নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
নিকশকালো আধার রাত উঠেনি আকাশে কোন তারা আজ
বসে আছি উঠানে মাথার পর ঝুলছে সাজনার চিকন শাখ
দখিনের মৃদু মন্দ ঝির ঝির হাওয়ায় শান শান শব্দ অনুগত,
দিগন্ত জোরা নিকশ রাতে ডুবে গেছে কাল কেশবতী কন্যা
যেন আকাশে আমার চোখের পরে লম্বা চুল তার ভাসে ।
কতদিন গেল কত যুগ গেল দেখিনি তাকে বসেনি এমন আধারে
পৃথিবীর কোন পথে নরম ঘাসের গালিচা পেরিয়ে উঠে গেল আকাশে,
অন্ধকারে মিশে যাওয়ার আগে বাড়াল না কেন সরু দুখান হাত
রেখে গেল কিশোরী পায়ে দলা ঘাস, ওরনাখানি সজনের ডালে।
বুঝিনি কখনো এই তারাহীন রাতের আগে রূপসীর কালো কেশ হতে
অন্ধকারে স্নিগ্ধ গন্ধ ঝরে, নিয়ুত চুলের চুমা আছরে পরে সাজনা তলে,
পাগল করা পরশ শর পুকুরের জলের মত মৃদু তালে হাসের পালকসম
ক্লান্তির নিরবতা ভাংগে , ধানের গন্ধ কলমীর ঘ্রাণ যেন বাংলার প্রাণ
ভুলে যাই আকাশে আজ তারা উঠে নাই আড়াল পরেছে কেশবতীর চুলে।
২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫২
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জীবনানন্দ স্বাদ পেলাম।
তাই আরো ভাল লাগলো।
সুন্দর প্রকাশ।
প্লাস
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । জীবনান্দের অনেক কথা হৃদয়ে আছে গাঁথা, তাঁর প্রভাব রোধে সাধ্যকার, তবে চন্দ্রের প্রভাব সেই বা কম কিসে এটা লিখার আগে পড়েছি তার কবিতা সম্ভার বিস্তারিতভাবে । ভাল থাকুন এ শুভ কামনা রইল ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৬
বিজন রয় বলেছেন: শুভ সকাল প্রিয় লেখক।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন: শুভ অপরাহ্ন দাদা । যতার্থ অনুধাবন , ভালবাসা ও শুভেচ্ছা থাকল ।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল লাগার কথা শুনে খুবই খুশি হলাম । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল
২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: আপনার লিখা বেশ ভাল টুকু হবে ক্রমশ; আশির্বাদ তব রইল শীরে তুলা । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।
৬| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহ কি সুন্দর
ঢাকাবাসীদের কেশ আয়রনে উঠে যায় এই একটা সমস্যা
০২ রা মে, ২০১৬ রাত ৯:০৪
ডঃ এম এ আলী বলেছেন: উপরে গাছের নীচে ছেলেটার পাশে বসা মেয়েটার নিকশকাল ঘনকেশের শেষ প্রান্ত কোথায় গিয়ে মিশেছে তার হদিস মিলছেনা ।
আয়রণে কেশ খেয়ে খেয়েও শেষ করতে পারবেনা ।
আয়রণে ঢাকাবাসীর কেশ পড়া বন্ধের একটা উপায় বাতলে দিলাম : গোছলের আগে বড় বাকেটে কয়েক কুচি কচুরী পানা ( কোন জলাশয় থেকে সংগ্রহ করতে হবে) এর সাথে লেবু টুকরা মিশিয়ে ঘন্টা দুয়েক কিংবা বেশী রেখে দিলে পানি থেকে অায়রণ শুশে নিবে ) এটা পরিক্ষিত ও ন্যাশনাল সাইন্স এক্জিবিশনে প্রথম পুরস্কার প্রাপ্ত । এই পানি দিয়ে গোছল করলে কেশ পরা বন্ধ হবে ।
অনেক ধন্যবাদ ব্লগে এসে মুল্যবান সময় দেয়ার জন্য । ভাল থাকুন এ কামনা থাকল ।
৭| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: পাঁচ বৎসরেরও অধিক কাল আগের লেখা আপনার এ কবিতাটি কোন কারণে হয়তো পড়া হয়নি। আজ পড়ে মুগ্ধ হ'লাম। জীবনানন্দীয় প্রভাব তো কিছুটা আছেই, যেমনটি চন্দ্ররথা রাজশ্রী বলেছেন, তবে আপনার নিজস্ব স্টাইলে কৃষ্ণপক্ষের নিশুতি রাতের আঁধারকে কেশবতীর কালো চুলের সাথে তুলনাটা আমার কাছে বেশ মনোমুগ্ধকর মনে হয়েছে।
কবিতায় পঞ্চম ভাললাগা। + +
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০১
ডঃ এম এ আলী বলেছেন:
পাঁচ বছর আগের লেখা একটি কবিতা পাঠ করতে এসেছেন দেখে আমি অভিভুত, আনন্দিত ।
জীবনানন্দের একটি কবিতা পাঠের পর মনে যে আনুভুতি জেগেছিল তারই পরিনতিতে
এই কবিতাটি লিখে ফেলেছিলাম আমার নীজের আনুভুতির মিশেল দিয়ে । আমিতো
কোন ছাড় , জিবনানন্দের স্টাইলে কবিতা লেখার সাধ্য আর কারো বা কবির
হবে কিনা তা শুধু কালই বলতে পারে । জীবনানন্দের প্রতি কেবল শ্রদ্ধাই বাড়ে ।
তারা নিয়ে আরো অনেকেই লিখেছেন বিখ্যাত কবিতা । তারা নিয়ে লেখা
কবি গুরুর নীচের কবিতাখানি নিশ্চয়ই আপনার হয়েছে দেখা । এর প্রভাবও কি
সহজে এড়িয়ে যাওয়া যাবে , এটা পাঠে এর কথা ও শব্দগুলি মননে রয়ে যাবে
গেথে , সময় সযুযোগ পেলেই সেগুলির কথা উকি দিবে যে কারোর লেখাতে ।
আজি যত তারা তব আকাশে
- বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর
আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে ॥
নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
তব নিকুঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে ॥
দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে, এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উছাসে।
আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে বাঁশরির সুরে বিলাসে ।
কবিতায় ভাল লাগার কথা শুনে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১২
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভালো লেগেছে।++++