নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার মৃত্যু হয়েছে। আমার দীর্ঘশ্বাস তাদের পরজন্মের শুক্রাণু

কাশ দিমু হালকা আওয়াজ হইব বিকট ///

আল-ফু

অনিশ্চিত রাস্তায় নিশ্চিতভাবে হাটি

আল-ফু › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা !!,কিছু সপ্ন!!,কিছু প্রশ্ন??

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

আমি ক্ষুদ্র একটা মানুষ । যার সপ্ন আছে আকাশ ছোয়া । মাটির নিচে পাতাল দেখার । চিল হয়ে আকাশের বুকে ভেসে বেড়ানোর । মৌমাছির মত হাজার হাজার ফুল থেকে মধু সংগ্রহ করার । তিমির মত সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর । এভারেস্টের মত বিশাল আকৃ্তি নিয়ে দাড়িয়ে থাকার । আর জীবনকে নিয়ে সুন্দর সুন্দর সপ্ন দেখার ।



আমি আমার সপ্ন,আশা,আকাক্ষা,চিন্তা,ভাবনা,প্রম,ভালবাসা,আদর,স্নেহ,সোহাগ,যত্ন দিয়ে একটা পৃ্থীবি বানিয়েছিলাম যেই পৃথীবির একছত্র রাজা আমি । যেখানে শুধু আমার হুকুমই চলবে । আমার আমার সাথে থাকবে আমার রাণী । যাকে আমি angel বলে ডাকি । আমি আর আমার রাণী আমার পৃ্থীবিতে প্রতিদিন সকালে সবুজ ঘাসের উপর হাটব ,শিশির আমার রাণীর পা ছোয়ে যাবে,আমি আর আমার রাণী এ্কসাথে আকাশের চাদ দেখব, আমার রাণী আমাকে আদর করে দিবে , আমি আমার রাণীর কোলে মাথা রাখব তা দেখে চাদ আমাকে হিংসা করবে, এটাইত চেয়েছিলাম.।।। এর বেশি কিছুত না ।



তবে কেন এতসব কীট-পতঙ আমার রাজ্যে ডুকতে চায় ??? আমিত কারো সপ্ন চুড়ি করি নি ?? আমিত শুধু আমার রাণীকে নিয়ে থাকতে চেয়েছিলাম ।। তবে কেন এমন হয় ???? মানুষ মানুষের সপ্নের রাজ্যে ডুকে কেন ??? তাদের নিজের কি রাজ্য নেই ??? নাকি তারা বাস্তহারা ????

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.