![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে নিজ দেশ ঘাটাইল যাচ্ছিলাম। আগেরদিন রাতে মাথা ব্যাথায় ভুগতে থাকতে থাকতেও সকালে রওনা দেয়ার জন্য এলার্মের আশ্রয় নিতে হলো। গাড়ীতে আরাম করে ঘুমানোর একটা ইচ্ছা নিয়ে নিজেকে প্রবোধ দিলাম। এখানে উল্লেখ্য আমি সমাজের সেই শ্রেণীর অংশ যারা নিয়মিত পাবলিক বাসে যাতায়ত করে। সিটে বসতে পারলে দাঁড়িয়ে থাকা যাত্রীদের তৃতীয় শ্রেণীর যাত্রী মনে করে। নিজে গাড়ীতে উঠে গেলে অন্যের হুড়োহুড়ি করে উঠাকে রীতিমতো অমার্জনীয় অপরাধ বিবেচনা করে। যদিও প্রায়শই তাদের নিজেদেরও প্রয়োজনের তাগিদে একই ঘটানা ঘটাতে হয়।
যাইহোক, আমার ঘাটাইল যাত্রায় ফিরে আসি। যথারীতি প্রায় আধঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটি বাসে উঠতে পারলাম। বাইরে কখনও প্রকৃতি শান্ত আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এমন চমৎকার আবেগী প্রকৃতির সাথে নিজেকে কিছুটা একাত্ম করার উদ্দেশ্যেই হোক বা অন্য কোন কারণেই হোক একটু পেছনের দিকে গিয়ে জানালার ধারের সিট নিলাম। ভেঁজা রাস্তার চলমান গাড়ী সদ্যস্নাত রমনীর ন্যায় দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি দেখতে দেখতে ভালোই কাটছিল কিন্তু বিপত্তি বাঁধল যখন আমার সামনের সিটে বসা পঞ্চাশোর্ধ মহিলা তামাক পাতা সহ পান খাওয়া শুরু করলো। তীব্র এক গন্ধ চলন্ত গাড়ীড় বাতাসের ঝাপটায় একেবারে আমার মস্তিষ্কের শেষ বিন্দুতে আঘাত করতে লাগলো। পাবলিক বাসে চলতে চলতে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বসে চলা এই আমার সর্বংসহা নাসিকাগ্রন্থি কোন এক বিচিত্র কারণে বিদ্রোহ ঘোষণা করল। কিন্তু উঠে গিয়ে আরেক সিটে বসার মত অবস্থা তখন আর নেই। সিট সব ভরে গেছে। সহ্য করতে থাকলাম। সহ্য করায় বঙ্গ সমাজ অতুলনীয় ক্ষমতার অধিকারী। নইলে আবর্জনা আর নোংরা পানির গন্ধের ভেতর থাকা ঢাকা শহরের মানুষ সেই কবেই শহর ছেড়ে পালিয়ে যেতো। কিছুক্ষণ পর উনার খাওয়া শেষ করার কারণেই হোক অথবা আমার সহ্য ক্ষমতা তার যোগ্যতা প্রদর্শনের কারণেই হোক সেই তামাক পাতার গন্ধ কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসলো। এই সুযোগে একটা টিপস দিয়ে দেই, যদি আপনারা কেউ ইন্ডিয়ান লোকাল ট্রেনে, সাধারণ এক্সপ্রেস ট্রেনে বা পাবলিক বাসে যাত্রার আয়োজন করেন তাহলে তার দুই দিন আগে থেকে তামাক পাতা শুঁকার অভ্যাস করতে পারেন। ইন্ডিয়ান রেলওয়েতে ধুমপান নিষেধের কারণেই হোক বা মানুষে অভ্যাস বশেই হোক মাঝ বয়সী প্রায় সব লোকই তামাকে সাথে চুন মিশিয়ে মুখে পুরে রাখে। কিছুটা আমাদের এখানকার গুল লাগানোর মত। আগে থেকে গন্ধে অভ্যাস না করলে শুরুতে সহযাত্রীদের কল্যাণে কিছুটা গন্ধ বিপত্তি ঘটতেই পারে!
