![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওগো কাননে কল্পরাগিণী,
নীল লোনা জলের বন্দিনী
সমুদ্রবক্ষে তুমি বাংলাদেশ।
তুমি গোধূলীর স্বপ্নচারিণী,
সূর্যস্নানে ঢেউ-রাঙ্গা জলকেলী
তুমি মেঘমুক্ত নীলাকাশ।
ওগো অনাবিল অনন্যা,
তুমি ক্লান্ত বেলাভূমির শান্তনীড়
হুমায়ূনের সমুদ্র বিলাস।
তুমি নিঃশব্দ নিশিকন্যা,
নির্জন সৈকতে পূর্ণিমা রাত
জোছনায় নিরব নিবাস।
ওগো কমনীয় অধরা,
ছেড়া দ্বীপ শোভিত কেয়াবন
ছিন্নতা তব ভাটার রুটিন।
তুমি নারিকেল জিঞ্জিরা,
প্রবালে বিছানো গোটা সাকিন
দারুচিনি দ্বীপ নাম সেন্টমার্টিন
@ কায়সার ইমরান
(শাহবাগ, ঢাকা, ১৯ অক্টোবর, ২০১৩)
©somewhere in net ltd.