নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

বাঁহাতি বিড়ম্বনা !!!

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩







আমার হাতের লেখা ভালোনা। শুধু ভালোনা বললে কম বলা হবে খুব বেশীই খারাপ। এই হাতের লেখা নিয়ে স্কুলের টিচারদের কাছেও অনেক বকুনি খেয়েছি। ক্লাসের বন্ধুরাও আমার এই হাতের লেখা নিয়ে দুই একটি মজা করছে ছাড়তো না। বড় হয়ে অবশ্য এটার একটা প্রত্যুত্তর ঠিক করেছিলাম। আমার খারাপ হাতের লেখা নিয়ে কেউ কিছু বললেই বলতাম, ইশ লেখাটা যদি আরেকটু খারাপ হতো তাহলে আর পড়াশুনাই করতাম না। পরীক্ষার খাতায় যাচ্ছেতাই লিখে দিতাম টিচার আর পড়তে না পেরে ভাবতো হয়তো ঠিকই লিখেছে!! আমার এই খারাপ হাতের লেখার জন্য আমি যতটা দায়ী তার সাথে আরেকটা কারণ হচ্ছে অনেকের মত আমার মা'র কিছু সংস্কারে বিশ্বাস। এই সংস্কার কতটুকু যৌক্তিক আর কতটুকু অযৌক্তির সে বিচারে বা তর্কে যাব না। তবে এই সংস্কার আমার হাতের লেখা খারাপ হওয়ার পেছনে কিছুটা অবদান রেখেছেই বলে কথাগুলো বলা। অবশ্য মা পরে এটা নিয়ে অনেকবার আফসোসও করেছে। কারণটা খুলেই বলি, আমি আসলে বাঁহাতি। খুব স্বাভাবিক ভাবেই মা'র হাতে যখন পড়া শিখতে শুরু করেছি তখন কলমটাও ধরেছি বাঁহাতে। কিন্তু আমার সংস্কার মনষ্ক মা নাকি কিছুতেই বাঁ হাতে আমাকে কলম/পেন্সিল ধরতে দিতোনা। এমনও নাকি হয়েছে সুযোগ পেলেই নাকি আমি বাঁহাতে কলম/পেন্সিল ধরতে চাইতাম। যার কারণে মা যখন আমাকে লিখতে দিত তখন আমার সামনে বসে থাকতো যাতে বাঁহাতে আমি লিখতে চেষ্টা না করি।



বিড়ম্বনা এখানেই শেষ হলে কথা ছিলো কিন্তু ছোটবেলা থেকেই বিশেষ করে মুরুব্বীদের কাছে আমার এই বাঁ হাতের কাজ নিয়ে অনেক কথা শুনেছি যার বেশীরভাগ ছিল সংস্কার নির্ভর যার সাথে কিছুটা ধর্মীয় আবহও জড়িত হতো। আর এটা স্বাভাবিক সংস্কারের সাথে একটা ধর্মীয় আবহ বরাবরই জড়িত থাকে কারণ এগুলো যতটা না প্রমাণ সাপেক্ষ তার চাইতে বেশী বিশ্বাস নির্ভর। কয়েকবার অন্যের প্লেটে খাবার বেড়ে দিতে গিয়ে কথা শুনেছি শুধু বাঁহাতে চামচ ধরার কারণে। যার পর থেকে কোন অনুষ্ঠানে বা দাওয়াতে কাউকে খাবার বেড়ে দেয়া আমি বলতে গেলে চিরতরেই বন্ধ করেছি। যদিও যারা আমাকে কথা শুনিয়েছে তাদেরই আবার দেখেছি নিজেরা খাওয়ার সময় যখন ডান হাত বন্ধ থাকে তখন বাঁ হাতই খাবার বেড়ে দেয়ার একমাত্র ভরসা। অবশ্য এমন নিয়ম আছে কিনা যে ডান হাত বন্ধ থাকলে বাঁ হাতে খাবার বেড়ে দেয়া যাবে কিন্তু ডান হাত খালি থাকলে যাবেনা সেটা জানিনা। তবে অধিকাংশ মানুষই যেখানে ডানহাতি সেখানে নিয়ম কানুষ সংস্কার সব ডানহাতিদের সুবিধা বিবেচনা করেই হবে এটাই স্বাভাবিক। আর শুধু যে নিয়ম কানুনেই ব্যাপারটি সীমাবদ্ধ তাই নয়, দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষপত্রও সবসময় ডানহাতিদের সুবিধা বিবেচনা করেই তৈরী করা হয়। শার্টের বোতাম থেকে প্যান্টের জিপার কিংবা কম্পিউটার কীবোর্ড।



এবার ঈদের বেশ অনেকদিন বাড়িতে ছিলাম। উপদেশ প্রবণ বাংগালী সমাজ উপদেশ দেয়ার সুযোগ যাতে সহজে না পায় সেজন্য বরাবরই আমি যথেষ্ট সচেতনতা অবলম্বন করি। হোয়েন ইন রোম ডু লাইক রোমান বা যদ্দেশে যদাচার যাকে বলে কিছুটা তেমন আর কি! তবুও এক বাড়ীতে চায়ের নেমতন্ন রক্ষা করতে গিয়ে এবারও সেই উপদেশ আর এমন আচরণ সহ্য করতে হলো যে সভ্যতা ভদ্রতা সেভাবে অতটা শিখিনি এমন একটা ভাব। কারণটা হচ্ছে চা খেতে গিয়ে বাঁ হাতে কাপের হাতল ধরা। আর একটা দেখেই মুরুব্বী একজন টানা উপদেশ দিয়ে গেলেন আর সে উপদেশের ভেতরে এটাও চলে আসল এভাবে বাঁহাতে খেতে গিয়ে কিভাবে আমি আল্লাহ্‌ এবং রাসুলের নির্দেশেড় অবমাননা করছি। এবং যেহেতু উনি আমাকে শাসন করার অধিকার রাখেন সেহেতু এটাও বলে দিলেন ভবিষ্যতে এমন কাজ যাতে আমি না করি। আমার কিছু বলার নাই, এমন পরিস্থিতিতে আমি আগেও অনেকবার পড়েছি কিন্তু অভ্যাস এবং বাঁহাত বেশী চলার কারণে সচেতন ভাবে ডান হাতে কিছু না ধরলে অবচেতনে সেটা আমার বাঁ হাতেই চলে আসে। যেমন ঘড়ির ফিতে বাঁহাত দিয়ে বাঁধা আমার জন্য সুবিধাজনক মনে হয় বলে ডান হাতে ঘড়ি পড়া এখন শুধু অভ্যাসই নই বরং বাঁহাতে ঘড়ি পড়লে বেশ অস্বস্থিও হয় যেমনটা হয় ডান হাতে কাপ বা মগের হাতল ধরে চা বা কফি খেতে। আর যে কারণেই হয়তো কোন একদিন অবচেতনে ঐ মুরুব্বীর সামনেই হয়তো অবচেতবে আবার বাঁ হাতে কাপের হাতল ধরবো তখন মুরুব্বী ভাববেন বা বলবেন যে তার উপদেশ আমি অগ্রাহ্য করেছি। আর যেটা আমার প্রতি উনার আন্তরিকতায় আবশ্যিক ভাবেই ফাটল ধরাবে। যেমনটা আগেও অনেকে সাথে হয়েছে।

