নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলিমায় নীলপদ্ম

নীলিমায় নীলপদ্ম › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকার অকথ্য চেষ্টা

০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৬

যান্ত্রিক জীবনে ঘুম থেকে উঠা মানেই যন্ত্রের ডাকে সাড়া দেয়া হোক সে ঘড়ি অথবা আপনার মুঠোফোন । এখানে নেই ভালবাসার মানুষটির মিষ্টি ডাকের ছোঁয়া ।
এই উঠো তো , এত বেলা করে মানুষ ঘুমায় !! তুমি না এখন আগের মতই আছো । উঠো বলছি ।
বাবা উঠ আর কত ঘুমাবি , বেলা হয়ে গেছে এত বেলা করে মানুষ ঘুমায় । দেখ তোর বাবা কখন উঠে হাঁটতে বেরিয়েছে এসে যদি দেখে এখনও ঘুমাচ্ছিস সারাঘর মাথায় তুলবে , উঠ বাবা ।
ভাইয়া , তুই এখনও ঘুমাচ্ছিস !! সারারাত কি করিস বলে দেব মাকে ? উঠ বলছি , আমার স্কুলের সময় হইছে আমাকে রেখে আয় । উঠবি নাকি মাকে ডাকব ।
বেলা করে পরে পরে ঘুমাই দেখার কেউ নেই , ডাকার কেউ নেই । ঘুমিয়ে ঘুমিয়ে সকাল বেলার নাস্তার টাকা বাঁচিয়ে দেই । ভাল থাকব ক্যামন করে কখনো তো বিন্দু মাত্র চেষ্টা টুকুও করি নি । সময়ের স্রোতে গা ভাসিয়ে আজো আমি ভাসমান । জানি না কোথায় গিয়ে আছাড় খেয়ে পড়ব ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৮

আরণ্যক রাখাল বলেছেন: আমাকে কিন্তু ডেকে দেয়ার মানুষ আছে| ভাল লাগল লেখা

২| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২১

সাজ্জাদ মণি বলেছেন: ভাল লাগল :)

৩| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩

নীলিমায় নীলপদ্ম বলেছেন: আমার ১ম লেখা :) অনেক অনেক ধন্যবাদ @আরণ্যক রাখাল এবং @সাজ্জাদ মণি B-)

৪| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার নেই। :(
ভালো লাগল। আবেগের ক্ষুদ্ররূপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.