আসল কথায় ফিরে আসি। তামাকের গন্ধটা সহ্য হয়ে গেছে এমনটা ভেবে যখন একটু স্বস্থির নিঃশ্বাস ফেলব ভাবছি ঠিক তখনই হঠাৎ একটি উৎকট সুগন্ধ আমার বদ্ধ চোখে চিন্তার ধারাকে এলোমেলো করে দিল। চোখ খুলে দেখলাম আমার পাশের যাত্রীর ঘুমিয়ে আমার দিকে হেলে পড়া তার মাথাই সে গন্ধের উৎস। কোন এক সুগন্ধি নারিকেল তেল দিয়ে উনি উনার মাথা পরিপাটি করেছেন। ঘুমিয়ে আমার দিকে হেলে আসায় যে গন্ধ তীব্রবেগে সরাসরি আমার নাসারন্ধ্রে প্রবেশ করছে। গন্ধ সমাচার এখানে শেষ হলেও বোধহয় ভালো হতো। কিন্তু গন্ধ আজ পণ করেছে যে ষোল কলা পুর্ণ করে আগের রাতের মাথাব্যাথাটা পুনঃজাগ্রত না করে আমাকে ছাড়বেনা। চন্দ্রা নামক একটি সাময়িক স্টপেজে গাড়ি আসা মাত্র নানা শ্রেণীর হকারের কলরব। এনার্জি ড্রিংক থেকে শুরু করে সিটি গোল্ডের গলার চেইন কি নেই তাদের কাছে! এসবের কলরবের মাঝেই এক হকার পারফিউম বিক্রি করতে বাসে উঠলো। তার পারফিউম কতটা সুগন্ধ ছড়ায় সেটা না জানালে যাত্রীরা কিনবে কেন! তাই সে বাসে উঠেই পারফিউমটি স্প্রে করে বাতাসে ছড়িয়ে তার সুগন্ধ বুঝিয়ে দিচ্ছিল। গন্ধ এবার বোধহয় আমার উপর তার মিশন শেষ করলো। মাথা আবার ধরে গেল। গোদের উপর বিষ ফোঁড়ার মতই আমার ঠিক পেছনের দুজন যাত্রীই পারফিউম কিনেই ক্ষান্ত হলোনা সেগুলো রীতিমতো ব্যবহার করা শুরু করে দিল।
সিদ্ধান্ত নিলাম কিছুটা ভাবনার মাঝে নিজেকে ডুবিয়ে দিলে হয়তো যাত্রাকালীন এই সংকটা থেকে উত্তোরণ পাওয়া যাবে। কারো উপর রাগ বা গন্ধের উপর বিরক্তিই বা দেখাই কি করে! আমার সেই এক্স বডিস্প্রে, মাথায় দেয়া সেই সানসিল্ক শ্যাম্পু বা গায়ে সিগারেটের গন্ধ (সিগারেটের গন্ধ না চেনা আমার বোন যেটাকে বলে ভাইয়া ভাইয়া গন্ধ) এর সবই যে কখনও কারো বিরক্তির উদ্রেগ করেনি তাই বা কিভাবে বলি! হয়তো ভদ্রতার খাতিরে সবাই চেপে গেছে। যে চেপে যাওয়াটা এখন আমার কর্তব্য।
মনেপড়ে গেল আমার সেই নাইজেরিয়ান বন্ধুর কথা যে এক কোরিয়ান মেয়ের প্রেমে পড়েছিল। অসম্ভব ভালো মিশুক জনপ্রিয় পরোপকারী সেই বন্ধুটি তার ভালোবাসা হারিয়েছিল শুধুমাত্র গন্ধের কারণে। কোন কিছুর ঘাটতি ছিলোনা কিন্তু আমার সেই বন্ধুর শরীরের গন্ধে নাকি মেয়েটার অস্বস্থি হয়। যার কারণে সে গাড়ীতেও সে বন্ধুটির পাশে বসেনা। মেয়েটিও আমার ব্যাক্তিগত পরিচিত এবং এও জানি যে সে আমার বন্ধুটিকে যথেষ্ট ভালোবাসে কিন্তু শুধুমাত্র তার গন্ধের ভয়ে রিলেশন করতে সাহস পায়না। হয়তো কোনভাবে আমার সেই বন্ধু ব্যাপারটি বুঝে গিয়েছিল। হঠাৎ করে বডি শপে নিয়মিত যাতায়াত নানা ধরনের পারফিউম আর ঘর সুগন্ধি কেনার হিড়িক দেখে তেমনটা সন্দেহ হয়।
শরীর বা আশেপাশের গন্ধ দূর করতেই নাকি গন্ধে ভিন্নতা আনার উদ্দেশ্যে পারফিউমের প্রচলন হয়েছিল সেটা অজানা থাকলেও। বিভিন্ন রাসায়নিক উপাদান গাছ ফুল ফলের নির্যাস থেকে সুগন্ধির ইতিহাস সেই প্রচীন মিশন ব্যাবলনীয় সভ্যতাতেই পাওয়া যায়। হয়তো এ ইতিহাস আরো পুরানো। হয়তো কোন একজন তার প্রিয় মানুষটিকে বুকে পেতে নেয়ার সময় সুগন্ধি দেয়ার আশায় গায়ে সুগন্ধি ফুল লতা মেখে নিয়েছিল। অথবা অভিজ্ঞতায় দেখেছিল যে শরীরে কিছু প্রাকৃতিক সুগন্ধি নিয়ে থাকলে সেটা যেমন অন্যকে প্রভাবিত করে তেমনি পারিপার্শিক কোন কটু গন্ধ থেকেও রক্ষা করে। আর কালে কালে সেই সুগন্ধি প্রয়োগের ধারাবাহিকতায় হয়েছে এবং হচ্ছে বিস্তর গবেষণা। যার ফলশ্রুতিতেই আমরা লোকাল বাসের বিশ টাকা দামের সুগন্ধি থেকে শুরু করে লক্ষ টাকা দামের সুগন্ধি দেখতে পাই। এদিকে আবার পুরণেও দেখতে পাই যে ধীবর কন্যা সত্যাবতী তার গায়ের গন্ধকে দূর করার আশ্বাস পেয়ে মুনি পরাশরের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিতে।
সুকুমার রায়ের গন্ধ বিচার কবিতা দিয়ে শেষ করছি।
সিংহাসনে বস্ল রাজা বাজল কাঁসর ঘন্টা,
ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা।
বললে রাজা, "মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ?"
মন্ত্রী বলে, "এসেন্স দিছি- গন্ধ ত নয় মন্দ!"