বলা বাহুল্য ছুরি চামচ কালচারের বাইরে থেকে খাবার টেবিলে বাঁ হাতে ছুরি ধরার কারণেও একবার এক ভারতীয় আন্টির কাছে শুনেছিলাম এটা নিয়ম বহির্ভুত এবং দৃষ্টিকটু। যদিও আমি এখনও জানিনা সঠিক নিয়মটা কি, আর জানার ইচ্ছাও নেই। যেহেতু বাঁ হাতে ছুরি ধরেই স্বাচ্ছন্দ্য বোধ করি তাহলে হতে পারে ডানহাতিরা ডান হাতে ছুরি ধরে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই এমন নিয়ম বানিয়েছে!!



এবার ইন্টারনেট ঘেঁটে বাঁহাতিদের ব্যাপারে কিছু তথ্যঃ



=> সাধারণত ৫/৭% মানুষ বাঁহাতি হয়ে থাকে।



=> ১৯৯৬ সাল থেকে ১৩ আগস্টকে বাঁহাতি দিবস হিসেবে পালন করা হয়।



=> ইতিহাস ঘাঁটলে দেখা যায় কালে কালে বাঁহাতিদের বাম হাতের অধিক ব্যবহারকে একটি বদভ্যাস বা শয়তানের প্ররোচনা হিসেবে দেখা হয়েছে।



=> ইংরেজী left শব্দটি এংলো-স্যাক্সন শব্দ lyft হতে এসেছে। যার অর্থ দুর্বল, অব্যবহার্য্য।



=> সেমেটিক ধর্মগুলোতে সাধারণতঃ ডান হাতকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। বাইবেলে ডান হাতের কথা উল্লেখ আছে ১০০ বার এবং প্রতিবারই পজেটিভ ভাবে আর বাম হাতের উল্লেখ আছে ২৫ বার এবং প্রতিবারই নেগেটিভ ভাবে।



=> বিয়ের আংটি বাম হাতে পড়ানো হয় কেন এটা নিয়ে একটি তত্ত্বে বলা হয়, প্রাচীন মিশরে বাম হাতকে অপূর্ণতার প্রতীক হিসেবে দেখা হতো। যেখানে আংটি পড়িয়ে দুইজন অপুর্ণতাকে পুর্ণতা প্রদান করা হয়।



=> টেনিস, ব্যাডমিন্টন, ফেন্সিং, ক্রিকেট, বেজবল প্রভৃতি খেলায় বাঁহাতিরা ডানহাতিদের চাইলে বেশী সুবিধা পেয়ে থাকে। তবে একজন বাঁহাতি পোলো খেলার অনুপযুক্ত।



=> ডিজনীর Phineas and Ferb কার্টুন সিরিজের প্রধান চরিত্রগুলোর সবাই বাঁহাতি।



=> এক গবেষণায় দেখানো হয় যে বাঁহাতিরা ডানহাতিদের চাইতে গড়ে নয় বছর কম বাঁচে।



=> জনপ্রিয় এবং বিখ্যাত বাঁহাতি ব্যাক্তিবর্গের মধ্যে অন্যতম লিওনার্দো ডা ভিঞ্চি, মাইকেলএঞ্জেলো, ভিনসেন্ট ভ্যানগক, আইজ্যাক নিউটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অ্যালবার্ট আইনস্টাইন, নেপোলিয়ান, মোটজার্ট, বব ডিলন, মহাত্না গান্ধী, ফিদেল ক্যাস্ট্রো, হুগো চ্যাভেজ, বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা, ওসামা বিন লাদেন, জেমস ক্যামেরন, টম ক্রুজ, ব্রুস উইলিস, এঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্টস, মেরিলিন মনোরো, জিম ক্যারি, অপেরাহ উইফ্রে, অমিতাভ বচ্চন।



মন্তব্য ১১৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: বাঁহাত তথ্য সমৃদ্ধ পোষ্ট
ভাল লাগল

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

ঢাকাবাসী বলেছেন: প্রথমদিকে মজাই ছিল পরে জ্ঞানগর্ভ তথ্য! ভাল লাগল।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাপারটা মজার হলেও বাঁহাতিদের জন্য মাঝে মাঝে অনেক বিড়ম্বনার কারণ হয়।


অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

বাগসবানি বলেছেন: হুমম, বাহাতিদের বিড়ম্বনার কথা শুনে এসেছি :(
ধর্মান্ধদের জন্যে আমার একটাই জবাব যারা বলে 'বাম হাত নাপাক কাজের জন্যে', তবে মোনাজাতের সময় দুহাত তোলার দরকার কি ? পূণ্য হাতটা তোলাই কি যথেষ্ট নয় !!! যত্তসব আবোল তাবোল সংস্কার ।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

*কুনোব্যাঙ* বলেছেন: এসব সংস্কার নিয়ে মাঝে মধ্যেই ভুক্তভোগীদের বেশ বিড়ম্বনায় ফেলে দেয় :(


মন্তব্যে ধন্যবাদ বাগসবানি।

৪| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
ইন্টারেস্টিং !
হাতের লিখা নিয়ে কোন মন্তব্য করলাম না B:-) ||

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমমম , হাতের লেখা খারপ হওয়াটা যেকোন স্টুডেন্টের জন্যই বেশ দুঃখজনক একটা ব্যাপার। অবশ্য কম্পিটার আসাতে আমার সে দুঃখ অনেকটা লাঘব হয়েছে :D

৫| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

পরে আবার আসছি পোস্টে

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: ওকে ভাই :)

৬| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

আমিনুর রহমান বলেছেন:


+++

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু আমিনুর ভাই।




শুভ জন্মদিন :)

৭| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

বিডি আমিনুর বলেছেন: আমি বাঁহাতি তবে লেখা, খাওয়া- দাওয়া ডান হাতে করতে পারি কোন সমস্যা হয়না।
পোষ্টে ++++

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: এখানে কিছুটা অভ্যাসের ব্যাপারও আছে মনেহয়। অভ্যাস হয়ে গেলে সহজ হয়ে যায়। কিন্তু এমনও হতে পারত যে বাম হাতে লিখলে লেখা আরো সুন্দর থাকতো। কারণ লেখালেখিতে হাতের জোর বা ফ্রেক্সিবলিটির একটা ব্যাপার আছে।


প্লাসের জন্য ধন্যবাদ। আর সংখ্যালঘু বাঁহাতি সমাজে আপনাকে স্বাগতম :)

৮| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক কিছু জানলাম

+++++++

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ :)

৯| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রিফাত হোসেন বলেছেন: বা হাতে আমি শক্তি একটু বেশি পাই আর কি...

