নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

মমির অভিশাপঃ শুধুই কি অভিশাপ নাকি অন্য কিছু!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০





টাইটানিক মুভিতে দেখানো জ্যাক রোজের মিলনের সেই গাড়ীর কথা মনে আছে নিশ্চই! হ্যাঁ, টাইটানিক জাহাজের সেই বিখ্যাত গাড়ী আরো একটি কারণে কারণে বিখ্যাত। অথব বলতে পারেন তৎকালীন একটি গুঞ্জনের কারণে বিখ্যাত। টাইটানিক ছাড়ার আগে এমন একটি গুঞ্জন শোনা যায় যে, তৎকালীন ব্রিটিশ রাজতন্ত্র বিরোধী বিতর্কিত অনুসন্ধানী পত্রিকা পলমল গেজেট এর সম্পাদক উইলিয়াম থমাসের হাত ধরে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত মমি বোর্ডটি টাইটানিকে চড়ছে। আর ৫ফুট ৪ইঞ্চি লম্বা মমির বোর্ডটি লুকিয়ে নেয়ার জন্যই টাইটানিকে গাড়িটি তোলা হয়েছে। যাইহোক, টাইটানিক ডুবির পরবর্তীতে সন্দেহকারীরা এব্যাপারে আর কোন সুরাহা করতে পারেনি গাড়ীর মালিকানা খুঁজে না না পাওয়ার কারণে। যদিও সন্দেহকারীরা ধারণা করেছিল গাড়ীটি উইলিয়াম কার্টার নামে একজন আমেরিকান আরোহীর নামে টাইটানিকে উঠেছিল কিন্তু টাইটানিক থেকে বেঁচে ফিরে আসা এই আমেরিকান ধনকুবের সে গাড়ীর মালিকানা অস্বীকার করেন। আবার এদিকে ব্রিটিশ মিউজিয়ামও সরাসরি বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে প্রবেশের পর সেই অশুভ মমি বোর্ডটি আর ব্রিটিশ মিউজিয়ামের বাইরে যায়নি। এবং অবশেষে ১৯৯০ সালে প্রথমবারের মত বের করে সেটা অষ্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শনের জন্য নেয়া হয়। মমি বোর্ডটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ব্রিটিশ মিউজিয়ামের ওয়েব সাইটে





ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত সেই অশুভ মমি বোর্ড



কিন্তু সন্দেহকারী অনেকে আজো বিশ্বাস করে, শুধুমাত্র এই মমি বোর্ডের দখলের জন্য এবং এই মমি বোর্ড থেকে সবার দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য দখলদাররা টাইটানিককে ডুবিয়ে দিয়েছে এবং তার আগে নিরাপদের তারা মমি বোর্ডটি সরিয়ে নিয়েছে। আর তার বদলে ব্রিটিশ মিউজিয়ামে রেখে গেছে সেই আসল মমি বোর্ডের একটি রেপ্লিকা। এখানে উল্লেখ্যা, প্রাচীন মিশরের প্রচুর মমি পাওয়া গেলেও অভিজাত বা রাজকীয় মমি বা মমি কফিন এসব অত্যন্ত দুষ্প্রাপ্য এবং বলা যায় কোন প্রত্নতাত্ত্বিক সৌভাগ্যবান হলেই শুধু একটি রাজকীয় সমাধির সন্ধান পেতে পারে।



আর এগুলো সব অলীক কল্পনাও হতে পারে। কোন এক আমেরিকান ধনকুবের চাইতেই পারে ইউরোপিয়ান একটি গাড়ী কিনে নিয়ে যাওয়ার। কেননা সে সময় আমেরিকাতেও ইউরোপিয়ান গাড়ী ছিল আভিজাত্যের প্রতীক।





যাইহোক, টাইটানিক ডুবির ১০ বছর পর ১৯২২ সনে প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার খুঁজে পান বিখ্যাত ফারাও সম্রাট তুতেনখামেনের সমাধি। দুর্লভ এবং যুগান্তকারী আবিষ্কার তো বটেই। কিন্তু তারপরই ঘটতে থাকে একেকটি অদ্ভুত ঘটনা। খননকাজে বিনিয়োগকারী এবং সমগ্র প্রত্নসম্পদের মালিক লর্ড কারনাভানকে মিঃ কার্টার মিশরে আসতে নিষেধ করেন। কেননা সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। মিঃ কার্টার লর্ড কারনাভানকে জানান, একটি গোখরা সাপ এসে তার ক্যানারী পাখিকে খেয়ে ফেলেছে। কারনাভান কার্টারের অনুরোধ উপেক্ষা করে মিশর পৌঁছান। ২৯ নভেম্বর মিঃ কার্টার, লর্ড কারনাভান সহ অন্যান্যদের উপস্থিতিতে তুতেনখামেনের সমাধিক্ষেত্রটি প্রথমবারের মত খোলা হয়।





তুতেনখামেনের সমাধিতে লর্ড কারনাভান(বাঁয়ে) এবং হাওয়ার্ড কার্টার(ডানে)





তুতেনখামেনের মমি পরীক্ষা করছেন হাওয়ার্ড কার্টার





কিংস ভ্যালিতে তুতেনখামেনের সমাধির প্রবেশপথ





সমাধির মানচিত্র



তুতেনখামেনের সমাধির ভেতরের কিছু চিত্র এবং সমাধিতে প্রাপ্ত কিছু প্রত্নসম্পদের ছবি।











এখন দেখে নেয়া যাক কারা সেদিন উপস্থিত ছিল আর তারা কে কিভাবে মৃত্যুবরণ করেছেন।



Lord Carnarvon - মশার কামড়ের ইনফেকশন থেকে মারা যান। মৃত্যু দিন- ৫ এপ্রিল ১৯২৩



George Jay Gould I - ১৬ই মে ১৯২৩এ ফ্রিঞ্চ নদীতে ডুবে মারা যান।



প্রিন্স আলী কামাল ফাহামি - স্ত্রীর হাতে গুলিতে নিহত হন ১০ই জুলাই ১৯২৩এ



Aubrey Herbert, MP - লর্ড কারনাভানের সৎ ভাই। ভুল চিকিৎসায় অন্ধ হয়ে এবং ব্লাড পয়জনিং এর শিকার হয় মারা যান সেপ্টেম্বর ১৯২৩এর ২৬ তারিখে।



Woolf Joel - দক্ষিণ আফ্রিকার ধনকুবের। কার্ল ফ্রেডরিখ নামে এক ব্ল্যাকমেইলারের গুলিতে নিহত হন ১৩ই নভেম্বর ১৯২৩এ



Sir Archibald Douglas-Reid - প্রখ্যাত রেডিওলজিস্ট। এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে মারা যান ১৫ই জানুয়ারী ১৯২৪এ



Sir Lee Stack - সুদানের গভর্নর জেনারেল। কায়রোতে আঁতাতায়ীর হাতে নিহত হন ১৯শে নভেম্বর ১৯২৪এ