রাজা বলেন, "মন্দ ভালো দেখুক শুঁকে বদ্যি,"
বদ্যি বলে, "আমার নাকে বেজায় হল সর্দি।"
রাজা হাঁকেন , "বোলাও তবে- রাম নারায়ণ পাত্র।"
পাত্র বলে, "নস্যি নিলাম এক্ষনি এইমাত্র-
নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে?"
রাজা বলেন, "কোটাল তবে এগিয়ে এস শুক্বে।"
কোটাল বলে, "পান খেয়েছি মশলা তাহে কর্পূর,
গন্ধে তারি মুন্ড আমার এক্কেবারে ভরপুর।"
রাজা বলেন, "আসুক তবে শের পালোয়ান ভীমসিং,"
ভমি বলে, "আজ কচ্ছে আমার সমস্ত গা ঝিম্ ঝিম্
রাত্রে আমার বোখার হল, বলছি হুজুর ঠিক বাৎ"-
ব'লেই শুল রাজসভাতে চক্ষু বুজে চিৎপাত।
রাজার শালা চন্দ্রেকেতু তারেই ধ'রে শেষটা
বল্ল রাজা, "তুমিই না হয় কর না ভাই চেষ্টা।"
চন্দ্র বলেন, "মারতে চাও ত ডাকাও নাকো জল্লাদ,
গন্ধ শুকে মর্তে হবে এ আবার কি আহ্লাদ?"
ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই,
ভাব্ল মনে, "ভয় কেন আর একদিন তো মরবই-"
সাহস করে বল্লে বুড়ো, "মিথ্যে সবাই বকছিস,
শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বক্শিস।"
রাজা বলেন, "হাজার টাকা ইনাম পাবে সদ্য,"
তাই না শুনে উৎসাহতে উঠ্ল বুড়ো মদ্দ।
জামার পরে নাক ঠেকিয়ে- শুক্ল কত গন্ধ,
রইল অটল, দেখ্ল লোকে বিস্ময়ে বাক্ বন্ধ।
রাজ্য হল জয় জয়কার বাজ্ল কাঁসর ঢক্কা,
বাপ্রে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা!
পোষ্টটি উৎসর্গ করলাম তাসনুভা সাখাওয়াত বিথি কে। সেই রাতে মাথা ব্যাথার জন্য বিথিকে নক দিয়ে বলেছিলাম, ডাক্তার ওষুধ দেন। মাথা ছিঁড়ে যাচ্ছে। এদিকে সকালে উঠতে হবে। পরদিন সকালে উঠেই চলে যাই ঘাটাইল, যেখানে টেলিটকের থ্রিজি নেটওয়ার্ক না থাকার কারণে দুই দিন অনলাইনে আসতে পারিনি। দুইদিন পর অনলাইনে এসে দেখি বিথির উৎকণ্ঠা মাখা মেসেজ তাও বেশ কয়েকটি। "কি ব্যাপার, আপনার শরীক কি বেশী খারাপ করেছে? কেমন আছেন? মেসেজ পাওয়া মাত্রই রিপ্লাই দিয়েন।"
হ্যাঁ বিথি, আমার সাথে নেই আপনার রক্তের বন্ধন, নেই কোন আত্নীয়তা বন্ধন। শুধুমাত্র একজন সহব্লগারের জন্য আপনি সেদিন যে আন্তরিকতা ও উৎকণ্ঠা দেখিয়েছেন সেটা আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তির অন্যতম। আপনার থেকে এ প্রাপ্তি আমি সারা জীবন মাথায় তুলে রাখবো। আপনার জন্য সামান্য একটু রাত জেগে থাকা সেটা তো আপনারই দেয়া। আর আপনার মতো করেই বলি, প্রতিটি সহব্লগারের মধ্যে এমন আন্তরিকতাপুর্ণ হৃদ্যতার বন্ধন গড়ে উঠুক। আদর্শিক বিভেদের দূরত্ব ভুলে দিন শেষে আমাদের সকলেরই এক পরিচয় "আমরা ব্লগার"
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধ ইজ এ ফ্যাক্ট !!!
আপনাকে সুগন্ধি মাখা ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৩২
মোঃমোজাম হক বলেছেন: হুম আপনি তাহলে ঘাটাইলের ছাওয়াল।সে অনেকদিন আগের কথা আমি ঘাটাইলে গিয়েছিলাম।থাকতাম কালিহাতিতে
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: জ্বী মোজাম ভাই আমি ঘাটাইলের ছাওয়াল
সৌদি আরবের জীবন যাপনের সাথে সাথে আপনার থেকে কালিহাতির স্মৃতিচারণ মূলক একটি লেখা পাওয়ার আশায় থাকলাম
৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
গন্ধময় পোস্টে সুগন্ধময় +++++++
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:০১
*কুনোব্যাঙ* বলেছেন: সুগন্ধময় প্লাসের জন্য আপনাকেও সুগন্ধি ধন্যবাদ
৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৪০
বাংলার হাসান বলেছেন: চমৎকার, +++++++ রইল।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই
৫| ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:৩২
বাংলাদেশী দালাল বলেছেন:
খুব সাধারণ কিছু অভিজ্ঞতা অসাধারন উপস্থাপনায় চোখের সামনে ভেসে উঠলো।
স্বার্থহীন সহব্লগার সম্পর্কটার দায়িত্ববোধ আপনারা দুজনেই অনেক গুন বাড়িয়ে দিয়েছেন।
+++
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: ভিন্ন আদর্শ ভিন্ন মত ভিন্ন অবস্থানে থেকেও প্রযুক্তির কল্যাণে যেহেতু অনেকটা সময় আমরা আমাদের ভাবনা চিন্তা নিয়ে পারষ্পরিক খুব কাছে অবস্থান করি সেহেতু পারষ্পরিক শ্রদ্ধাবোধ আন্তরিকতার একটি সম্পর্ক থাকলে ব্যাপারটি মন্দ হয়না। যে মত যে আদর্শেরই হইনা কেন আমাদের সকলের একটি পরিচয় "আমরা ব্লগার"
অনেক ধন্যবাদ
৬| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:০১
আতা2010 বলেছেন: Click This Link
মুক্তিযোদ্ধা মানেই ধোয়া তুলসী পাতা নয় ! তাদেরও আছে লোভ আর ব্যক্তিস্বার্থ চিন্তা।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: কেউ বলেনি মুক্তিযোদ্ধা মানেই ধোয়া তুলসী পাতা। কিন্তু মুক্তিযোদ্ধা নিয়ে আপনার চুলকানীর হেতু কি??
