![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন খুলনার কয়েকজন ব্লগারের পরিবার। ব্লগারদের কয়েকজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তাদের বাবা-মা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তেমন একজন ব্লগার হলেন খুলনার মনু আউয়াল ।তিনি দীর্ঘদিন ধরেই লেখালেখি করে আসছেন। কিন্তু ২০১৩ সালে ব্লগার রাজিব হত্যাকাণ্ডের পর ও ব্লগে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীদের নজরদারির কারণে তার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্য রয়েছেন। শুধু তিনি একা নন। তার মতো আরো কয়েকজন ব্লগারের পরিবার তাদের স্বজনদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে আছেন।
সূত্র আরো জানায়, ধর্মবিরোধী লেখার অভিযোগে তালিকা করে একাধিক অভিযান চালিয়ে চারজন ব্লগারকে গ্রেফতারও করে গোয়েন্দা বিভাগ। গ্রেফতার এড়াতে ওই সময় তালিকার অনেকে লেখালেখি বন্ধ করে আত্মগোপন করেন। কিন্তু তালিকার কয়েকজন দেশের বাইরে থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।
এখন কারো বিরুদ্ধে ধর্মবিরোধী কোনো লেখা বা উস্কানির প্রমাণ পেলে তাকে গ্রেফতারের ও তার বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
খুলনার এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, এখন সব কিছুতেই আমাদের কঠোর নজরদারি রয়েছে। তথ্য প্রযুক্তি আইন অনুসারে ধর্ম নিয়ে কটূক্তি করলে তা যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর অথবা ১ কোটি টাকা অর্থদণ্ড। দণ্ড বিধি অনুসারে এর শাস্তি ১ থেকে ২ বছর হতে পারে।
একদিকে পুলিশের কঠোর অবস্থান অন্যদিকে আততায়ীর ভয়ে চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তালিকাভুক্ত ব্লগাররা।
http://www.jagonews24.com/country/news/46777/à¦à§à¦à¦£à§à¦ াà§-দিন-à¦à¦¾à¦à¦¾à¦à§à¦à§-বà§à¦²à¦à¦¾à¦°-পরিবারà¦à§à¦²à§
২| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
শতদ্রু একটি নদী... বলেছেন: কি করছিলো ভাই এরা? সত্যি খোচাখুচি মুলক কাজে জড়িত থাকলে এদের ১৪ বছরের জন্য জেলে ভইরা সুরক্ষা দেয়া হোক। সাথে এরা যাদের হুমকী মনে করে এদেরও ঢুকানো হোক একই সেলে। এইভাবে সহাবস্থানের ফলে এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরী হবে। অনেকদিন একসাথে থাকলে চেয়ার টেবিলের প্রতিও মায়া বাড়ে। খালি ১৪ বছরের খাওয়ার খরচ এদের জমিজমা ক্রোক করে উঠানো যাইতে পারে।
৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
M Islam বলেছেন: ব্লগার মনু আউয়াল ভাই সহ সকল ব্লগারের নিরপত্তা নিশ্চত সময়ের দাবী
৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৮
তিক্তভাষী বলেছেন: শতদ্রু একটি নদী...র সাথে একমত। পুলিশের হেফাজতে গেলে খারাপ কী? জেলখানায় বরং নিরাপদ থাকবে।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
রয়াজ বলেছেন: সকল ব্লগার এর নিরাপত্তা নিশ্চত করা সরকারের দায়িত্ব