বিভিন্ন সময়ে আরো অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। হাওয়ার্ড কার্টারের সহযোগী এসি ম্যাক, লর্ড কারনাভানের আরেক সৎ ভাই মারভিন হার্বার্ট, হাওয়ার্ড কার্টারের ব্যাক্তিগত দেহরক্ষী ক্যাপ্টেন রিচার্ড প্রমুখ।



সমাধি খোলার সময় উপস্থিতজনদের মধ্যে একমাত্র স্বাভাবিক মৃত্যুবরণ করেন হাওয়ার্ড কার্টার। ১৯৩৯ সনে ২রা মার্চ ৬৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে হাওয়ার্ড কার্টারের স্বাভাবিক মৃত্যু হয়।



এখন কথা হচ্ছে, খননকাজে বিনিয়োগ করার অপরাধে লর্ড কারনাভানের মৃত্যু হলো কিন্তু খননকাজ যার নেতৃত্বে ঘটল সেই হাওয়ার্ড কার্টার রয়ে গেল বহাল তবিয়তে এমনকি তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পরের বছর কার্টার আমেরিকাও ভ্রমণ করে আসলেন। যদিও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের সময়কার অতিপ্রাকৃত ঘটনা সমূল মিঃ কার্টারকেই ঘিরে হয়েছে বা মিঃ কার্টার বর্ণনা করেছেন। যেমন, সাপের ক্যানারী পাখি খেয়ে ফেলা, তার ঘরে অতিপ্রাকৃত কান্নার শব্দ বা সমাধিতে পাওয়া শেয়ালের মত শেয়াল দেখা এর সব।



যুগে যুগে প্রত্নসম্পদ নিয়ে হানাহানির ইতিহাস কম নয়। তারমধ্যে প্রাচীন মিশরের মত একটি গুরুত্বপুর্ণ জায়গায় একজন রাজার সমাধি শুধু সমাধিই নয় বরং প্রচুর রত্নসম্পদের ভান্ডার। আর একই সাথে রয়েছে প্রাচীন মিশর নিয়ে কিছু মানুষের ধর্মীয় অনুভূতি।



আবার এদিকে আধুনিক বিজ্ঞান বিভিন্ন প্রাচীন সমাধিতে কিছু দুর্লভ ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ের সন্ধান পেয়েছে যেগুলো প্রাণঘাতি হতে পারে। সুদীর্ঘ দীর্ঘ বছর ধরে বদ্ধ থাকা সমাধিতে ক্ষতিকর জীবাণু থাকা মোটেই অস্বাভাবিক নয়।





পাদটীকাঃ এটা কোন সিরিয়াস পোষ্ট নয়। এই পোষ্ট হাওয়ার্ড কার্টারকে ফারাও বা মমির অভিশাপের সাথে সাথে একজন ষড়যন্ত্রকারী হিসেবে তুলে ধরার চেষ্টা এবং অবশ্যই পুর্ণাঙ্গ কোন ব্যাক্ষা নয়। যদি কেউ আগ্রহী হোন তাহলে পোষ্টে দেয়া বিভিন্ন লিংক ধরে আরো নতুন কিছু বের করতে পারেন বা কার্টারকে দায়মুক্তি দিতে পারেন। তবে খুঁজতে গিয়ে আপনিও যদি মমির অভিশাপে অভিশপ্ত হোন তাহলে একমাত্র বিরোধী পক্ষীয় *কুনোব্যাঙ* সেটার দায় গ্রহন করবে না :P তবে ফলাফল যাই হোক ট্রেজার হান্টার বা ইন্ডিয়ানা জোন্সের মত একটা এডভেঞ্চার কিন্তু শুধুমাত্র কিছু বই পড়ে আর ইন্টারনেট সার্ফিং এর মাধ্যমেই হতে পারে। যে অনুসন্ধানের নায়ক আপনিই এবং যার পাতায় পাতায় আগ্রহ আর রোমাঞ্চ, নতুন কিছু জানার আনন্দের সাথে বিভিন্ন তথ্যের যোগসুত্র মেলানোর উত্তোজনা :D





সব শেষে তুতেনখামেনের মমি এবং বিজ্ঞানী ও শিল্পীর সম্মিলিত কল্পনায় তুতেনখামেনের একটি ছবি।







** ছবি ও তথ্যসুত্র ইন্টারনেট।

**ওয়েব লিংক- উইকিপিডিয়া ও ব্রিটিশ মিউজিয়াম

মন্তব্য ১৪৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১১

খেয়া ঘাট বলেছেন: এটা কোন সিরিয়াস পোষ্ট নয়।
তবে চমৎকার একটা পোস্ট। আগ্রহ বাড়িয়ে দিলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ খেয়া ঘাট ভাই। আসলেই এটা কোন সিরিয়াস পোষ্ট নয়। প্রাচীন মিশরের ইতিহাসের সাথে সাথে ইতিহাস সংগ্রহের ইতিহাস জানার চেষ্টা সাথে একটু রহস্যের রস দেয়া! হতে পারে ইতিহাস আবিষ্কারের সময়ই হয়তো ঘটছে ইতিহাস বিকৃতি!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৪

মেংগো পিপোল বলেছেন: ধন্যবাদ কুনো ব্যাঙ। মিশরের উপর আমার এক প্রকার বিশেষ আগ্রহ আছে। সত্য বলতে কি ইচ্ছাও আছে মিশর নিয়ে একটা থ্রিলার টাইপের কিছু লেখার। সেক্ষেত্রে আপনার এই পোষ্টটা দারুন কাজে দেবে। বিশেষ করে ছবি গুলো। কয়টা (+) দিলে খুশি হবেন জানা নাই, তাই ( ) ব্লান্ক রেখে দিলাম ইচ্ছা মতন দিয়ে নেবেন।

ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা মেংগো পিপোল ভাই। আপনার গল্প লিখার হাত বলে শীঘ্রই প্রাচীন মিশরের উপর আমরা একটি চমৎকার থ্রিলার পেতে যাচ্ছি। আর আপনার এমন প্রশংসাসূচক মন্তব্যে হাজার প্লাস আমি এমনিতেই পেয়ে গেছি।


আপনার আগ্রহের প্রেক্ষিতে ১৯৯৭ সালে নির্মিত ব্রুস উইলিস অভিনীত প্রাচীন মিশরের উপর ভিত্তি করে সাইফাই মুভি দ্যা ফিফথ এলিমেন্ট দেখার অনুরোধ করলাম। আশাকরি চমৎকার এই মুভিটি আপনার থ্রিলারকে আরো প্রাণবন্ত করতে কিছুটা হলেও সহায়তা করবে।

শুভ কামনা

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসাধারণ পোষ্ট।
অত্যন্ত যৌক্তিক ভাবে বিষয়টি তুলে এনেছেন। এবং আপনার সন্দেহটা ঠিক মনে হচ্ছে।



++++++++++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: তুতেনখামেনের সমাধিতে প্রাপ্ত সামগ্রীসমূহের ধাতম মূল্যই বা প্রত্নতাত্ত্বিক মূল্যই হোক কোনটাই কম তো নয়ই আবার প্রত্নসামগ্রী এবং মূল্যবান ধাতু নিয়ে লুটতরাজ হানাহানি বিশ্বাস ঘাতকতার ইতিহাসও কম নয়। তাই একটি ষড়যন্ত্র তত্ত্ব খুব সহজেই দাঁড় করানো যেতে পারে!


অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

ভোরের সূর্য বলেছেন: তথ্যমূলক অসাধারণ পোষ্ট। আমি অভিশাপ নিয়ে ভাবছিনা।বরং অনেক অজানা তথ্য ও ছবি পেলাম আপনার লেখার মাধ্যমে।ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে আসায় আপনাকেও অনেক ধন্যবাদ। আসলে কিছু তথ্য কিছু রহস্যের সাথে তুতেনখামেনের ইতিহাস উদ্ধারের সাথে কিঞ্চিত পরিচিত হওয়ার চেষ্টা।


অনেক শুভ কামনা ভোরের সূর্য ভাই

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

দেশ ও জাতির ভবিষ্যৎ বলেছেন: অন্নেক অন্নেক ধন্যবাদ !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অন্নেক ধন্যবাদ! :)

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

সায়েদা সোহেলী বলেছেন: আপনার সন্দেহ বা অভিশাপ নিয়ে চিন্তা না করি , চিন্তাটা সিরিয়াস পোস্ট এর জন্য রেখে দেই আপাতত #:-S

আপতত ছবি র প্রসঙ্গে আসি , স্যান্ডেল টা মনে ধরেছে :) আমার কলাপুরি অনেক পছন্দ ছিলো ,এইটা র কি নাম? ?

" দ্যা ফিফথ্ এলিমেন্ট "" অনেক দিন আগে দেখেছিলাম আবার দেখতে হবে ,

আচ্ছা বৈচিত্রময় ব্লগ বিবেচনায় যদি কোন পরিসংখ্যান করা হয় কোন ব্লগারের নাম প্রথম আসবে বলেনতো? ?

পরবর্তী চমকের অপেক্ষায় রইলাম :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: স্যান্ডেলটা আসলেই সুন্দর। দেখুন ১২ নং কমেন্টে জুনাপু কি বলেছেন, ভাইয়া নাকি সেই দেখে আসার পর থেকেই সবার কাছে তুতেনখামেনের সেই কলাপুরি স্যান্ডেলের গল্প বলে। আর এই স্যান্ডেলের নাম জানিনা আপু :|


সময় পেলে " দ্যা ফিফথ্ এলিমেন্ট " মুভিটা আরেকবার দেখে ফেলুন আপু। সায়েন্স ফিকশনের পাশাপাশি প্রাচীন মিশর। একই সাথে অতীত আর ভবিষ্যৎ :)

বৈচিত্রময় ব্লগ বিবেচনায় অবশ্যই সোহেলী আপুর ছবিব্লগ সবার আগে আসবে। কিছু সাধারণ বিষয়কে সাধারণ ক্যামেরা দিয়ে শুধু মাত্র দেখার দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে অসাধারণ করা যায় সেটা সোহেলী আপুর ছবি দেখে বুঝেছি :)

অনেক ধন্যবাদ আপু :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এটা সত্যই একটা বিতর্কিত বিষয়। ঘটনা গুলো অস্বীকার করা যায় না সহজে।


আপনাকে ধন্যবাদ সুন্দর একটা পোষ্টের জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই বিতর্কিত একটা বিষয়। শুধুমাত্র অতিপ্রাকৃত ঘটনাবলীর ঘাড়ে দোষ চাপিয়ে পার করতে গেলে হতে পারে ভেতর থেকে কিছু বাস্তবিক ঘটনা তৈরীকারী মানুষ আড়ালেই থেকে গেলো। বিশেষ করে প্রাচীন মিশর যেখানে নানাবিধ কারণে অন্য যে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের চাইতে বেশী গুরুত্ব বহন করে।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । ইন্টারেস্টিং ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই :)

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট ভাই। বেশ কিছু তথ্য জানলাম। ++++++++++

দ্যা ফিফথ্ এলিমেন্ট মুভিটা ভালো লেগেছিলো।
ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ এহসান ভাই। দ্যা ফিফথ্ এলিমেন্ট আসলেই চমৎকার একটা মুভি। সাই-ফাই হিসেবে এটিকে একটি হার্ডকোর জেনার বলা যায় যেখানে প্রচীন মিশর বা ভবিষ্যৎ দুনিয়া সব কিছুতেই নিয়ম এবং সুত্র মেনে করা হয়েছে।


শুভ কামনা

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ পোস্ট

শুধু ++++++ দিয়ে মন ভরছে না। /:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: এমন প্রশংসাসূচক মন্তব্যে হাজার প্লাস আমি পেয়ে গেছি :)


অনেক কৃতজ্ঞতা মাহবু ভাই :)

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় ব্লগার *কুনোব্যাঙ* এই পোস্টের জন্য আপনার প্রতি অগাধ ভালোবাসা থেকে রেখে গেলাম টাইটানিক এবং এর পরিনতির আসল কারন
সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ





ইতিহাসের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ হিসেবে টাইটানিকের খ্যাতি বিশ্বজোড়া। ১৯১২ সালে জাহাজটি আশ্চর্যজনকভাবে ডুবে গেলেও আজ পর্যন্ত একে ঘিরে মানুষের আগ্রহ এতটুকু কমেনি। টাইটানিক জাহাজের পূর্ণনাম RMS TITANIC (RMS-Royel Mail Ship)। এটি ছিল ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন। এটি তৈরি করা হয় ইউনাইটেড কিংডম-এর বেলফাস্টের হারল্যান্ড ওলফ্ শিপইয়ার্ডে। জন পিয়ারপন্ট মরগান নামক একজন আমেরিকান ধনকুবের এবং ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোং-এর অর্থায়নে ১৯০৯ সালের ৩১ মার্চ সর্বপ্রথম টাইটানিকের নির্মাণকাজ শুরু হয় এবং তখনকার প্রায় ৭.৫ মিলিয়ন (বর্তমান প্রায় ১৬৫ মিলিয়ন) ডলার ব্যয়ে এর নির্মাণকাজ সম্পন্ন হয় ৩১ মার্চ ১৯১২ সালে। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৮৮২ ফুট দুই ইঞ্চি (প্রায় ২৬৯.১ মিটার) এবং প্রস্থ ছিল প্রায় ৯২ ফিট (২৮ মিটার)। এ জাহাজটির ওজন ছিল প্রায় ৪৬ হাজার ৩২৮ লং টন। পানি থেকে জাহাজটির ডেকের উচ্চতা ছিল ৫৯ ফুট (১৮ মিটার)। টাইটানিকের ক্যাপ্টেন ছিলেন বিশ্বজুড়ে 'নিরাপদ ক্যাপ্টেন', 'মিলিয়নিয়ার ক্যাপ্টেন' ইত্যাদি বিভিন্ন নামে খ্যাত এবং ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার এডওয়ার্ড জন স্মিথ। তার নেতৃত্বে টাইটানিক ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে।