৭| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৮
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কেনো জানি আপনাকে মেয়েরা খুব লাইক করে ভাল লাগলো পোস্টটা
ভাল থাকবেন
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকে করেনা?
ভালোলাগা জানানোয় অনেক ধন্যবাদ তানভীর ভাই
আপনিও অনেক ভালো থাকুন
৮| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোস্ট, সুকুমার রায়ের কবিতাটি অনেকদিন পর অসম্ভব ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২২
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী
৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৪
রহস্যময়ী কন্যা বলেছেন: হটাৎ গন্ধ নিয়ে পোষ্ট কেন??
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধ একটা গুরুত্বপুর্ণ বিষয়!!
১০| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্ট থিকা কেমন জানি গন্ধ পাইতাছি। বিশ্বাস করেন আমার কোন দোষ নাই সব দোষ আপনার পোস্টের।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: ইহা একটি গন্ধ বিতরণকারী পোষ্ট !!
১১| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: গুল খেত আমার বাবার এক বন্ধু। সেই কাকা বাসায় এলেই টের পেতাম কাকা এসেছে। ছোট বেলায় যে টিচারের কাছে পড়তাম তার এখানে অনেক ছেলে মেয়ে পড়তো। এর মাঝে একটা মেয়ে ছিল নাম - মিমি। খুব ভালো স্টুডেন্ট , পরীক্ষা ছাড়াও সব সময় সে মাথায় মাখতো - গন্ধরাজ তেল ! এই গন্ধ এখনো মাথায় ফিক্সড হয়ে আছে আমার।
আমার শৈশবের খুব কাছের এক ফুপু ছিল যে ছিল বান্ধবীর মতো , বয়সে বড় হওয়া সত্ত্বেও। তাকে খুব পছন্দ করলেও ওর গায়ের গন্ধে আমার মাথা ধরে যেতো। গায়ে তীব্র তেতো এক গন্ধ যা গরমে আরও বাড়ত।
একেকজনের গায়ে একেকরকম গন্ধ আছে সেটা সত্যি। কিছু গন্ধ কাছেই আনে না দূরেও ঠেলে দেয় যার প্রমাণ আপনার সেই নাইজেরিয়ান বন্ধু। কাজের সুবাদে অফিসের বিভিন্ন ফ্লোরে যেতে হয়। সস্তা পারফিউম, গাএর গন্ধ যেমন পাওয়া যায় তেমনি দামী সুগন্ধীও সেই বাজে গন্ধ ঢেকে রাখতে পারে না।
এবার একটা ভালো লাগার গন্ধের কথা বলি। আমার নানীর মুখের পানের গন্ধ ! আমরা কাজিনরা মারামারি করে নানীর কাছ থেকে পান নিয়ে খেতাম।
যাই হোক ভালো আর খারাপ সব গন্ধই মাথাচাড়া দিয়ে উঠছে যেন।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: কিছু গন্ধ কাছেই আনে না দূরেও ঠেলে দেয়।
আবার গন্ধের সাথে কিছুটা অভ্যস্ততার ব্যাপারও আছে হয়তো। যে পারিপার্শিক গন্ধের সাথে আমরা বেড়ে উঠি সে গন্ধেই হয়তো আমরা অভ্যস্ত হয়ে যাই। যার কারণে ভিন্ন সমাজ ভিন্ন পরিবেশের গন্ধ অনেক সময় আমাদের অস্বস্থির কারণ হয়।
গন্ধের স্মৃতিচারণ অনেক ভালো লাগল আপু। প্রিয় সুগন্ধিতে ভরে উঠুক আপনার প্রতিটি ক্ষণ
১২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: মজার পোস্ট....