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: সংখ্যালঘু বাঁহাতি সমাজে সুস্বাগতম রিফাত ভাই :D

১০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওমা সব বিখ্যাত লোক দেখি লেফটিস্ট, মানে বাঁহাতি :P

লিংগোয়িস্টিক্স-এ শিখেছি বাঁহাতিরা বেশি বুদ্ধিমান। ওমা, ওটা তো আবার আপেক্ষিক! ;)
মানে হলো, বাঁহাতিদের আইকিউ একটু বেশি, আরকি :)

লেখাটি বেশ রিফ্রেশিং...ধন্যবাদ আপনাকে, কুনোব্যাঙ!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: বাঁহাতিদের আইকিউ লেভেল বেশী থাকে এমন একটি পরিসংখ্যান আমিও পড়েছিলাম। কিন্তু এটা দিলে যদি যদি আবার আত্নপ্রচারণার মত শোনায় সেজন্য লিখিনি। আর বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপারও বটে :P


আপনাকেও অনেক ধন্যবাদ মইনুল ভাই :)

১১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

ক্যাটম্যান বলেছেন: পরিসংখ্যান মতে, আমি ৯ বছর কম বাঁচবো এটা মানলাম। তবে আমাকে কেন শয়তানের সাথে সম্পৃক্ত করা হল। অতীতের মানব কুলাঙ্গার তোরা বা হাত এত ঘৃণা করলে কেটে ফেললি না কেন? তবে ইতিহাস বার বার প্রমান করেছে বাহাতি যে পর্বতে পা দিয়েছে তার শৃঙ্গে উঠেছে।
আর একজনের নাম যোগ করলাম। যদি সে আমার প্রিয় খেলোয়াড় না তবে ক্রিকেট ইতিহাস যেন তার ব্যাটের জন্য সোনালি হয়েছে। হ্যাঁ আমি শচিন টেনডুল্কার এর কথা বলছি।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: সাধারণতঃ সংখ্যাগুরুরাই তাদের সুবিধামত নিয়ম বানায়। আর যেহেতু অধিকাংশ মানুষই ডানহাতি সেহেতু বাঁহাতিদের একটু অবমাননা করতে চাইবেই। কি আর করা!! :(


আর ফুটবলের বরপুত্র ডিয়াগো ম্যারাডোনা।


মন্তব্যে অনেক ধন্যবাদ ক্যাটম্যান এবং সংখ্যালঘু বাঁহাতি সমাজে আপনাকে স্বাগতম :)

১২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

সকাল রয় বলেছেন:
দারুন জিনিস তো

ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: ইনফোগুলো বেশ ইন্টারেস্টিং হলেও পরিস্থিতিগুলো বেশ বিব্রতকর।


আপনাকেও ধন্যবাদ সকাল রয়।

১৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাঁহাতিদের তালিকা দেখে তো থ বনে গেলাম! ক্লিনটন, বুশ, ওবামা, লাদেন- কাকতালীয়, নাকি বানোয়াট? এ তালিকাটা সন্দেহের জন্ম দিচ্ছে ;) আর এটা সত্য হলে তো আফসোসে মারা যাবো বাঁহাতি না হতে পারার জন্য ;) হায়, বিখ্যাত হবার কোনো চান্স নাই ;)

আপনার বাঁহাতি হবার ইতিহাস খুব মজার ;)

শুভ কামনা মামুন ভাই।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, মোটেও বানোয়াট না। নিচে দুটো ছবি দিলাম।

বাঁহাতে বন্দুক চালাচ্ছে ওসামা বিন লাদেন


আমেরিকার তিন বাঁহাতি প্রেসিডেন্ট



আর যেহেতু ডানহাতিদের সংখ্যা বাঁহাতিদের চাইতে উনিশ গুণ বেশী সেহেতু খুঁজলে আমার ধারণা ডানহাতি বিখ্যাত মানুষ বাঁহাতিদের চাইতে উনিশ গুনের বেশীই পাওয়া যাবে :D


আপনাকেও অনেক শুভ কামনা মাহমুদ ভাই :)

১৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এত সব বিখ্যাত মানুষের তালিকা দেখে মনে হচ্ছে- যাক, বাহাতি হবার বদৌলতে অন্ততঃ জাতে ওঠা গেল:)

আর পোস্ট দেখে এবারে শনাক্ত করা যাবে- কোন কোন ব্লগার বাঁহাতি। ভালো পোস্ট।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: যাক আরেকজন বাঁহাতি পাওয়া গেলো। আশা করি এই পোষ্টের মাধ্যমে জানা যাবে এখানে কারা বাঁহাতি।



মন্তব্যে অনেক ধন্যবাদ প্রোফেসর।

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

মাসুক আহমেদ বলেছেন: ভাই আমিও আপনার মতন বাহাতি। তবে কিছু কিছু কাজ ডানহাতে ও করে থাকি, মনে আছে এক মুরুব্বি কে বামহাতে সালাম দেয়ার কারণে ছোটবেলায় কি বিড়ম্বনায়ই না পড়েছিলাম। তারপর থেকে অনেকদিন পর্যন্ত কাউকে সালাম দিতাম না।

আপনি বেশ সহনশীল এটা বোঝা যাচ্ছে, তবে আমি এতটা সহনশীল নই। কেউ যেচে পড়ে উপদেশ দিতে আসলে না শোনার ভান করি, কারণ বেশ তিক্ত অভিজ্ঞতা আছে এই ব্যাপারে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, বাঁহাতিদের প্রায় সবারই মনেহয় কোন না কোন সময় এমন বিড়ম্বনা পড়তে হয়। বিশেষ করে মুরিব্বীদের জ্ঞানগর্ভ লেকচার অনেক সময়ই খুব বিরক্তিকর।


অনেক ধন্যবাদ মাসুক আহেমদ ভাই।

১৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

নিশ্চুপ শরিফ বলেছেন: আমার খুবি কাছের একবন্ধু বাঁহাতি। ক্রিকেট খেলেও বাহাতে। খাওয়া দাওয়া সব ডান হাতে। আর লেখেও ডান হাতে। হাতের লেখাও অনেক সুন্দর। আপনার ব্যাড লাক। :|

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, একটু ব্যডলাক বলা যায়ই :|

১৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

মাসুক আহমেদ বলেছেন: বাই দা ওয়ে আমি ব্যাটিং করি ডানহাতে, বোলিং করি বামহাতে আবার লেখালেখি করি ডানহাতে, আমাকে কি পুরোপুরি বাহাতি বলা যায়?