১৯১২ সালে ডুবে যাওয়া এ জাহাজটি সাইড স্ক্যান সোনার পদ্ধতিতে ১৯৮৫ সালে পুনরায় আবিষ্কার করা হয়। এর আগে টাইটানিককে পুনরাবিষ্কারের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১২৪৬৭ ফুট বা ৩৮০০ মিটার নিচে নীরবে সমাহিত হয়ে আছে টাইটানিক, হয়ত থাকবেও চিরদিন।



অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এ যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিল টাইটানিকের নম্বর ৩৯০৯০৪। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় no pope। এছাড়াও টাইটানিককে ঘিরে আরো অনেক গল্পের প্রচলন রয়েছে। যুগ যুগ ধরে অসংখ্য বিশেষজ্ঞ টাইটানিককে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু এরপরও টাইটানিক চিরকালই রহস্যের আড়ালে রয়ে গেছে। কোনো দিনও ডুববে না দাবি করেছিল টাইটানিক। কিন্তু ১৯১২ সালে প্রথম বিহারেই ১৫০০ যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিলাসবহুল টাইটানিক। এরপর শুরু হয় ডুবে যাওয়ার কারণ অনুসন্ধান। প্রচারিত হতে থাকে নানা রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনী। শত বছর পার হয়ে গেলেও আজো মানুষ সঠিক কারণ জানে না! অনেকের মধ্যেই এ নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে। কেউ এর পেছনে কোন না কোন যুক্তি দাঁড় করাচ্ছেন, আবার কেউ কেউ কোনো প্রকার সূত্র ছাড়াই বলছেন টাইটানিক ডোবার পেছনের মনগড়া কাহিনী। ১৯৯৮ সালের ১৯ অক্টোবরে টাইমস জানিয়েছে, এরকমই এক রহস্যময় কাহিনী।



আমেন এবং আমেন রা



ল্যুক্সরে (আমেন রা এর সমাধি)

খ্রিস্টপূর্ব ১৫০০ সালের দিকে মারা যান ‘প্রিন্সেস অভ আমেন-রা’। নীলনদের পাশে ল্যুক্সরে তাঁর সৎকার করা হয়। উনিশ শতকের নব্বই শতকের শেষ দিকে চার জন ইংরেজকে ওই রাজকুমারীর মৃতদেহসহ একটি মমি কেনার জন্য আহ্বান জানানো হয়। উৎসাহী ইংরেজদের একজন বেশ কয়েক হাজার পাউন্ডের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে মমিটি কেনেন এবং সেটিকে নিয়ে আসেন তাদের হোটেলে। কয়েক ঘন্টা পর মরুভূমির দিকে হেঁটে যেতে দেখা যায় ওই ক্রেতা ব্যক্তিকে। তিনি আর কখনও ফিরে আসেন নি।পরেরদিন আরেকজন ইংরেজ এক মিশরীয় ভৃত্য কর্তৃক গুলিবিদ্ধ হন। এমন ভাবে আহত হন যে তার একটি হাত কেটে ফেলতে হয়।



আমেন রা

তৃতীয় ব্যক্তি দেশে ফিরে আসেন, কিন্তু দেখেন যে, ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থ লোপাট হয়ে গেছে অন্য কারও জালিয়াতির মাধ্যমে।

চতুর্থ ব্যাক্তি পড়েন প্রচন্ড অসুখে। চাকুরী চলে যায় তার। শেষমেশ তিনি রাস্তায় দিয়াশলাই বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

এদিকে অনেক ঝামেলার পর মমিটি পৌঁছে যায় ইংল্যান্ডে।

কিন্তু তবু অভিশপ্ত অধ্যায়ের শেষ হয়নি। ওই কফিনের সাথে সর্ম্পকযুক্ত যে কোন মানুষের ভাগ্যে জুটেছিল দূর্ঘটনা বা মৃত্যু। এমনকী ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শনের জন্য সংরক্ষিত মমিটির একজন দর্শনার্থীর ভাগ্যেও জুটে চরম দুর্দশা। ওই দর্শনার্থী মহিলা চরম তাচ্ছিল্যভরে একটি ময়লা পরিষ্কার করার কাপড় দিয়ে মুছেছিলেন কফিনে অঙ্কিত রাজকুমারীর মুখচ্ছবি। কয়েকদিন পর তার সন্তান মারা যায় হাম রোগে।

মিউজিয়াম কর্তৃপক্ষ মমিটিকে বেসমেন্টে সরিয়ে নেবার সিদ্ধান্ত নেয়। এক সপ্তাহের মাঝেই মমি সরানোর কাজে অংশগ্রহনকারী একজন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। ওই কাজের তত্বাবধায়ককে তার অফিসের ডেস্কের উপর মৃত অবস্থায় পাওয়া যায়। স্বভাবতই ব্যাপারটি সংবাদপত্রের নজরে আসে। একজন ফটো সাংবাদিক ছবি তুলে ডেভেলপ করে দেখতে পান যে, রাজকুমারীর মুখের বদলে এক বীভৎস চেহারা। জানা যায় যে ওই সাংবাদিক গুলিতে আত্মহত্যা করেন।

প্রায় দশ বছর ধরে ঘটতে থাকে এইসব ঘটনা-উপঘটনা। চূড়ান্তভাবে মমিটিকে বিক্রি করা হয় একজন সৌখিন সংগ্রাহকের কাছে। বিচিত্র রকমের দুর্ভাগ্যজনক পরিস্থিতির পর মমিটিকে তিনি নির্বাসন দেন নিজ বাড়ীর চিলেকোঠায়। অভিশপ্ত ঘটনার পরও একজন মার্কিন প্রত্নতত্ববিদ কিনে নেন মিশরীয় রাজকুমারীর মমি। নিউইর্য়কগামী টাইটানিক জাহাজে বুক করেন ওই মমিটি, নিজেও ওঠেন ওই জাহাজে।


তথ্যসুত্রঃ- ইন্টারনেট (সংকলিত)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

*কুনোব্যাঙ* বলেছেন: আরো কিছু তথ্য দিয়ে পোষ্টটি সমৃদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কান্ডারী ভাই।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