ভাইয়া ভাইয়া গন্ধ নাম একটা গন্ধ আছে জানলাম
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: হুমম আমার গায়ের কড়া সিগারেটের গন্ধ ওর কাছে ভাইয়া গন্ধ হিসেবে পরিচিত
১৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুগন্ধী প্লাস দিয়ে গেলাম ব্যাঙ ভায়া।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয় অপ্সরার জন্যও সুগন্ধীময় অশেষ শুভকামনা
১৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫
নিষ্কর্মা বলেছেন: গন্ধ এবং বান্ধবী নিয়ে চমৎকার ব্লগ। পুরাই নাস্তিক নাস্তিক আবহাওয়া। ব্লগাররা যে নাস্তিক, তার প্রমান পরতে পরতে। কোথায় আল্লাহর থেকে সাহায্য চাওয়ার ইশারা পর্যন্ত নাই।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: আল্লাহ্ আমাকে সুস্থ রেখেছে হাতের আঙ্গুল ও মাথা সচল রেখেছে, চলতি পথে কোনরূপ দুর্ঘটনায় পতিত হইনি। তাছাড়া কম্পিটার ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে এমন পরিবারে জন্ম দিয়েছে হাতে কিছু অবসর সময় দিয়েছে, দিনের খাবার নিশ্চিত করেছে এই সব মিলিয়ে আল্লাহ্র অশেষ রহমতের কল্যাণে এই পোষ্ট লিখতে পেরেছি।
আল্লাহ্ তুমি সবসময় আমার সহায় হও, তোমার সাহায্য ব্যাতিত আমি একবিন্দু চলতে অক্ষম।
১৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজা পাইলাম
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু
১৬| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
সোহাগ সকাল বলেছেন: আচ্ছা! গন্ধ সমাচারে + দিয়ে গেলাম!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকে ধনে পাতার সুগন্ধি যুক্ত ধন্যবাদ
১৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল পোস্ট!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ
আপনার নিকটি অনেকদিন পর দেখলাম মনেহয়!
১৮| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
মাক্স বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ গন্ধপূর্ন লেখা!! গূলে গূলজার!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন: গন্ধ ইজ এ ফ্যাক্ট !!!
আপনাকে সুগন্ধি মাখা ধন্যবাদ
১৯| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
মুশাসি বলেছেন: গন্ধযুক্ত লেখায় পিলাচ++
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মুশাসি ভাই
২০| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:১৮
*কুনোব্যাঙ* বলেছেন:
২১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
মাহমুদ০০৭ বলেছেন: গন্ধ পোস্টের গন্ধে চইলা যাবার আগে প্লাস দিয়ে গেলুম ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধ চইলা আসার আগেই আপ্নের হাতে থ্যাঙ্কসটা ধরিয়ে দিলুম
২২| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগলো। অনেকেই পান খান আর তাদের থেকে খুশবো বেড় হয়।এমন ভাবে পান চিবোন মনে হয় পৃখিবীর সবচেয়ে মজাদার খাবার সে খাচ্ছে।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: বুড়ো মানুষদের আয়েশ করে পান চিবোনো দেখতে কিছু আমার ভালোই লাগে
২৩| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
খ্যাংরা কাঠি বলেছেন: গন্ধবণিক!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: নট বণিক, কনজ্যুমার ওনলি
২৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
হাসান মাহবুব বলেছেন: গন্ধকথন ভালো লাগলো।
এই লেখাটা আপনার ভালো লাগবে Click This Link
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০২
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। আর লিংকের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। লিংকে পোষ্ট আর মন্তব্যে গন্ধের অনেক রূপ ফুটে উঠেছে।
ঐ পোষ্টে হাসান মাহবুব বলেছেন: ন্যাপথালিনের গন্ধ ভালো লাগতো
এই গন্ধটা আমারো ভালো লাগে
২৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: গন্ধ !!!!!!!!!!!!!!!!!!!
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: নাসারন্ধ্র যতদিন আছে
২৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
~মাইনাচ~ বলেছেন: গন্ধময় পোস্টে সুগন্ধময় মাইনাচ
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২২
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও সুগন্ধময় ধন্যবাদ ~মাইনাচ~ ভাই
২৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম বুঝলাম । মাথা ব্যাথার কারনটা সেদিন বুঝতে পারিনি । অসহনীয় গন্ধ হলে মাথা ব্যাথা স্টার্ট হওয়াট স্বাভাবিক ।
কিন্তু শেষে এসে তো টাস্কিত কাইলাম
যাই হোক আপনি খুব ভাল একজন মানুষ । আমাকে যারা কেয়ার করে রেস্পেক্ট করে আপনি তাদের মধ্যে একজন । আরো আছেন , বেইমান আমি , চাঁপা ডাঙ্গার চান্দু ভাইয়া, চ্যায়ারম্যান , জাতির নানা , আমিনুর রহমান ভাইয়া , বৃষ্টি ভেজা সকাল আরো অনেকেই।সবার নাম লিখতে ইচ্ছে করছেনা।
আসলে সম্মান পেতে হলে আর একজনকে সম্মান করতে জানতে হয় যে গুনটা আপনার মধ্যে চরম ভাবে আছে ।
আমার একজন সহব্লগার যিনি আমাকে অনেক রেস্পন্স করেন তার দুই দিন ব্লগ ফেবু থেকে গায়েব হয়ে যাওয়াটা স্বাভাবিক ভাবে আমাকে চিন্তিত করেছিল ।
কিন্তু আপনি সেটা এত সুন্দর করে উপাস্থাপন করবেন কল্পনাও করিনি ।
হুম সামহোয়্যার ইন আমাদের পরিবার । সব হিংসা বিদ্ধেষ ভুলে , সবাই মানিবিক হয়ে উঠি, কারো সাথে অন্য কারো ক্যাচাল না হোক। কেউ কারো পেছনে না লাগুক । আমাদের একটাই পরিচয় হোক " আমরা ব্লগার "
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: আমি ভালো মানুষ এ কথাটি কিন্তু মোটেই ঠিক না। তবে ভালো মানুষদের কাছাকাছি হতে কিছুটা ভালো হওয়ার চেষ্টা তো করতেই হবে
সামহোয়্যার ইন আমাদের পরিবার । সব হিংসা বিদ্ধেষ ভুলে , সবাই মানিবিক হয়ে উঠি, কারো সাথে অন্য কারো ক্যাচাল না হোক। কেউ কারো পেছনে না লাগুক । আমাদের একটাই পরিচয় হোক " আমরা ব্লগার"
২৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০১
এরিস বলেছেন: এই সুযোগে একটা টিপস দিয়ে দেই, যদি আপনারা কেউ ইন্ডিয়ান লোকাল ট্রেনে, সাধারণ এক্সপ্রেস ট্রেনে বা পাবলিক বাসে যাত্রার আয়োজন করেন তাহলে তার দুই দিন আগে থেকে তামাক পাতা শুঁকার অভ্যাস করতে পারেন। মরবার বুদ্ধি দিলেন নাকি ভাই??