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: সৌরভ গাঙ্গুলী ব্যাটিং করে বাঁহাতে কিন্তু বোলিং করে ডান হাতে। সৌরভ গাঙ্গুলীকে তো বাঁহাতি হিসেবেই ধরা হয় জানি। তাছাড়া কাজের ক্ষেত্রে মোটামুটি দুই হাতই আমরা ব্যবহার করি। এখানে দেখার বিষয় হয়তো হবে, আপনি কোন হাতে কাজ বেশী করেন।

১৮| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

ইসমত বলেছেন: বাবা-মায়ের মনে আফসোস আছে, বড় ছেলের হাত ধরে লেখা শেখাতে পারেন নি। ছেলের হাতের লেখা তাই খুবই খারাপ।
একবার এলিফ্যান্ট রোডে দাঁড়িয়ে ঠিকানা লেখার সময় কিছু মানুষ অবাক বিস্ময়ে ঘিরে ধরে। প্রথমে বুঝতে পারি নি, কেন?। একজনতো তার নামটি আমার বাম হাতে লিখে নেন।
খাবার গ্রহণের সময় চামচ বা চা পানের জন্য কাপটি বাঁ হাতেই ধরা চাই আমার নয়তো ডান হাতে নিলে বেশ ভারী লাগে- এই পড়ে গেলো; গেলো পড়ে।
গায়ে হলুদে হবু ভগ্নিপতির মুখে খাবার তুলে দিতে যেয়ে স্বয়ংক্রিয়ভাবে বাম হাত এগিয়ে গিয়েছিল- বোনের শাশুড়ি তো হায় হায় করে উঠে- ততক্ষণে তো চামচ চালান দিয়ে ফেলেছি তার ছেলের মুখের ভেতর। সমাধান হলো, ভিডিও তে আমার অংশ আর আলোর মুখ দেখতে পেলো না।

বাংলাদেশে সব কিছুই বাঁহাতিদের জন্য ইউজার ফ্রেন্ডলি নয়। ঘড়ি বাঁ হাতে নিলেও কোমরের বেল্ট উল্টো পরতে হয়। পছন্দনীয় belt buckles উলটে যাওয়ার ভয়ে আমার থেকে দূরে থাকে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: বাংলাদেশে বাঁহাতিদের জন্য ইউজার ফ্রেন্ডলি জিনিষ একেবারেই পাওয়া যায়না। সুবিধা হয় বলে আমি নিজেও ডানহাতে ঘড়ি পড়ি। কিন্তু উলটা করে ব্যবহার করতে করতে এখন অবশ্য ডানহাতি ঘড়িতেই অভ্যাস হয়ে গেছে। যার কারণে পরে বাঁহাতি ঘড়ি পেয়েও আর কিনিনি।

১৯| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: তথ্যবহুল মজার পোষ্ট !

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু অভি ভাই :)

২০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার যতদূর মনে পড়ে একসময় বামহাতের ব্যাবহার আমারও প্রকট ছিল। ক্রিকেট খেলার মাধ্যমে আমার ঐ প্রবণতা কমে গেছে। আমার কাছে মনে হয় এটাও একটা অভ্যাসের ব্যাপার।


সুন্দর একটি পোষ্ট। বাঁহাতিদের এধরণের বিড়ম্বনায় আসলেই পড়তে হয়।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: অভ্যাসের সাথে সাথে জৈবিক ব্যাপারও বোধহয় আছে। আপনার ব্রেন আপনাকে বাঁ হাতের সিগন্যাল দিচ্ছে এটাও একটা কারণ হতে পারে। বিশেষ করে আপনি বাঁহাতি হলে গীটার বাঁ দোতরা জাতীয় বাদ্যযন্ত্র বাঁহাতে যত দ্রুত রপ্ত করতে পারবেন ডান হাতে তার চাইতে সময় বেশী লাগবে।

২১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

ড. জেকিল বলেছেন: বাঁহাতি না হয়ে মনে হয় ভূলই করলাম, সব বড় বড় ব্যাক্তি দেখি বামহাতি :( :(

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: ডানহাতি বড় বড় ব্যাক্তির সংখ্যা নিশ্চই বাঁহাতিদের চাইতে ২০ গুন বেশী হবে :)

২২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আফসিন তৃষা বলেছেন: ড. জেকিল বলেছেন: বাঁহাতি না হয়ে মনে হয় ভূলই করলাম, সব বড় বড় ব্যাক্তি দেখি বামহাতি :( :(
আমি বাঁহাতি না তবে মাঝে মাঝে বাম হাতে পানি খেতে গিয়ে অনেক বকা খেয়েছি :(

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, নিয়ম কানুন সংস্কার সব ডানহাতের পক্ষে যাবে এটাই তো স্বাভাবিক :(

২৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

মামুন রশিদ বলেছেন: বাঁ হাত আগে চলার জন্য অনেক বকুনি খেয়েছি ছোট বেলায় । যাই হোক বাঁ হাত নিয়ে ভালো কিছু তথ্য জানতে পারলাম ।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: নামের মিলের সাথে সাথে প্রিয় মামুন ভাইয়ের সাথে আরেকটি মিল পেলাম :)

২৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

আল মোমিন বলেছেন: একজন আবার আপত্তিকর দিলো কেন বুঝলাম না । আমার ভাতিজি ও এক ই সমস্যা তে আছে । কিন্তু আমার ছেলে -মেয়ে হলে কিন্তু আমি জোড় করে ডান হাত দিয়ে কাজ করানো শিখাবো না । ২। ধর্মীয় কিছু কিছু জিনিষে ডান দিক কে গুরুত্ব দেয়া হয়েছে এটা থিক । তবে আমরা না জেনে যেরকম অন্ধের মতো করি অতটা ঠিক নয়। যেমন টাকা পয়সা দেবার খেত্রে ডান হাতে দেয়া টা আদব মনে করা হয় ।বাম হাতিরাও যদি এটা করে তবে ভালো , কিন্তু না করলে বিরাট গুনাহ হয়ে যাবে তা নয় । তবে অন্য ব্যাপার যেগুলো বাম হাতে না করলে কস্ট হবে বা হাতিদের সেগুলো বা হাতেই করা উচিত , যেমন - লেখা , ড্রাইভিং । ৩ । সালামের ব্যপারে বলে চাই - আমাদের দেশে সালাম দেয়ার সময় হাত উঠানোর যে রীতি আছে এটা একটা ভুল রিতি । সালামের সময় হাত উঠাতে বরং মানা করা আছে । হাদিসটার রেফারেন্স এই মুহুর্তে দিতে পারবো না