জুন বলেছেন: প্রিয় কুনো খুব সুন্দর করে লিখেছো টাইটানিক আর মমি রহস্য। এমন অনেক রহস্য ঘিরে আছে পিরামিড আর মমিকে কেন্দ্র করে ।
তবে এসব আমি ভাবছি না, আমার সকল আকর্ষন কেন্দ্রিভুত রয়েছে টুটেনখামুনের সব ব্যাবহার করা জিনিসপত্রের দিকে।তার সেই স্বর্ন নির্মিত চটি, সেই সিংহাসন, তার সেই অপরূপ ডিজাইন করা স্বর্নমন্ডিত সারকোফেগাস যা আমি স্বচক্ষে দেখে এসেছি কায়রো মিউজিয়ামে ।তুতেনের কোলাপুরী ডিজাইনের চটি যার গল্প তোমার ভাইয়া এখনো সবার সাথে কথা প্রসঙ্গে বলে । তার বিস্ময় তখনো কি এই ডিজাইনের চল ছিল। আর দেখলে মনে হয় না এত হাজার বছরের পুরোনো । যা সত্যি আমাদের চমকে দিয়েছিল ।
অনেক অনেক ভালোলাগলো পোষ্ট সহজ ভাষায় বর্ননার জন্য।
+

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: সারকোফেগাসগুলো আসলেই অনেক সুন্দর হয়। ডিজাইনগুলো শুধু সুন্দরই না অনেক টেকসইও। হাজার হাজার বছর পরও ডিজাইনগুলো কি সুন্দর টিকে আছে।


আর চটি, গহনা এগুলোর কথা আর বলবেন না আপু। একবার ভেবেছিলাম ইজিপ্সিয়ান ব্যাবিলনের সে সময়কার ফ্যাশনকে একটু আধুনিক করে বাজারে ছাড়া যায় কিনা। পরে দেখি সে সময়কার জিনিষগুলো এখনকার চাইতেও অনেক বেশী আধুনিক। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবেনা যে সেই হাজার হাজার বছর আছে এত সুন্দর ডিজাইন করা জুতার চল ছিল। :|


অনেক ধন্যবাদ আপু :)

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শুক তারা বলেছেন: :) :) এই প্রথম মমি নিয়ে একদম লজিকাল আর সুন্দর ব্যাখ্যা সম্বলিত পোস্ট পেলাম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ শুক তারা :) :)

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ......অনেক কিছু জানলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ :)

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

আম্মানসুরা বলেছেন: মমির রহস্য ভালো লাগে। মন চায় কোন মমি ছুয়ে অভিশপ্ত হতে! দেখতাম অভিশাপের পাওয়ার কত!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: কাছে গেলে ছুঁতে পারবেন তো?! পরে দেখা যাবে হয়তো অভিশাপের ভয়টা তখনই বেশী ভর করেছে?!


শুভ কামনা জানাই। আপনার মনষ্কামনা পুর্ণ হোক :)

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

একজন আরমান বলেছেন:
দারুণ পোস্ট কুনোব্যাঙ ভাই। অনেক কিছু জানতে পারলাম। সরাসরি প্রিয়তে। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা একজন আরমান :)

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লাগলো ফিচারটা। তুতেনখামের অভিশাপ নিয়ে বা তার অশুভ দিকগুলো নিয়ে আগেও বেশ কয়েকটি ফিচার পড়েছি। চমৎকার একটা মিথ! মাঝে মাঝে যৌক্তিক বিশ্লেষনে না গিয়ে মিথ হিসেবে ভাবতেই ভালো লাগে। :)

এই যে দেখেন আপনি এই পোষ্ট দেয়ার আগে থেকেই অসুস্থ!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: এটাকে মনেহয় ঠিক মিথ বলা যায়না। গুঞ্জন বা কনস্পেরিসি থিওরী জাতীয় কিছু একটা বলা যায়। বিশেষ করে তুতেনখামেনের মমি উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু যাদের হয়েছে এর পুরোটাই ইতিহাস। বলতে পারেন ইতিহাসের ইতিহাস।


তবে এটা ভালো বলেছেন, পোষ্ট দেয়ার আগে থেকেই জ্বরে ভুগছি। কিছু অলিক ভৌতিক বা অতিপ্রাকৃত গল্প আসলেই খারপ না। বিশ্বাস করি বা না করি শুনতে ভালো লাগে :)

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সোহানী বলেছেন: দারুন.......দারুন..........দারুন............দারুন

হুম সন্দেহটা অমূলক নয়...তা নয় কি............

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: কিভাবে বলি বলুন! কিছুকে মূলক অমূলক বলে আবার নিজে যদি অভিশাপে পড়ি!!

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

টুম্পা মনি বলেছেন: অসাধারণ পোষ্ট। অনেক আগ্রহ নিয়ে পড়লাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টুম্পা মনি :)

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

মায়াবী ছায়া বলেছেন: তথ্যমূলক পোষ্ট ।
অনেক কিছু জানতে পারলাম ।
ধন্যবাদ ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমার ব্লগে আসায় আপনাকে অনেক ধন্যবাদ মায়াবী ছায়া :)

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

ঘুমন্ত আমি বলেছেন: রহস্যময়তার একটি বিষয়য়কে দারুনভাবেই লিখেছেন আপনি !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: অতিপ্রাকৃত ঘটনার একটি বিপরীত দেখার চেষ্টা বলতে পারেন!


অনেক ধন্যবাদ আপনাকে :)

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

আমি তুমি আমরা বলেছেন: বেশ ভাল লাগল।বেশ কিছু অজানা তথ্য জানলাম। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আমি তুমি আমরা :)

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: মমির অভিশাপ, চিরকালের বিস্ময়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: সত্যিই চিরকালের বিস্ময় আর যে কারণেই পর্যটক থেকে শুরু করে গবেষক পর্যন্ত প্রাচীন মিশর নিয়ে আগ্রহের কমতি নেই কারো।

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

খাটাস বলেছেন: অতি প্রাকৃত উদ্ভট যুক্তি বিশ্বাস করতে ভাল না লাগলে ও পড়তে ভাল লাগে। কাণ্ডারি ভাই এর কমেন্ট এ দেয়া তথ্য গুলো আগেই পড়েছি, আপনার পোস্টের তথ্য গুলো একেবারে নতুন।
অতি ভাল পোস্টে প্লাস। পড়ে আর ছবিগুলো দেখে অনেক ভাল লেগেছে। :)
ধন্যবাদ। শুভ কামনা কুনোব্যাঙ ভাই।
ভাই কুনোব্যাঙ নামের মাহাত্ত কি? জানালে ভাল লাগত।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক, অতিপ্রাকৃত বিষয়গুলো বিশ্বাস করতে না চাইলেও পড়তে ভালো লাগে। আর এটাই মনেহয় অতিপ্রাকৃত গল্পগুলোর টিকে থাকার রহস্যা :)


কুনোব্যাঙ নামের বিশেষ কোন মহাত্ব্য নেই। ব্যাক্তিগত ভাবে আমি নিজেও ঘরের কোণের মানুষ ঠিক সেই কোণায় পড়ে থাকা ব্যাঙের মতোই, আর তাই নিজেকে কুনোব্যাঙ ভাবতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করি ইদানিং :)

অনেক ধন্যবাদ খাটাস :)

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্টে +++++++++++++ এবং অবশ্যই প্রিয়তে । কাণ্ডারি অথর্ব কে ধন্যবাদ বাড়তি তথ্যের জন্য ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। অনেক কিছু জানা গেল। খুব ভাল লেগেছে।৫ম +

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই :)

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং তো!