কুনোব্যাঙের সর্দি নেই, তাই মনে হয় ক্লিয়ার নাকে গন্ধ বেশি লাগে।
যাই হোক, এখানে খুব একটা গন্ধ টন্ধ পাওয়া যাচ্ছেনা। সেজন্যেই পড়লাম। নাকে গন্ধ আসলে আগেভাগেই কেটে পড়তাম।
সুন্দর বর্ণনায় ভালোলাগা। প্লাস দিয়ে গেলাম।
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: ট্রেনে উঠার পর কেউ যাতে মরে না যায় তার বুদ্ধি দিলাম আগে থেকে প্র্যাক্টিস না থাকলে গন্ধের জ্বালায় মরে যাওয়া অস্বাভাবিক না
বেশ আশ্চর্যের সাথে লক্ষ্য করছি মানব জাতির মাঝে ব্যাঙের সর্দি হয়না এমন একটি ভুল ধারণা খুব শক্ত ভাবে প্রচলিত রয়েছে! এমন একটি ভুল ধারণা সবার মধ্যে কিভাবে আসলো সে এক রহস্য। কোন ব্যাঙ কে কখনো তাদের বলেছে যে তাদের সর্দি হয়না!!
প্লাস এবং মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় এরিস
২৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
আশিক মাসুম বলেছেন: ব্লিচিং পাউডার ছিটানু দরকার
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: এইটা একটা ভালো বুদ্ধি !!
৩০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:০০
মাগুর বলেছেন: গন্ধে পিলাস লন
ভালোই তো লিকসেন, পিলাস না দিয়া যামু কৈ
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: ভালোই তো পিলাস দিছেন থ্যাঙ্কু না দিয়া যামু কই
৩১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০২
আমিনুর রহমান বলেছেন:
ওরে কত বিশ্রী গন্ধ রে
গন্ধ সমাচার +++
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন:
প্লাসে কিন্তু থ্যাঙ্কু
৩২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২১
নেক্সাস বলেছেন: হাহা দারুন গন্ধ ভাগ্য আপনার। লিখাটি পড়ে ভাল লাগলো
শুভকামনা ভাই
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ ভাগ্যই বটে! গন্ধময় দুর্ভাগা বাস ভ্রমণ
আপনাকেও শুভ কামনা নেক্সাস ভাই
৩৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
তন্ময় ফেরদৌস বলেছেন: গন্ধ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার । আমি কিন্ত সব কিছুতেই গন্ধ পাই, জানেন ? মাটির গন্ধ, আমার রুমের গন্ধ, প্রিয় মানুষটার গন্ধ, এক একটা ঋতুর আলাদা গন্ধ ইত্যাদি ইত্যাদি। বাজে গন্ধের কথা নাই বা বললাম।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
সহমত! আমার মনেহয় গন্ধ আমাদের নানাভাবে নিয়ন্ত্রণও করে। স্থান পরিবেশ ভেদে গন্ধের সাথে অভ্যস্ততা সাথে পারষ্পরিক ঐক্যের একটি ব্যাপার থাকে। যেমন, ভারতীয়রা তরকারীতে হলুদ খেলেও অনেকে দেখেছি এই হলুদের গন্ধযুক্ত তরকারী খেতেই পারেনা শুধুমাত্র গন্ধের কারণে।
গন্ধ পাওয়ার তীক্ষ্ণতা অবশ্যই পজেটিভ একটি ব্যাপার।
অনেক ধন্যবাদ ফেরদৌস ভাই
৩৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯
বৃতি বলেছেন: আপনার গন্ধ সমাচার বেশ ভালো লাগলো
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা
৩৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিগারেটের গন্ধ না চেনা আমার বোন যেটাকে বলে ভাইয়া ভাইয়া গন্ধ
মাইরালা আম্রে মাইরালা
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২১
*কুনোব্যাঙ* বলেছেন:
৩৬| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মামুন রশিদ বলেছেন: নানান পথ ঘুরে, নানান ছন্দ-গন্ধ ফুঁড়ে...