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: ওরে বাপরে, টাকা কাউকে বাম হাতে দিলে বেশীরভাগ সময়ই মানুষের জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলতে শুনি, বাম হাতে দেয়া ঠিক না। আমার আবার সমস্যা হাতে টাকা রেখে সেখান থেকে কিছু টাকা দিতে চাইলে খুব স্বাভাবিক ভাবেই ডান হাত থেকে গুনে বাঁহাতে নেই আর অবচেতনে সেই হাতই বাড়িয়ে দেই। যার ফলে অনেক সময়ই ঘটে বিড়ম্বনা। যেহেতু মানুষ অপেক্ষাকৃত দুর্বল হাতকে রেখেছে বর্জ্য পরিষ্কারের জন্য সেহেতু এই হাত দিয়ে লেনদেন করাকে অনেকে নাপাক বা অপবিত্র মনেকরে।

২৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

আল মোমিন বলেছেন: আমি ডান হাতি তবে বা হাতে ও লিখতে পারি । বি সি এস এ বাংলা তে ডান হাতে লিখতে লিখতে হাত ব্যথা হোয়ায় বাম হাতে কিছুক্ক্ষণ লিখেছিলাম

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে আপনিই হচ্ছেন প্রকৃত সব্যসাচী।



মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোমিন ভাই।

২৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
বিখ্যাত ব্যাক্তিদের মধ্যে একজন বাদ পরে গেছে !

ভাই আপনার হাতের লেখার একটা স্ক্রীনশট দেন না প্লিজ।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: নিজের নাম নিজের পোষ্টে কিভাবে দেই তাই ইচ্ছা করেই বাদ দিয়ে রেখেছি :#> :#>


আমার হাতের লেখার স্ক্রিণশট দেখলে তখন সামুর ফন্ট আর ভাল্লাগবনা। তাই স্ক্রিণশট দিলাম না :-P

২৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৬

ভিয়েনাস বলেছেন: আমার এক ভাতিজা বাঁ হাতি হয়েছে। সব কিছু বাঁ হাত আর বাঁ পা দিয়ে করে। সবাই এটা নিয়ে একটু দু:চ্শিন্তা করে। ছোট একটা বাচ্চা কে সবাই ডান হাতে কাজ করতে বাধ্য করে। সে ডান হাতে বা ডান পায়ের কাজে কর্মে তেমন উৎসাহ পায়না। যেটা আমি মানতে পারিনা। বাম হাতে করলে প্রোব কি?? রাগ করে একদিন বাম হাতি বরেণ্য ব্যাক্তিদের লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। এখন সবাই তেমন কিছু একটা বলেনা।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: যারা বাঁহাতি হয় তাদের সাধারণত বাঁ পায়ে জোর বেশী থাকে। সংস্কারের বশে সবাই মিলে একটি বাচ্চাকে তার স্বাভাবিক ইচ্ছাকে বাঁধাগ্রস্থ করা আসলেই উচিত নয়। আমিও ফুটবল খেলতাম বাঁ পায়ে। কিন্তু সেখানে সব বন্ধু বান্ধবরা ছিল বলে সেটা নিয়ে কোন সংস্কারের ঝামেলা হয়নি বরং বাঁ পায়ে খেলার কারণে কিছুটা বাড়তি সুবিধাই পেতাম বলা যায়।

২৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাদের দেশে তো বাঁহাতিদের বকা ঝকা করা হয়। আমার অনেক ফ্রেন্ড আছে বাঁহাতি।

আপনি কেমন আছেন?

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমমম সংস্কারে ভরা দেশে বাঁহাতিদের জন্য এটা একটা বিড়ম্বনা।



আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ব্যস্ততা কবে কমবে আপনার?

২৯| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এবার ডান হাত নিয়ে একটি পোস্ট দিন। :)

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু আমি তো ডানহাতি না :)

৩০| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪০

এহসান সাবির বলেছেন: বাঁ হাত নিয়ে তথ্য সমৃদ্ধ পোষ্ট। ভালো লেগেছে।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই

৩১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

জুন বলেছেন: বাহাতি রা অনেক ব্রিলিয়ান্ট হয় শুনেছি কুনো। যেমোন তুমি :) কি সুন্দর সুন্দর বিষয় নিয়ে পোষ্ট লিখো :)
প্রসঙ্গত আমার বড় ভাই খুব ছোটবেলায় বারান্দা থেকে পরে ডান হাত ভেঙ্গে ফেলেছিল। এরপর থেকে অনেক কাজ বা হাতে করতো। কিন্ত শেষ পর্যন্ত বা হাতে করা সব কাজ বদলাতে পারলেও লেখাটা ছারতে পারেনি। আমাদের ফ্যামিলির মানে সব আত্মীয় স্বজনের হাতের লেখা অসম্ভব সুন্দর ছবির মত। কিন্ত আমার ভাইয়ের
বা হাতের লেখাকে কেউ ছাড়িয়ে যেতে পারে নি।
বাহাত নিয়ে বিভিন্ন তথ্যপুর্ন লেখায় এক বিশাল ভালোলাগা :)
+

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: বাঁহাতিরা ব্রিলিয়ান্ট হলেও বাঁহাতি কুনো কিন্তু ডানহাতি জুনাপুর ধারে কাছেও ঘেঁষতে পারেনি। অতএব বাঁহাতিরা অনেক ব্রিলিয়ান্ট হয় এ কথাটা খুব সম্ভব বিতর্কের অবকাশ রাখে :)


আর কারো সুন্দর হাতের লেখা দেখলে অনেক ভালো লাগে। হাতের লেখা খারাপ হওয়াটা সব স্টুডেন্টের জন্যই একটা বড় ট্র্যাজেডি যে ট্র্যাজেডির ভুক্তভোগী একজন আমি।

৩২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

মেহেরুন বলেছেন: বাম হাতের কাহিনী ভালো লাগলো।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

মাসুক আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ *কুনোব্যাঙ* ভাই, জ্বি আপনার কথামতন আমি তবে বাহাতি। আর আল মোমিন ভাই ধন্যবাদ আপনার তথ্য এর জন্য।