দারুণ গুছিয়ে লিখেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। ব্যাপারগুলো আমার কাছেও অনেক ইন্টারেস্টিং লেগেছে। যুক্তি অযুক্তি যাই থাকুক বিষয়গুলো মজার।

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একটা পোষ্ট ! আগ্রহ আরো বেড়ে গেলো , অমিমাংসিত কিংবা অসামাপ্ত মনে হচ্ছে !
পোষ্টে মুখে মুখে +++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: নেমে পড়েন অনুসন্ধানে। কিছু বই পড়ে আর নেট সার্ফ করে ইন্ডিয়ানা জোন্সের মত একটি এডভেঞ্চার আশাকরি ভালোই লাগবে :)

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

বিভূতিভুষন বলেছেন: বাহ খুব সুন্দর তো......।মমি নিয়ে আমার নিজেরও অনেক আগ্রহ আছে।তাই পোষ্ট দেখেই একটানে পড়ে ফেললাম :)
++++++++++ এবং প্রিয়তে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: এবার ঝটপট অনুসন্ধানে নেমে পড়েন। চান্দুর মা যখন আপ্নেরে ছাইড়া অন্যের হাত ধইরা চইলা গেছে তখন ঘরে বইস্যা থাইক্যা আর কি করবেন। তার চাইতে মমির পিছে লাগেন! কবি বলেছেন, ঘর সংসার করে ঝামেলা পোহানোর চাইতে মমি রহস্য খোঁজা ভালো!!


আগ্রহ নিয়ে পড়া সাথে ভালো লাগা জানিয়ে প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিভূতিভুষণ :)

৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: অনেক ভালো লেগেছে :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ তানভীর ভাই :)

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

সাদেক বলেছেন: চমৎকার একটা পোস্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মরহুম(!!!) সাদেক ।

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দারুণ গবেষণা! সিরিয়াস তো বটেই।

নাহ্ ভাই, আমি আর খুজঁবো না ;)
সবাই তো ‘হাওয়ার্ড কার্টার’ হতে পারে না!

শুভেচ্ছা কুনোব্যাঙ :)
এবং পিলাচ!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম না খোঁজার যৌক্তিক কারণ আছে বট। কার্টারের মত তাবিজ নিয়ে না নামলে যে কোন সময় অভিশাপে পড়তে পারেন! এদিকে সবাই আবার কার্টারও হতে পারেনা :(



অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই :)

৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: হা হা হা !!! বলে কি !!! :-B

বিনয় প্রশংসা ভালো জিনিস কিন্তু অতি যুক্ত হইলে , নো গুড নো গুড :|

নাম টা হবে *কুনোব্যাঙ * :)

প্রশ্নের উত্তর ভুল দেওয়ায় কুনোব্যাঙকে ডাবল মাইনাচ দেওয়া হইলো 8-|

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: ভুল যে কিছু বলিনি সেটা কিন্তু আমার সাথে সাথে আর সবাই স্বীকার করবে (আপনি বাদে) এবং আমি যে এতটুকু বাড়িয়ে বলিনি :)


সানন্দে মাইনাস গৃহীত, আমার কথা থেকে আমি পিছু হঠব না :)

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ছবি দেখে মরহুম তুতেন খামেন এর প্রেমে পড়ে গেলাম তো ভাইয়া :#) :#)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু সে তো মনেহয় তোমার চাইতে বয়সে ছোট হবে :(

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আমার মেয়ের পাঠ্য বই এ তুতেন খামেন এর মমি আবিষ্কার কাহিনী ছিল ,ওকে পড়াতে যেয়ে আমার ও অনেক ভাল লেগে যায় ...

এরপর খুজে খুজে বেশ কিছু জেনেছিলাম ,আজকে দেখলাম আর জানলাম ...
চমৎকার পোস্ট

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যখন স্কুলে পড়েছি তখন প্রাচীন মিশর নিয়ে কিছুই জানতাম না বা প্রাতিষ্ঠানিক ভাবে জানার সুযোগ ছিলনা। সাধারণ জ্ঞানের সাধারণ বিষয়ের কারণে শুধু জানতাম মিশরে পিরামিড আছে। আমাদের তুলনায় এখনকার বাচ্চারা অনেক বেশী ভাগ্যবান। ছোটবেলাতেই অনেক কিছু জানতে পারছে। যেগুলো আমরা জেনেছি অনেক বড় হয়ে।

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




বেশ ইন্টারেস্টিং। ধন্যবাদ প্রিয় কুনো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমিনুর ভাই :)

৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: এমন পোস্ট পড়তে সবসময় ই ভালো লাগে , নাইস পোস্ট ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আমি :)

৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: মমিরহস্য ভীষন প্রিয় আর ভীষন ভয়ংকর আমার কাছে। অনেক অনেক অবাক করা বিস্ময় এই মমি গল্প!!!!

আমার অবাক লাগে কিভাবে সেই আদ্যিকালে মানুষ এমন সব নিঁখুত শিল্পের মত কান্ডগুলি ঘটিয়েছিলো।


অনেক অনেক ভালো লাগা ভাইয়া!!!!!!!!!!:)


অনেক অনেক ভালো থেকো !!!!!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: আসলে শিল্পের মনেহয় কোন আদি ভবিষ্যৎ নেই। মানুষের চিন্তা মননের পরিশীলতার উপরই নির্ভর করে শিল্প মান। সেই প্রাচীন গুহা চিত্র থেকে শুরু করে কালে কালে মানুষের দৈনন্দিন জীবনে শিল্পের ব্যবহারের যে ইতিহাস দেখা যায় তার অনেক কিছুই মনেহয় ভিঞ্চি এঞ্জেলোর শিল্পকর্মকেও হার মানায়।


অনেক ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন অনেক অনেক :)

৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

তারছেড়া লিমন বলেছেন: শোকেসে নিয়া গেলাম সংগ্রহ সমৃদ্ধ করার জন্য....................++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: দীর্ঘ প্লাস আর প্রিয় তালিকায় জায়গা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তারছেড়া লিমন :)

৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

ঢাকাবাসী বলেছেন: অনেকদিন পর আপনার চমৎকার সুন্দর ছবি সহ একটা রহস্যমিশ্রিত ইতিহাস পড়লুম। ভারি ভাল লাগল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী সব সময় সাথে থাকার জন্য।

৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৫

নিয়েল হিমু বলেছেন: জ্ঞানের তৃষ্ণা মিটানোর তৃপ্তির তুলনা হয় না । তবে পোষ্ট সত্যিই সমৃদ্ধ হয়েছে কাঃঅঃ কমেন্টে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: নতুন কিছু জানা এবং জানানো দুটোই আনন্দময়। অনেক ধন্যবাদ নিয়েল হিমু।

৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

তওসীফ সাদাত বলেছেন: অসাধারণ পোস্ট। তেষ্টা আরও বাড়িয়ে দিল।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আগ্রহটা হলেই ঘরে বসে শুধু কিছু বই পড়ে আর নেট সার্ফ করে এডভেঞ্চারের স্বাদ নিশ্চিত :)


শুভ কামনা তওসীফ সাদাত

৪৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৪৭

নিমচাঁদ বলেছেন: তা তুতেনখামেন খুব 'রেকোয়েষ্ট' করেছিলো একদিন, তার সংগী সাথী দের দেখে আসপার জন্য ।সে রেকোয়েষ্ট আবার যা তা রেকোয়েষ্ট না , দিনে দুপুরে স্বপ্নে হানা দিচ্ছিলো। কি আর করা , তাদের দেখে আসলুম একদিন । তা বাপু, যাই বলো না কেনো , তাদের এই ইমিটেশন পড়াটা আমার ভালো লাগেনি , মণে মণে ইমিটেশনে পড়ে রইয়েছে ।লোকে আবার বলাবলি করতেছে , তা নাকি সোনা , এই কথা কি পাগল ছাড়া কেউ বিশ্বেস করে ?
তা দেখতে যখিনই গিয়েছিলাম , সেই সময়ে তুতেনখামেন দিলো টেক্সট ম্যাসেজ , কথা বিশ্বেস না হলে , নিচের ছবিখানা দেখো বাপু

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই বিশ্বাস করেছি কিন্তু এই তুতেনখামেনের বাড়ী কোথায় সেটা তো জানলাম না নিমচাঁদ ভাই। মিশরে নাকি লাস ভেগাসে নাকি অন্য কোথাও? 8-|

৪৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

ইখতামিন বলেছেন:
নিমচাঁদ ভাইয়ের কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেলাম :)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, নিমচাঁদ ভাইয়ের মজার মন্তব্যগুলোর সেন্স অফ হিউমার আমার কাছেও দারুণ লাগে :)


অনেক ধন্যবাদ ইখতামিন

৪৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

আমি সাজিদ বলেছেন: এতো দিন এটা পড়ি নাই ক্যান !

কুনো দা, সেরাম লাগসে। কিন্তু সবাই অপঘাতে মরেছে অথচ কার্টার মরে নাই, সেই অলৌকিক জিনিষগুলার বর্ণনা দিসে এটা রহস্যজনক।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: হয়তো সন্দেহটা অমূলক কিন্তু প্রত্নসম্পদ নিয়ে হানাহানির ইতিহাসও কম নয়।


ধন্যবাদ সাজিদ :)

৪৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিশ্বাস হয় না।

নিমচাঁদের কমেন্ট ভাল লাগল :P

ঈদ মুবারাক।

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: কোনটা বিশ্বাস হয়না। অভিশাপের ব্যাপারটা নাকি কুনোব্যাঙ্গিয় ষড়যন্ত্রতত্ত্ব :-/



ঈদ মোবারক, ভালো থাকুন অনেক অনেক :)

৪৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২১

আমি সাজিদ বলেছেন: আমি শুনেছি অনেকেই বলে তুতেনখামেন ইনসেস্টের ফসল ছিল তাই নাকি তাকে নিয়ে এতো অভিশাপ, মরার পরও।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: সেটা জানিনা। ইনসেস্টের ব্যাপারটা রাজনৈতিকও হতে পারে। যেহেতু রাজ্যাধপতি মানে দখলদারদের লোলুপ দৃষ্টি। মিথ্যা ইতিহাস তৈরীর ইতিহাসটাও হয়তো অনেক পুরোনো।

৪৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: ঈদ মোবারক ভাই । আপনার ঈদ ভালো কাটুক ।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। ভালো থাকুন :)

৪৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার পোস্টগুলো খুবই এক্সক্লুসিভ হয়, টপিকগুলো এতো ইন্টারেস্টিং লাগে আমার যে বলে বুঝানোর মতো নয়। :)

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ পথিক ভাই। গল্প বা কবিতা লেখায় আপনার মতো শব্দের ব্যবহারের হাত থাকলে কিন্তু এসব ফিচার ধর্মী লেখা না লিখে শব্দ কারিগর হওয়ারই চেষ্টা করতাম। :)

৫০| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: তাহলে ইলুপিনকাচী থুক্কু ইলুপিনাকী তত্বের কি হবে?


আর যারা মারা গেছে তাদের মৃত্যুর ব্যাখ্যা দেয়া যায়। একজন রেডিওলজিস্টের রহস্যময় রোগ: ১৯৪৭ সালের আগ পর্যন্ত লিউকেমিয়ারে মানুষ পারিবারিক অসুখ বইলা চিনত। এই ব্যাটার মরনের টাইম লাইন এই সময়ের মধ্যে হইছে। কেউ ধরবার পারে নাই।

ধনকুবের স্ত্রী বা ব্লাক মেইলারের হাতে মারা যাওয়াটা অযৌক্তিক কিছু না তার উপর তার টাকা পয়সা যদি ব্লাক মার্কেটের ওপর নির্ভর করে।আর গভর্নরের মরন যদি আততায়ীর হাতে হয় তাহলে এর চেয়ে সুখকর বিষয় আর কি হতে পারে। ব্রিটিশদের এর চেয়ে ভালো মৃত্যু আর কেও আশা করে না।আলী রহঃ, উমর রহঃ এর মতো লোকরাই স্বাভাবিক ভাবে মরতে পারে নাই। সেখানে এরা তো পাপিষ্ঠ নস্বি!

যাই হোক, যেহেতু বলছিলেন সিরিয়াস না তাই তবুও কিছুটা বিশ্বাস করনের জন্য লজিক খুজলাম কোনো অলৌকিকতার অস্তিত্ব আসলেই মহাবিশ্বে আছে কিনা। দুঃখের সাথে বুঝলাম, দেয়ার ইজ নো মিরাকল ইন দিস ইউনিভার্স!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহাহা, কুনোমিনাতি তত্ত্ব এসে গেছে, ইলুমিনাতি তত্ত্বের ভবিষ্যৎ অন্ধকার :P

অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সবচাইতে বড় ঝড়টা মনেহয় বিনিয়োগকারী লর্ড কারনাভানের ফ্যামিলির উপর দিয়েই গিয়েছে। দেয়ার ইজ নো মিরাকল ইন দিস ইউনিভার্স! মিরাকলই যদি থাকতো তাহলে বিজ্ঞানের তত্ত্বগুলো এতটা উন্নতি সাধন করতে পারতো না। অনেকের কাছে কম্পিটার জিনিষটাই মিরাকল কিন্তু বাইনারীর হিসাব জানা মানুষদের কাছে এ শুধুই সাধারণ ফলিত বিজ্ঞান।

শুভ কামনা :)

৫১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

শান্তির দেবদূত বলেছেন: ভাল পোষ্ট, আপনার লেখার মধ্যে একটা সাবলীল ভাব আছে যে কারনে একটানে পড়ে ফেলা যায়।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: প্রশংসূচক মন্তব্য অনুপ্রেরণা জোগায়। অনেক কৃতজ্ঞতা দেবদূত ভাই। দেরীতে উত্তর দেয়ার জন্য ক্ষমা প্রার্থী। গত কয়েকদিন ব্লগে অনিয়মিত উপস্থিতিই প্রত্যুত্তরে দেরীর কারণ।


শুভ কামনা

৫২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি এই পোষ্টে আগে কমেন্ট দেই নাই! ছিঃ

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে এসেছেন এটাই অনেক। মন্তব্য মুখ্য নয় :)

৫৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
চমৎকার এক্সক্লুসিভ একটা পোস্ট। ভালো লাগলো!

