ে আবার এসে গেল বেসুরা কবিতারই কথা
তবে মুমিন তা ভুলেনা ,
জালিম শুধু ভুলে,
সময় এসেছে এখন
মৃতরাই দিবে তা তুলে ।
যেমন তনুর মৃত আাত্মার
প্রতিবাদের ক্রন্ধন ধ্বনি
দিচ্ছে পারি দেশ হতে দেশান্তরে ।
পৃথিবীর সর্ব দক্ষীন শহড়
চিলির Punta Arenas হতে
(এখানেও বাংলাদেশী আছে )
উত্তরের আলাস্কার সিটি বেরু
( http://www.cityofbarrow.org/)
সর্বত্রই আজ প্রতিবাদের ডেও
দেখলাম ডব্লিউ ডট কমের জোড়ে ।

ধন্যবাদটুকু জানাতে গিয়ে অনেক কথাই বলে ফেলেছি আবেগে । তবে কামনা করি ভাল থাকুন বিরক্তিটুকু গিয়ে ভুলে ।



৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৫

কালনী নদী বলেছেন: আহা! আপনার কথায় কেন বিরক্ত হব। বর্তমানের রোবটিক যুগে এমন মানুষ কয়জনের ভাগ্যে জুটে ভাই? আসলে আপনি আমার মন্তব্যে মধ্যে মন্তব্য না করায় এটার নোটিফিকেশন পাই নি! তাই প্রতি উত্তরে আবার বিলম্ভিত! যাই হোক আশা করি আপনার লেপটপের চার্জের সমাধান হয়েছে। আমি সারা রাত জেগে মাত্র ঘুমাতে যাব তাই শেষটায় আপনার খবরে নিতে এখানে আশা। ভাগ্য ভালো শেষটায় সুন্দর একটি খবর শোনে নিদ্রায় যাব। আপনার এই কবিতাটা জাটিল হয়েছে।
আহা! আপনার কথায় কেন বিরক্ত হব। বর্তমানের রোবটিক যুগে এমন মানুষ কয়জনের ভাগ্যে জুটে ভাই? আসলে আপনি আমার মন্তব্যে মধ্যে মন্তব্য না করায় এটার নোটিফিকেশন পাই নি! তাই প্রতি উত্তরে আবার বিলম্ভিত! যাই হোক আশা করি আপনার লেপটপের চার্জের সমাধান হয়েছে। আমি সারা রাত জেগে মাত্র ঘুমাতে যাব তাই শেষটায় আপনার খবরে নিতে এখানে আশা। ভাগ্য ভালো শেষটায় সুন্দর একটি খবর শোনে নিদ্রায় যাব। আপনার এই কবিতাটা জাটিল হয়েছে।

তবে মুমিন তা ভুলেনা ,
জালিম শুধু ভুলে,
সময় এসেছে এখন
মৃতরাই দিবে তা তুলে ।
যেমন তনুর মৃত আাত্মার
প্রতিবাদের ক্রন্ধন ধ্বনি
দিচ্ছে পারি দেশ হতে দেশান্তরে ।
এই অংশটির সাথে ছবিটার একটা অন্তমিল আছে। যাই হোক শুভ হোক আপনার দিন আর আমার নিদ্রযাপন! হাহাহা।
অনেক ধন্যবাদ ভাইয়া কষ্ট করে প্রিতি উত্তরে অসংখ্য ভালোলাগা দিয়েছেন। :)

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া মস্ত ভুল হয়েছে, সঠিক জায়গায় ক্লিক না করে মন্তব্যের জবাব দিয়েছি । লেপটপের সমস্যা ছিলনা সাময়িক মনে হয় সামুর ওয়েব সাইটের কোন সমস্যা ছিল । একমাত্র সামু ভিন্ন অন্য কোন জায়গায় ব্রাউজিংএ অসুবিধা হয়নি । যাহোক এ বিষয়ে আপনার উৎকন্ঠার জ ন্য ধন্যবাদ । আমিও বলতে গেলে সারা রাত সজাগ । ফজরের নামাজ পড়ে তবেই নিদ্রা যাব । তবে যাওয়ার আগে একটু হালকা করে বলে নিই মন্তব্যের জবাবে দেয়া জটিল কবিতাটা শুধুই আপনার জন্য ।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৫

কালনী নদী বলেছেন:
এই ফটোটা আপনার সাথে শেয়ার করেই নিদ্রাতে গেলুম!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ভা্‌ইয়া খুবই দু:খিত, বিশেষ কোন কারনে মনটা ভাল না থাকায় সামুর পাতায় সময় বেশী দিতে পারিনি তাই এ সুন্দর মন্তব্যটি দেখা হয়নি । কিন্তু এখানে এসে মনটা ভাল হয়ে গেছে । খুবই ভাল লাগছে ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১২

কালনী নদী বলেছেন: হুমম ভাই আমার মনটাও অনেক কারাপ ছিল, কিছুদিন অনেক নীরব ছিলাম। এখন ছোট একটা গল্পের প্লট মাথায় আসছে! লেখার চেষ্ঠা করছি। সমস্যা না ভাই বিলম্ভ হওয়াটাই স্বভাবিক। সাধারণ মানুষের সবদিন এক রকম যায় না।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আবার কথা হবে গল্পের প্লটে । গল্পটা না দেখা পর্যন্ত মনটা কেবলি করবে ছটফট । ভালো থাকুন ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯

কালনী নদী বলেছেন: এই বসে বসে উল্টাপাল্টা চিনতা করে কিছু লিখার প্রয়াস। গল্পটা পোস্ট করেছি, দেখতে পারেন :)

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: WOW :)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগায় খুশী হলাম,
ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

১১| ৩০ শে মে, ২০২০ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু ভাবনার প্রকাশ ঘটেছে আপনার এ সুন্দর কবিতাটিতে। ছবি দুটোও সুন্দর।
কবিতায় ভাল লাগা + +।

৩১ শে মে, ২০২০ রাত ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



অভিভুত হলাম বেশ পুরাতন কবিতার একটি পোষ্টে ভাললাগা জানিয়ে যাওয়ায়।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.