অ.ট. আমার নাম আসলে মাসুক আহমেদ, আহেমদ না। সামহয়্যার ইন ব্লগ এ একাউন্ট খোলার সময় কিভাবে যেনো এমন হয়ে গেছে। পরে অনেক অনুরোধ করেও বদলাতে পারিনি B-)

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২০

*কুনোব্যাঙ* বলেছেন: মাসুক ভাইয়ের নামের অনিচ্ছাকৃত ভুলের সংশোধনীর জন্য সামুর কাছে অনুরোধ জানাই।

৩৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: আমার ছোট ভাই বাঁহাতি ছিলো তাকে জোর করে ডানহাতি বানানো হইসে! পোস্টে প্লাস।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেকের বেলাতেই এমনটা ঘটে :(



অনেক ধন্যবাদ হামা ভাই।

৩৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

আমি ইহতিব বলেছেন: আমিতো জানি বাঁ হাতীরা অন্যদের চেয়ে বুদ্ধিমান/ বুদ্ধিমতী হয় বেশী। এদের অনেকের হাতের লেখাও দেখেছি অনেক সুন্দর হয়।

তথ্যবহুল পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: অন্যদের চাইতে বাঁহাতিরা বেশী বুদ্ধিমান হয় কিনা জানিনা তবে বাঁ হাতে লিখে এমন একজনও পাইনি যার হাতের লেখা সুন্দর না।


মন্তব্য এবং ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

৩৬| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বাঁ হাতের ব্যবহারে অনেকের ধর্মকেন্দ্রিক পণ্ডিতি শুনতে শুনতে ক্লান্ত আমি। যদিও আমি বাঁ হাতি না। কাজের সময় ডান হাতে মাউস আর বাঁ হাতে চায়ের কাপ ভেজাল। বাঁ হাতে খাওয়া হারাম।

এ নিয়ে বিতর্ক। বাঁ হাত কেন? দু একটা বিশেষ কাজের জন্য? স্বভাবতই জবাব আরো জটিল।


পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: বাঁ হাতের ব্যবহার নিয়ে বাঁহাতিদের এমন সংস্কারমূলক কথা শোনাটাও বেশ ক্লান্তিকর এবং বিব্রতকর। বিশেষ করে মুরুব্বীদের মুখ থেকে যখন এসব আসে তখন না পারা যায় কিছু বলতে না পারা যায় সইতে।


মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যাবাদ জুলিয়ান ভাই।

৩৭| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৭

অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: বা হাতি হতে হতে। আম্মু-আব্বুর ঝারি আর প্রানান্তকর চেষ্টায় এখন ডান হাতিতে পরিবর্তিত। :D :D :D

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা, সংস্কারের বেড়াজালে সহজাত প্রবণতার বিরুদ্ধে এ এর যুদ্ধই বলা যায় ।

৩৮| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

সমুদ্র কন্যা বলেছেন: আমার ভাইয়ের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। ও যখন লিখতে শিখল তখন আমাদের দায়িত্ব ছিল পাহারা দেয়া কিছুতেই যেন বাঁ হাতে লিখতে না পারে। যারা বাঁ হাতি হয় তাদের মস্তিষ্কের ডান পাশটা সক্রিয় থাকে, এবং সেভাবেই মস্তিষ্ক থেকে তারা কাজের নির্দেশনা পায়। জোর করে যদি সেখান থেকে তাদের সরানো হয় তবে মস্তিষ্কে স্থায়ী কোন ক্ষতি হয়ে যেতে পারে। আমার ভাইয়ের হাতের লেখা খারাপ হয়ে গেছে আর ছোটবেলায় ও একটু ডাল স্টুডেন্ট ছিল। পরে অবশ্য ধীরে ধীরে কাটিয়ে উঠেছে ব্যাপারটা।

আগেকার বাবা-মারা জানতেন না। বিভিন্ন কুসংস্কারে ভুগতেন। আশা করছি এখনকার বাবা-মাদের ক্ষেত্রে পরিস্থিতি বদলেছে।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: ব্রেণ যে হাতকে কাজের জন্য সিগন্যাল দিচ্ছে তার বিপরীতে কাজ করাতে বাধ্য করা। আশাকরি সংস্কার ভেঙ্গে এমন পরিস্থিতি একদিন চিরতরে রহিত হবে।

৩৯| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শাওণ_পাগলা বলেছেন: আমি সব্যসাচী। B-) B-) । কিন্তু ধমক টমকের চোটে এখন ডানহাতই ব্যবহার করি বেশী।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, বাঁহাতিদের জন্য এসব নিয়ে ধমক খাওয়াটা মনেহয় একটি সাধারণ সমস্যা।

৪০| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মোঃমোজাম হক বলেছেন: আমার ছেলেটিও বাহাতি।সব কিছুই বাহাতে করতো অনেক চেষ্টায় শুধুমাত্র খাওয়াটা ডান হাতে খেতে শিখিয়েছি।

বাহাতি ক্রিকেটারদের ন্যাটা কেন বলে জানেন কি?

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ সেটা জানিনা। আমি আরো ভেবেছি বাঁহাতিদের আঞ্চলিক ভাষা বৈচিত্রের কারণে ন্যাটা, বাওয়া, ড্যাবরা এসব বলে।

৪১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১

একজন আরমানের আত্মা বলেছেন:
লাগবে লাগবে, প্লিজ দেন না ভাই। :!> :!> :#>

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ক্যামেরা নষ্ট। দেখা হইলে লিখা দেখামুনে। তয় কম্পিটার আসায় আমার জন্য সবচাইতে বেশী ভালো যেটা হইছে সেটা হইল খারাপ হাতের লেখার বিড়ম্বনা আর হিনমন্যতা থেকে অনেকটাই মুক্তি পাইছি। এখন হাতের লেখা ভাল্লাগেনা ফন্ট চেঞ্জ কর B-)

৪২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)
বাঁহাতি কুনোব্যাঙ B-) B-)
আপনার হাতের লেখা দেখবো ভাইয়া :P :P :P

২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: এই যে কমেন্টের রিপ্লাইয়ে লিখছি তারপর পোষ্ট লিখলাম এগুলো তো আমার হাতের লেখাই :P

৪৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

লিঙ্কনহুসাইন বলেছেন: ছোড বেলায় যখন ক্রিকেট খেলতাম তখন আমাদের গ্রামে একজন বাম হাতি বোলার ছিল অনেক পেস বল করতো , তখন মনে হতো বাম হাতিদের মনে হয় অনেক বেশি শক্তি :প তাই আফসোস ছিল ।

২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা, ছোট বেলার সেই ছোট ছোট সহজ সরল ভাবনা :)

