নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

কোন সে হলুদ শাড়ি বালিকা

২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৩


হলদে শাড়ি পড়া বালিকা
আসছে চঞ্চল চোখ তুলে
উদাশ হাওয়ায় বারবার তার
রঙ্গিন ওড়না যেতেছে দুলে ।

গেথে চম্পা মালতির মালা
দুরপানে তাকিয়ে রয়েছে বালা
গুঁজে রেখেছে লাল রক্তজবা
দীঘল কালো পশমিনা চুলে ।

হাটু মেলে বসেছে ছাদিম তলে
শানবাধা কালনী নদীর কুলে
নীলিমার কুহক রেখেছে পেতে
তার উদ্যত বুকের পরে ।

হরিণের খুঁজে পাগল শিকারী
পথ ভুলে ধরেছে নির্জন পথ
আঁখির পলকে পাহাড়ের গায়ে
হলদে বালা যায় যে হারিয়ে ।

চকিত আকাশ পায়না নাগাল
বৃথাই খুঁজে ফিরে হায়
মেঘলা বতাস মিছেই ছুটছে
আগল দিতে তার পায় ।

পাহাড় পালক হিমু চমকিয়া
তার পানে মুগ্ধ নয়নে চায়
জড়িয়ে দিয়ে হলুদ শাড়ি
সপে দেয় নুপুর পরা পায় ।

অপরূপ সাজা হলুদ বালা
হিমুর হাত ধরে এবার
নীল ডানা মেলে অজানা
মেঘের দেশে পারি জমায় ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:


শুধু ছবিটা দিলে ভালো হতো, মনে হয়

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: মনে হয় কোথাও একটু ভুল হয়ে গেছে । যাহোক একটু নীচেই আরো দুই ভাইএর করা মন্তব্যের প্রতি সদয় দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ করা হলো । উনাদের মুল্যায়ন করার ক্ষমতা কিংবা মেধা কোন অংশেই কারো থেকে নিশ্চই কম নয় । সামুর আজকের প্রথম পাতায় একটি পোস্টে সামুর ব্লগের বিষয়ে বেশ গুরুত্বপুর্ণ খনেক কথাই বলা হয়েছে । যাহোক একথা বলা যায় যে , অর্জনে অনেক সময় নেয় কিন্তু বর্জনে খুব বেশী সময় লাগেনা । একটি ছোট প্রচেষাটই যথেষ্ট । এই পোষ্ট যদি আর কেও অবলোকন করেন তবে তাদের চিন্তা ভাবনা অনুয়ায়ী ব্যবস্থ নিব। ছবিটা এডিট করে দিব । এডিট এর পাদটিকায় বিষযটি যথাযথভাবে একনলেজ করা হবে । সামুতে বলতে গেলে নতুন এসেছি , ভনেক কিছই জানা হয়নি । ঠেকে ঠেকে আপনার মত শ্রদ্ধেয় বড় ভাই এর নিকট থেকে শিখব , পোষ্ট কিভাবে দিতে হয়, পোষ্টের মন্তব্য কিভাবে করতে হয় , অাশা করি আপনার মত বড় ভাইদের কাছ থেকে উপযুক্ত শিক্ষা পাব ।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৮

নাবিক সিনবাদ বলেছেন: সুন্দর কবিতা

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাললাগার জন্য । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৬

ভাবনা ২ বলেছেন: খুব সুন্দর কবিতা । ভাল লাগল ।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা। প্রথমে মনে হচ্ছিল রাঁধাকেষ্টর প্রেম নিয়ে লিখেছেন, পরে দেখি হিমু চলে এলো!

হরিণের খুঁজে পাগল শিকারী
পথভুলে ধরেছে নির্জন পথ
আঁখির পলকে পাহাড়ের গায়ে
হলদে বালা যায়যে হারিয়ে ।
বানানগুলো ঠিক করে নিন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাই প্রথম রাধাকেষ্ট দিয়েই শুরু করেছিলাম । কিন্তু হলদে বালাকে পাহাড়ে নিয়ে গিয়ে একটি ভাল পাহাড়ি দেবপুত্রের নাম মনে করতে পারছিলামনা, মাঝে একটু তন্দ্রা মত এসেছিল । হঠাত করে হুমায়ুন আহমদের হিমুর নামটা মনে হয়ে যাওয়ায় দিলেম তাকেই ঢুকিয়ে । যাহোক আপনার পরামর্শ অনুযায়ী বানান ঠিক করা হয়েছে । আবারো অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬

মনিরা সুলতানা বলেছেন:
চকিত আকাশ পায়না নাগাল
বৃথাই খুঁজে ফিরে হায়
মেঘলা বতাস মিছেই ছুটছে
আগল দিতে তার পায়

বাহ বাহ !!!