শেষে এসে মনটা ছুঁয়ে গেলো ।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই আসলে অনেকটা সময়ই যেখানে আমরা একে অপরের ভাবনা চিন্তা অনুভূতি বিনিময় করি সেখানে সবার প্রতি আত্নীক একটা টান বোধহয় থাকেই। ভার্চুয়াল মনিটর থেকে যখন বাইরে তাকাই তখনও ভার্চুয়াল মুখগুলো কি আমাদের মন থেকে মুছে যায়! যায়না
৩৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। প্লাস দিলাম।
তবে কি জানেন?? আপনি মুডে থাকলে পাবলিক বাসের মত মজার জায়গা হয়না। এই সামান্য জায়গায় এত কাছাকাছি এত বৈচিত্র্যের দেখা মেলা ভার
এরা যদি শুধু পা রাখার জন্য সামনে একটু জায়গা রাখত
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: ফ্রেস মুডে থাকলে পাবলিক বাসের মত মজার জায়গা আসলেই হয়না। ভীড়াভীড়ি হুড়োহুড়ি শান্ত নির্লিপ্ত চঞ্চল বিরক্ত কোন ধরনের মানুষ নেই সেখানে
এরা যদি শুধু পা রাখার জন্য সামনে একটু জায়গা রাখত।
খুবই সহমত
৩৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
শুভসমচার
০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
৩৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
লাবনী আক্তার বলেছেন: ব্লগে এখন কম আসি। তাই দেখেন না।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম। ব্যাক্তিগত ব্যাস্ততা বুঝি?
৪০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪২
সায়েদা সোহেলী বলেছেন: আমার নাসিকাগ্রন্থি সাধারনের চেয়ে একটু বেশি কাজ করে আর তাইনিয়ে যখন তখন মুখোমুখি হতে হয় না না বিপত্তিতে কেউ নামিদামী ব্রান্ডের সুঘন্ধি ইউজ করলেঅ মাত্রাতিরিক্ত এর কারনে অট নাসিকাগ্রন্থি সংকুচিত হয়ে যায় , আর সামারে হিউম্যান বডি ম্যানুফ্যকচারড পারফিউম/ক্লোন এ ত কথাই নাই :-&
।উতসর্গ পত্রে +++
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: নানা বিপত্তি ঘটলেও নাসিকার উচ্চ ক্ষমতা অবশ্যই দারুণ একটি ব্যাপার। আবার সুগন্ধিতে নাসিকা সংকোচন আপনার প্রিয় কোন মানুষের সাথেও বৈরী সম্পর্ক তৈরী করতে পারে
প্লাসে অনেক ধন্যবাদ প্রিয় সোহেলী আপু
৪১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৪২
মিজানুর রহমান মিলন বলেছেন: গন্ধযুক্ত লেখায় ২০ তম ভাল লাগা ।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও সুগন্ধি মাখা ধন্যবাদ মিলন ভাই
৪২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০০
একজন আরমান বলেছেন:
উহহহ... কই আইলাম আমি? পোস্ট পইড়া গন্ধে মাথা ঘুরাইতাছে।
আমার কথা মনে আছে বড় ভাই? নাকি ভুইলা গেছেন?
০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই ভুইল্যা গেছি। হারিকেন দিয়া খুইজ্যাও আপ্নেরে পাওয়া যায়না ইদানিং
৪৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
মনিরা সুলতানা বলেছেন: গন্ধ বিতরণী পোস্ট বালা পাইলাম ...।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধময় পোষ্ট হলেও কটুগন্ধ মুক্ত ব্লগই বলা যায় তাহলে!!!
অনেক ধন্যবাদ আপু
৪৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: এইখানে আমি আগেও কমেন্ট করছি
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩
*কুনোব্যাঙ* বলেছেন: তাইনাকি!!
তাহলে করেছেন মনেহয়
৪৫| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নেরে পিলাচ দিলাম । আচ্ছা পিলাচের গন্ধ কেমুন , কইতে পারবেন ?
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই মিঠা গন্ধ
থ্যাঙ্কু আপনাকে প্রত্যাবর্তন@
৪৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১
একজন আরমান বলেছেন:
মিয়া একটা কল দিলেই তো হয়।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: ওক্কে
৪৭| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪
ভুং ভাং বলেছেন: পোস্ট দিয়া গন্ধ বেরুচ্ছে।গন্ধ থেকেই ভালো কিছু
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: গন্ধ থেকেই ভালো কিছু, ভুং ভাং কিছু না
৪৮| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইভানের কাছে অনেক শুনেছি আপনার কথা । কতবার ভেবেছি পোস্টে আসবো। সামু আমারে লগ ইন করতে দেয় না । দেখা হবে লেখায় । ভালো থাকবেন ভাইয়া । খুব ভালো ।
সামহোয়্যার ইন আমাদের পরিবার । সব হিংসা বিদ্ধেষ ভুলে , সবাই মানিবিক হয়ে উঠি, কারো সাথে অন্য কারো ক্যাচাল না হোক। কেউ কারো পেছনে না লাগুক । আমাদের একটাই পরিচয় হোক " আমরা ব্লগার"
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: আমার ব্লগে স্বাগতম তিতির আপু। ইভান ভাই তো আপনার একজন বড় ফ্যান। ইনোসেন্ট আর শিশু মনের অসাধারণ এক মানুষ আমাদের ইভান ভাই।
যেখানেই থাকি যাই করি দিন শেষে বা কাজের ফাঁকে ঘুরে ফিরে আমরা এখানেই চলে আসি। আমাদের সবার এক পরিচয় "আমরা ব্লগার"
৪৯| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
নেইল পলিস বলেছেন:
ভাইয়া আপনি না অনেক দুষ্ট
১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: জী হ্যাঁ, সুন্দর নখে নেইল পলিশ দেখতে আমার খুবই ভাল্লাগে
৫০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি বাসে করে ঢাকা-টাঙ্গাইল মোটামুটি নিয়মিত যাতায়াত করি। বাসের গন্ধ এখনো পুরোপুরি সহ্য হয় না। আপনার কাহিনির মাজেজা তাই বুঝতে পেরেছি।
পুরো সত্য কথন।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
*কুনোব্যাঙ* বলেছেন: অসহনীয় গন্ধের সাথে মানিয়ে নেয়াটা বোধহয় বেশ কঠিন একটা ব্যাপার।
৫১| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২
শায়মা বলেছেন: ভাইয়া মাঝে মাঝে পারফিউম, আতর, সুগন্ধী তেল এসবের গন্ধও যে কত কষ্টকর তা মনে হয় যে কেউই জানেন।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: সেজন্যই মাঝে মাঝে ভাবি যে আমার বডিস্প্রের গন্ধ, চুলের শ্যাম্পুর গন্ধ, গালে আফটার শেভ লোশনের গন্ধ এগুলো অন্যের কষ্টের কারণ হচ্ছেনা তো
৫২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১
শুঁটকি মাছ বলেছেন: নাইজেরিয়ান বন্ধুর জন্য সমবেদনা!!!!!!!!