৪৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

যুবায়ের বলেছেন: আমার ছোট ভাই বা হাতি।
ভালো ক্রিকেট খেলতো...
ওকে নিয়ে আশাও ছিল... বিকেএসপিতে দিতে চেয়েছিলাম
কিন্তু বান্দরডা শেষ পর্যন্ত ক্রিকেটই ছাড়ছে :( :(

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখজনক। খেলাটা কন্টিনিউ করলেই পারতো। তাছাড়া বর্তমানে বাংলাদেশে পেশাদার ক্রিকেটারদের সুযোগ সুবিধাও অনেক বেশী।

৪৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাঁহাতি সম্পর্কে অনেক তথ্য জানা ছিলনা । আপনার পোস্ট পড়ে নতুন কিছু তথ্য পেলাম । বাঁহাতি পোস্টে ভাল লাগা +++

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ :)

৪৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

একজন আরমানের আত্মা বলেছেন:

আমি বাংলা লেখি কালপুরুষ ফন্টে আর ইংরেজি লেখি টাইমস নিউ রোম্যান, আবার ইমেইলে ইংরেজি লেখি ভারদানা ফন্টে। B-) B-) B-)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: বাহ, আপনার হাতের লেখা অনেক সুন্দর :D

৪৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

জুল ভার্ন বলেছেন: ব্যাক্তিগত ভাবে আমি একজন লেফট হান্ডেড/ হ্যান্ডার/ন্যাটা! ন্যাটা হবার কারনে সব কিছুই বাম হাতে করতে অভ্যস্থ-তবে খাবার খাই ডান হাতে। ছেলে বেলায় আমি কাউকে সালাম দেবার সময়ও বাম হাত তুলতাম-যার জন্য বকা ঝকাতো বটেই মাঝে মধ্যে ভিটামিন জাতীয়ও চড় থাপ্পড়ও খেয়েছি :)

বোন ক্যান্সারের কারনে আমার বাম হাতের আংগুল ফ্রীজ হয়ে গিয়েছিল। ক্যান্সার চিকিতসায় কেমো থেরাপী, রেডিও থেরাপীসহ নানান থেরাপী দেয়া শুরু হলো কিন্তু আমার বাম হাতের আংগুল স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পাচ্ছিলনা। ঐ সময় আমি ডান হাতে লেখা প্রাক্টিস করি এবং সফল হই। আগের যেসব যায়গায় বাম হাতে সিগ্নেচার করেছিলাম-সেগুলো চেঞ্জ করে সর্বত্র ডান হাতে সিগ্নেচার দেয়া শুরু করি।এদিকে চিকিতসায় আমার হাতের আংগুল্গুলো আবার স্বাভাবিক হয়ে যায়। এখন আমি বাম-ডান দুই হাতেই স্বাচ্ছন্দে লিখতে পারি।

গুড পোস্ট। ১৫ নম্বর দিলাম।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে বলা যায় আমাদের জুল ভার্ন ভাই এখন সব্যসাচী :)

সবচাইতে বেশী কথা সহ্য করেছি বোধহয় কাউকে টাকা দেয়ার সময়। বাঁহাতি হওয়ার কারণে টাকা থেকে একটা অংশ গুনে দিতে ডান হাত থেকে টাকা গুনে বাঁ হাতে নেই আর দেখা যায় অবচেতনে সেভাবেই বাঁ হাত থেকে বাড়িয়ে ধরেছি আর যাকে দিচ্ছি সে বলছে বাম হাতে কেন ডান হাতে দেয়া যায়না। বাম হাতে টাকা দেয়া ঠিক না।

সংস্কারের চাপে বাঁহাতিদের আসলেই অনেক বিড়ম্বনা হয় :|


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই।

৪৮| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট!!!! এত এত মানুষ বাহাতি জানতামই না।
অনেক ভালো লাগল।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: বাঁহাতিরা সংখ্যায় অনেক তবে ডানহাতিদের তুলনায় এটাকে খুবই নগণ্য বলা চলে।

৪৯| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

আমি সাজিদ বলেছেন: আমাদের আছে কিছু পন্ডিত মুরব্বী আর ফালতু কিছু সংস্কার…খালি রীতিনীতির কারনে একজন প্রকৃতি প্রদত্ত বাহাতিকে জোর জবরদস্তি করার কোন মানে হয় না…

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: তবুও মেনে নেয়া যায় কিন্তু কিছু উপদেশ প্রবণ মুরুব্বী সুযোগ পাইছি এই চান্সে কিছু লেকচার দিয়ে দেই এই মানসিকতা নিয়ে যখন লেকচার দিতে থাকে তখন সেটাকে লেকচারের বদলে অপমান মনেহয়।

৫০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখা ভাল লেগেছে , ৪৯ নম্বর কমেন্টও ।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই

৫১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

মাগুর বলেছেন: খুবই চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন ভাই! ধন্যবাদ আপনাকে।

আমার মেয়ের বয়স এখন ২ বছর ২ মাস, সে সব কাজ বাম হাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাম হাতে বেশ সুন্দর কাকুম আঁকতে পারে সে ;)
প্রথম প্রথম এটা দেখে অনেকেই ডান হাতে লেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমার ধমক খেয়ে সে চেষ্টা আপাতত বন্ধ। সে যদি বাম হাতে সব কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে করুক না! তাতে সমস্যা কি!

সময় উপযুক্ত পরিশ্রমী পোস্টের জন্য শুভকামনা :)
++++++++++++++

২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

*কুনোব্যাঙ* বলেছেন: সেটাই, ব্রেন যে হাতকে কাজ করার জন্য সিগন্যাল দিচ্ছে সে হাতের বদলে অন্য হাত দিয়ে কাজ করাতে গেলে সমস্যা তৈরী হওয়াটাই স্বাভাবিক। এবং এই পোষ্ট থেকে জানলাম অনেক অনেক বাঁহাতি এমন বিড়ম্বনা শিকার। আপনার সিদ্ধান্তটি অবশ্যই উপযুক্ত এবং বিচক্ষণ।


প্লাসের জন্য অনেক ধন্যবাদ মাগুর ভাই। আপনাকেও শুভ কামনা :)

৫২| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৭

শান্তির দেবদূত বলেছেন: পোষ্টটা পড়ে আপনার অহেতুক বিড়ম্বনার জন্য মায়ায় লাগল। আমার আশেপাশে যেসব বাহাতি বন্ধবান্ধব বা আত্মিয়স্বজন আছে তাদের তো তেমন একটা ভৎসনা শুনতে দেখিনি, আমি নিজেও তাদেরকে কোনভাবে অন্য চোখে দেখেনি। কাজ করার জন্যেই হাত, তাই কাজ হলেই হল, বা আর ডান কি, যে যেভাবে করে সুবিধা পায় সেভাবেই ত করা উচিত।

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

*কুনোব্যাঙ* বলেছেন: এটা জেনে ভালো লাগলো যে আপনার আশেপাশের বাঁহাতিদের এধরনের কোন ভৎসনা শুনতে হয়নি। সংস্কারের বশে প্রকৃতিগত একটি ব্যাপারকে এভাবে ভৎসনা করা বা তার বিপরীতে কাজ করানোটাই বরং বিড়ম্বনা। কাজ করার জন্যেই হাত, তাই কাজ হলেই হলো।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

৫৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০

তাসজিদ বলেছেন: আপনার অভিজ্ঞতা বিচিত্র.