++++++++++

তবে তুতেনখামেনের ছবিটা ভালো লাগেনাই। রাজা বাদশাদের ছবি আরেক্টু ভালো করতে পারত। বিজ্ঞানী ও শিল্পীগুলারে মাইনাস

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভ্রাতা :)


সত্যি বলতে কি তুতেনখামেনের ছবিটি আমারো ভালো লাগেনাই।

৫৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

স্বপ্নসমুদ্র বলেছেন: পোস্ট ভালা পাইছি। ছবিগুলা ভালো লাগছে। এখন যদি লিঙ্ক গুতা দিয়া মমির অভিশাপে মরি আপনারে এসে ভয় দেখাবো।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: গুতা দিয়ে ঢুকে পড়ুন। ডর কে আগে জিত হ্যাঁয় :P

৫৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

বাগসবানি বলেছেন: মনে হইতেছে আমারেও মমি অভিশাপ দিছে । ছবিটা দেখার পর, অসুস্থ লাগা শুরু হইছে ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে তো চিন্তার কথা :(


এখন সুস্থ বোধ করছেন কি?

৫৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

বাগসবানি বলেছেন: তা করছি । মমির গল্প আমার পড়তে ভালই লাগে । আপনারটাও কম ইন্টারেস্টিং না ! অনেক নতুন তথ্য পাওয়া গেল ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: মমি বা প্রাচীন মিশরের মিথ বা ফারাওদের নিয়ে গল্পগুলো আসলেই চমৎকার। আমারো অনেক ভালো লাগে। কেমন একটা রহস্যময়তা।

৫৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: .... আপনার লেখার মধ্যে একটা সাবলীল ভাব আছে যে কারনে একটানে পড়ে ফেলা যায়।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন: প্রশংসূচক মন্তব্য অনুপ্রেরণা জোগায়। অনেক কৃতজ্ঞতা দেবদূত ভাই। দেরীতে উত্তর দেয়ার জন্য ক্ষমা প্রার্থী। গত কয়েকদিন ব্লগে অনিয়মিত উপস্থিতিই প্রত্যুত্তরে দেরীর কারণ।


পাঠে কৃতজ্ঞতা সাইবার অভিযত্রী :)

৫৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন কুনো ব্যাঙ :)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই :)

৫৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

ড. জেকিল বলেছেন: শুভ জন্মদিন কুনোব্যাঙ, সুন্দর পোস্ট। ছবি গুলো অনেক সুন্দর।

যদি কোনদিন সামনা সামনি এসব দেখতে পারতাম!!!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়। আশাকরি একদিন আপনার মনোবাসনা পুর্ণ হবে :)


শুভেচ্ছা ও মন্তব্যে অনেক কৃতজ্ঞতা :)

৬০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ জন্মদিন !:#P !:#P !:#P !:#P

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস স্নিগ্ধ শোভন আর শুভেচ্ছা পোষ্টের জন্য আরেকটি স্পেশাল থ্যাঙ্কস :)

৬১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

নতুন বলেছেন: মিশর যাইতেই হইবো মরার আগে...... পিরামিড আর ঐসব মমি দেখতে হবে..

বাকেট লিস্টে রাইখা দিসি কবে যে পুরন হইবো...

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই যাইবেন, ইয়ে মানে যাওয়ার সময় আমারেও নিয়া যাইয়েন। আমারো বিশাল ইচ্ছা মিশর যাওয়ার :P

৬২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

মনে নাই বলেছেন: শুভ জন্মদিন।

মমির কাহিনী পড়তে সবসয়ই ভালো লাগে।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ইতিহাস সৌন্ধর্য্য রহস্য সব একসাথে। আসলেই দারুণ :)


শুভেচ্ছায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

৬৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

জুন বলেছেন: শুভ জন্মদিন কুনো :)

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন:

৬৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

আমিজমিদার বলেছেন: প্রিয়তে ঢুকাইলাম!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: আদি ভৌতিক কাহিনী , নতুন পোস্ট কই
গ্যাঙ্গর গ্যাং

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: দিমু ভাই কিন্তু আইলসেমি লাগে খালি :(

৬৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু! সেই সংগে মন্তব্য অবশ্যই।


ভাল থাকবেন। ধন্যবাদ!

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: ওকে :)


আপনিও ভালো থাকুন

৬৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

বাধা মানিনা বলেছেন: একটা জিনিস বুঝলাম না। তুতেন খামেন নারী নাকি পুরুষ ছিল?

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: পুরুষ। তবে ঠিক পুরুষ না বলে কিশোর বলাই ভালো। কিশোর বয়সেই রাজা হয়ে কিশোর বয়সেই তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুটি খুব সম্ভব হত্যাকান্ড ছিলো।

৬৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

শায়লা িসিদ্দক বলেছেন: ভাল পোষ্ট :)
এতদিন শুধু কাহিনীটা জানতাম,আজকে ছবি দেখলাম :)

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)



শুভ কামনা :)

৬৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:২০

রাসেলহাসান বলেছেন: বেশ ভয়াবহ!!
তথ্য সমৃদ্ধ পোষ্ট! ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: কোন এক বিচিত্র কারণে প্রাচীন মিশরের সেই আদি থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সবকিছুর মধ্যে কেমন জানি শুধুই রহস্য।

৭০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৮

অগ্নিপাখি বলেছেন: এক কথায় অসাধারণ।
অনেক ভালো লাগলো।
পোস্ট প্রিয়তে এবং ++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: আন্তরিক মন্তব্যে ভালোলাগা টুকু বুঝে পেলাম :)


অনেক ধন্যবাদ আপনাকে

৭১| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

নীল জোসনা বলেছেন: এই রকম অসাধারন লেখা পড়ার জন্যই সামুতে বার বার লগ ইন করি ।
আপনাকে ধন্যবাদ বললে কম বলা হবে ।
ভালো থাকুন সব সময়।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।


আপনিও ভালো থাকুন অনেক অনেক ।

৭২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন আয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.