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: ওরা দুজনেই খুব ভালো মানুষ। এই দুইজনের সম্পর্কটা ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ালে আমারো অনেক ভালো লাগত।
শুভ কামনা শুঁটকি মাছ
৫৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮
জুন বলেছেন: কুনো পুরো পোষ্টটা পড়ে মনে হলো আমার নিজের একটি অভিজ্ঞতা নিয়েই লিখেছো। চমকে গিয়েছি পোষ্ট পড়ে এও কি সম্ভব একজনের জীবনের কথা অন্য কেউ লিখতে পারে। ঘটনাটা খুলেই বলি তাহলে। অনেক দিন আগে কক্সবাজার বেড়িয়ে ফিরে আসছি সৌদিয়া কোঃ বাসে।তখন বৃষ্টি হচ্ছিল তাই দেখে চালাক বাস আলারা এসি বন্ধ করে রাখলো। এয়ারটাইট জানালা এসি বন্ধ মনে হচ্ছে দম আটকে আসবে।প্রচন্ড মাথা ব্যাথা শুরু হলো।এক দিকের দুই সিটে আমার স্বামী ছেলে আর পাশের তিন সিটের স্থানীয় দুই মহিলার মাঝখানে আমি। হঠাত বিকট গন্ধে আমার নাক বন্ধ হয়ে আসলো। কি ব্যাপার? আমার এক পাশের মহিলা যাত্রী চট্টগ্রামের বিখ্যাত পচা সুপাড়ি দিয়ে পান মুখে পুরেছে সাথে অসহ্য গন্ধ ভরা জর্দা,সাথে সাথে অপর পাশে মুখ ঘুরিয়ে নিলাম কিন্ত কপাল যাকে বলে সেই মহিলার মাথার সুগন্ধি তেলে আমার রিতিমত বমি আসার উপক্রম। এরই মাঝে সুপারভাইজার এক দুর্গন্ধযুক্ত এয়ারফ্রেশনার স্প্রে করে গেল।আমার তখনকার অবস্থা বর্ননা করা দুসাধ্য।এরমধ্যে সাতকানিয়া আসলো আমি দৌড়ে বাস থেকে নেমে আমার গলায় আটকে রাখা জিনিসপত্র সব উগড়ে দিলাম। কোনমতে চিটাগাং এসে ট্রেনের টিকেট কিনলাম বাসের টিকেট তিনটি গচ্চা দিয়ে।
তোমার গন্ধ সমাচার পড়ে আমার সেই ভয়ংকর স্মৃতি জেগে উঠলো মনে।সত্যি এ এক বিশ্রি অভিজ্ঞতা।
+
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: সেদিন ঘাটাইল যাওয়ার সময় ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে আপু। ১/২টা গন্ধ অল্প সময়ের জন্য থাকলে হয়তো অতটা এফেক্ট করেনা। কিন্তু একের পর এক কড়া গন্ধ একটানা আসতে থাকলে অবস্থা আসলেই খারাপ হয়ে যায়। আর ২/৩টা কড়া গন্ধ যদি একসাথে আসে তাহলে তার মিশ্রণে একেবারে যাচ্ছেতাই অবস্থা হয়ে যায়।
আসলেই বিশ্রি অভিজ্ঞতা আপু
৫৪| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৬
রেজওয়ান তানিম বলেছেন: পোস্টটি খুবই ভাল লাগল
গন্ধ বিষয়টা কতটা জটিল, তাই না ?
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম। অনেক জটিল সুন্দর এবং একই সাথে কখনও বিরক্তিকর একটা জিনিষ। আসলেই জটিল।
মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৫৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪
ইমানুয়েল নিমো বলেছেন: ঘাটাইল ? বলেন কি ?? আমি ঘাটাইল ক্যান্টনমেন্টে ছিলাম অনেক বছর। শেষের দিকে ঝড়কা ছিলাম কিছুদিন।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১১
*কুনোব্যাঙ* বলেছেন: তাইনাকি! তাহলে আরেকবার চলুন ঘুরে আসি। যেহেতু আমার বাড়ী ওখানে সেহেতু প্রায়ই যাওয়া হয় ওদিকে। একদিন নাহয় আমার সাথে গাড়ীতে চড়ে বসলেন
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ রাত ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বেশ গন্ধপূর্ন লেখা!! গূলে গূলজার!!