আর তথ্য গুল পড়ে totally surprised.

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।



শুভ কামনা

৫৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার পিতামহ বাম হাতে সব করতেন,ছোট বেলায় সেই ধারাবাহিকতা এসেছিলো আমার মধ্যে। কিন্তু মায়ের মারের কাছে বাম পরাজিত হলো, একসময়তো ভুলেই বসেছি আমার বাম হাত নামের আরেকটা হাত আছে।

কেমন আছেন কুনো? আজকাল খুব স্লো মনে হচ্ছে আপনাকে।
সচল হোন।

ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে এখন আপনাকে পুরোপুরি ডানহাতিই বলা যায়। ব্যাপারটা এমন যে সংস্কারের কারণে অভিবাবক ভালো মনে করেই এমনটা করে কিন্তু আদতে একটা প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।



আমি ভালো আছি। হ্যাঁ, বেশ খানিকটা স্লো যাচ্ছে মনেহয়। আমার চিরচারিত ফাঁকিবাজি আলস্য স্বভাবের ফল। এই অচলায়তন থেকে এই জীবনে আর বেরুতে পারব কিনা কে জানে।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৫৫| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০

রোকেয়া ইসলাম বলেছেন: বাঁহাতি বিড়ম্বনা............।
চমৎকার একটা পোস্ট। তবে খারাপ লাগছে শেষ লাইন টুকু পরে। "এক গবেষণায় দেখানো হয় যে বাঁহাতিরা ডানহাতিদের চাইতে গড়ে নয় বছর কম বাঁচে"।
পোস্ট এবং সকল বাঁহাতিদের জন্য অনেক ভালোবাসা রেখে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: বাঁহাতি হওয়াটা বাংলাদেশ প্রেক্ষাপটে অন্তত বলব এটা আসলে একপ্রকার বিড়ম্বনাই। বিশেষ করে অযাচিত উপদেশ শোনার সময়টা অনেক দীর্ঘ এক নরক যন্ত্রণার মত মনে হয়।


সামুর সমস্যার জন্য মন্তব্যের প্রত্যুরে অনাকাঙ্ক্ষিত দেরীর জন্য দুঃখিত। আপনার প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুন নিরন্তর।

৫৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২১

বটবৃক্ষ~ বলেছেন: উরি আল্লাহ!! বিশাল গবেষনা!! :)
টম ক্রুজ সম্পর্কে আরো কিছু লিখতেন!! :!> :!> :!> :#> :P :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: টম ক্রুজ কলি যুগের কেষ্ট আর দুনিয়ার তবাত নারীকূল গোপী রাধা! আর এইজন্যে আমাদের আম পুরুষদের শুধুই দুঃখ হতাশা /:)


তবে চাইছেন যখন হতাশ করলাম না, টম ক্রুজের বাঁহাতের ব্যবহারের একটা ছবি দিলাম :)

৫৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

ভোরের বাতাস বলেছেন: ভাইরে, ছোটবেলায় আপনার মতো নসিহতের শিকার হয়ে আমি ডানহাতি হয়ে গেছি। কিন্তু চান্স পাইলেই বামহাতি হয়ে যাই। :)
তবে আপনার এই লাইনটা পড়ে তো কষ্টই পাইলাম।

"এক গবেষণায় দেখানো হয় যে বাঁহাতিরা ডানহাতিদের চাইতে গড়ে নয় বছর কম বাঁচে"।
:(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: বাংলাদেশ প্রেক্ষাপটে বাঁহাতি হওয়াটা বেশ যন্ত্রণার কারণই :(


আর মরতে তো হবেই ২দিন আগে আর পরে। এই পর্যন্ত সুস্থ দেহে বেঁচে আছি এটাও তো কম সৌভাগ্য নয় :)


শুভ কামনা জানবেন :)

৫৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: আমি কিন্তু ডানহাতি :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: কিছু অহেতুক বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছেন। সত্যি বলতে কি শুধুমাত্র বাঁহাতের ব্যবহারের জন্য অযাচিত উপদেশ শোনাটা খুবই বিরক্তিকর। আর এই উপদেশের সময়টাকেও অনেক দীর্ঘ মনে হয় আর সাথে যখন ডান হাত বাম হাতের ব্যবহারের ধর্মীয় গুরুত্ব নিয়ে বিষদভাবে বলতে যায় তখন তো কথাই নেই।

৫৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২১

খেয়া ঘাট বলেছেন: চমৎকার একটা পোস্ট। ভালো লাগলো। অনেক বেশীই ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট ভাই। সস্কারের বেড়াজালে বাঁহাতিদের বিড়ম্বনার শেষ নেই।

৬০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৩:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেফট হ্যান্ডেড পারসনকে জোর করে রাইট হ্যান্ডেড বানালে ব্রেইনের রাইট হেমিস্ফিয়ারের অ্যাক্টিভিটি কমে যায়, আর লেফট হ্যামিস্ফিয়ারের অ্যাক্টিভিটি বাড়ে। রাইট সাইডে থাকে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশান আর লেফটে থাকে লজিক, ফ্যাক্টস, রিয়েলিটি।

আমি একবার মার খেয়েছি ভুলে বাম হাত দিয়ে হোমওয়ার্ক সাবমিট করায় টিচারের কাছে বাংলাদেশে। এইসব আনরিজনেবল নিয়ম!!! এই একটা ভুলের জন্য মার!!!!

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: তেমনটা হওয়ারই কথা কারণ মানুষের হাত পা এসব তো চলে মূলত ব্রেনের কমান্ডে, সিগন্যাল ওভারলুক করে অন্য হাত দিয়ে করতে চাইলে ব্রেনকে বারতি চাপ কিছু নিতেই হবে।

আর শুধু কি বাংলাদেশে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ছুঁড়ি কাটা চামচ ইউজারদের থেকেও উপদেশ শুনেছি


কেমন আছেন? সাইকোলজি কেমন লাগছে? কি কি পড়ছেন এখন? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.