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার প্রশংসা বাণী অনেক অনুপ্রেরণা যোগাবে । বাংলা সাহিত্য তার বিকল্প শব্দ ভান্ডার নিয়ে খুবই সমৃদ্ধ ,আমরা তার অনেক কিছুই জানিনা । অনেক শব্দই আমাদের কাছে অপরিচিত । যেমন অনেক ছোট বেলার কথা , আমাদের স্কুলে ঢ:শহিদুল্লাহ স্যার এসেছিলেন প্রধান অতিথী হিসাবে । মষ্ণে উঠেই তিনি একটি ছোট কবিতা বলেছিলেন, আজও মনে পড়ে:
' নিলজী কাটা ফুটিল পায়
ব্যাথার থেকে বেশী চুলকায়"
পড়ে উনার কাছ থেকে জানতে পারি মাঠে ঘাসের বুকে গজিয়ে উঠা লেংরা জাতীয় কাটাই নিলজী কাটা ।
যাহোক আপনি কবিতাটির মুল টার্নিং পয়েন্টে হাত দিয়েছেন । প্রসংসা টুকুও ছন্দে ছন্দে, খুব ভাল লাগল । ভাল থাকুন এ শুভকামনায় ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: আপনার ভিতরে অনেক কবিতা বাস করে। অফুরন্ত।
তবে বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে যে!

+++

২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা । আমার সবচেয় বড় দুর্বলতা এই বানানেই, সেই ছোট বেলা থেকেই এই বানান ভুলের ভুত মাথায় নিয়েই মনে হয় মরতে হবে । তবে অনেক ধন্যবাদ আারো সচেতন হব । বাংলা বানান উন্নয়ন সংশ্লিষ্ট আমার একান্ত নিজস্ব কিছু উদ্ভট চিন্তা ভাবনা মাঝে মধ্যে দেখা দেয় । এ বিষয়ে সামুতে আমার রম্য রচনা টাইপের একটি পোষ্ট আছে ( শিরনাম : বাংলা ভাষায় বর্ণ কমানোর বিষয়ে ভাবনা) ।
ভাই , সত্যি কথা বলতে কি কবিতা এর আগে লিখি নাই, এমন কি চর্চাও করি নাই । এখানে এই সামুর পাতায় এসে এত এত কবিতা দেখে ও পাঠ করে ভিতরে ভিতরে একটি ছন্দের অনুভুতি পাই । তাই ভাবলাম সামুর এই সুন্দর প্লাটফর্মটিকে ব্যাবহার করে দেখিনা একটু চেষ্টা করে, দুই এক লাইন লিখা শিখতে পারি কিনা । আমার লিখাকে আমি নীজেই কবিতা হিসাবে স্বীকৃতি দেইনা । পাঠক কিভাবে নেন সেটাই বড় কথা । সামুর ভাই বোনদের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করছি , উনাদের ভাললাগাটুকু অনুপ্রেরণা দেয় । দাদা ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

কালনী নদী বলেছেন: হাটুমেলে বসেছে ছাদিম তলে
শানবাধা কালনী নদীর কুলে
নীলিমার কুহক রেখেছে পেতে
তার উদ্যত বুকের পরে ।
8-|
অনেক সুন্দর কবিতা, যার প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছি, সত্যি বলতে কি ছবির হলুদিয়া নারীর আসক্তিতে কালনীও আজ চূড় হয়েছে! ভালোবাসতে অজস্য ভালোলাগা রইল রুমান্টিক কবিয়াল ভাই!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: ভাই ছিলেন দুদিন কোথায়। আমি ছিলাম কপিরাইট ভাংগার ভয়ে । কালনী নদীর কুলে হলদে বালাকে বসানু , না জানি পাপ কত করিনু ছিল এই মনে । যাহোক ভীতি গেছে টুটি , মালিকের কথা শুনি । লাগিল ভাল পেয়ে ভালবাসা ও ভাল লাগার ডালাখানি । অনেক ধন্যবাদ ভাল থাকুন । শুভকামনা রইল ।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

কালনী নদী বলেছেন: আপনার কাছে খুলেই বলি, আছি বিষন একটা ঝামেলার মধ্যে, হাতের আঙ্গুলও গেছে পোঁড়ে! এদিকে ঝড় বৃষ্টিতে শহরে নেটওয়ার্ক পাওয়াও দুরুহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। আজকে আল্লাহর কৃপা হলে ঝামেলা অনেকটাই কমবে। দোয়া রাখবেন ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন: ভাই আল্লার কাছে দুহাত তুলে দোয়া করছি তিনি যেন আপনাকে সুস্থ রাখেন ও ঝামেলামুক্ত রাছেন । পুড়া আঙ্গুলের জন্য ডাক্তার দেখাবেন, হেলা করবেননা । আমি গত বছর কেটলীর গরম পানিতে হাত পুরে হেলা করে বেশ ভুগেছি । নিরন্তর দোয়া থাকবে । সুস্থ থাকুন এ কামনা থাকল ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবি বিজন রয় ঠিকই বলেছেন: আপনার ভিতরে অনেক কবিতা বাস করে। অফুরন্ত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:


অনেক পুরানো একটি পোষ্ট দেখে মুল্যবান মন্তব্য
রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.