নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শৃঙ্খলিত শব্দাবলি

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০





শব্দশিকারি ছুটে যায়, শিকারকে শৃঙ্খলিত করবে বলে

ছুটে চলা শব্দ পালায়, শিকারি থেকে দূরে, দূর অতলে।

শিকারি করেছে পণ আজ কবির বেশে ধরবেই তাকে

কবি ছুটে যায় দূর থেকে দূর নিরুদ্দেশে, অজানার বাঁকে।



শিকার করো, শিকারির বেশে লিপি চিত্রিত করো,

তৃষ্ণার্ত চাতকের মতো শব্দমালা খুঁজে ফেরো

শৃঙ্খলিত করো, যে শব্দ পালিয়ে যায় তাকে ধরো।



গহিন থেকে গহিনে যাও, যাও তল থেকে অতলে

যেখানে শব্দ ছুটে বেড়ায় বিচ্ছিন্ন দ্বীপের মতো

তাকে ছন্দে সাজাও, আছে শব্দমালা যতো

শৃঙ্খলিত করো ভালোবাসা বিরহ বিদ্রোহের ছায়াতলে।



যে শব্দ হারিয়ে যায়, হারিয়েই তো যেতো

অতলের ঠিকানায় সে লেখা চিরতরে লুকাতো,

পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে

কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে!!



============



(কবিতাটি কবি জয় গোস্বামীর "হৃদি ভেসে যায়" কবিতার অনুপ্রেরণায় লেখা। কবিতার শেষ দুই লাইন উক্ত কবিতা থেকে সংগৃহীত।)





উৎসর্গঃ বাংলা ব্লগের সকল কবিকে। যারা ইন্টারনেট নামক এই গ্লোবাল ভিলেজে বাংলা ভাষাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং সমৃদ্ধ করছে প্রতিনিয়ত। একই সাথে আমাদের বোধের অতল স্পর্শ করে তুলে আনছে আমাদেরই হাসি কান্না ভালোবাসা বিরহ আবেগ। আন্দোলিত হচ্ছি আমরা।





পরিশেষে কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা কবীর সুমনের একটি গান। কথার যাদুতে যে গান হয়ে উঠে সকল কবির জন্য প্রার্থনা।









** সংযোজিত ছবিসুত্রঃ ফ্লিকার

মন্তব্য ৮০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!

১৫ ই মে, ২০১৪ রাত ৯:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: জয় গোস্বামীর কবিতা থেকে এই লাইন দুটো নিয়েছি।


মন্তব্যের জন্য অনেক ধন্যাব্দ :)

২| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

চমৎকার কবিতা।

গান সংযোজন পোস্ট কে আরো দূর্দান্ত করলো।

১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই :)

৩| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:২২

*অর্জুন* বলেছেন: বাহ.. ভাল লাগলো। :D

১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৪

শুঁটকি মাছ বলেছেন: কবিতা ভালা হইছে! :)

সুন্দর একটা গান শেয়ার করার জন্য এতগুলা ধন্যবাদ!

১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: তোমারেও এতগুলা ধন্যবাদ :)

৫| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:৪৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা। গানটা শনেছিলুম।

১৫ ই মে, ২০১৪ রাত ১০:১৪

*কুনোব্যাঙ* বলেছেন:

অনেক ধন্যবাদ ঢাকাবাসী :)

৬| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:৫১

অন্ধবিন্দু বলেছেন:
গহীন থেকে গহিনে যাও, যাও তল থেকে অতলে
কবিতা ভালো লেগেছে, কুনোব্যাঙ।
খুঁজে ফেরা’কে স্বাগত জানাই ...

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। কবি খুঁজে ফিরুক শব্দ রাশিরাশি

৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: *কুনোব্যাঙ* ,




শব্দ শিকারীরা চিরটাকালই শব্দ শিকার করে ফিরেছে , ফিরছে ... ফিরবে !

শব্দ শিকারীরা সারাটি জীবন লিপি চিত্রিত করে গেছে, শব্দামালা খুঁজে মরেছে, শৃঙ্খলিত করেছে সেই সব শব্দকে যে শব্দ পালিয়ে ছিলো এককালে।

তেমন কবি জলে ভেসে যায়না বরং অলকানন্দার জল তুলে আনে আঁজলা ভরে । যেমন আপনিই এখানে তুলে এনেছেন এই কবিতায়।

শব্দের কারিকুরি নিয়ে আমার একটি লেখা আপনার কথাই যেন বলে গেছে এখানে --- Click This Link

শুভেচ্ছান্তে ।

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: শব্দ শিকারীরা চিরটাকালই শব্দ শিকার করে ফিরেছে , ফিরছে ... ফিরবে ! শব্দের গহীনে তলিয়ে যাওয়া যেখান থেকে আর ফেরা যায়না সেটা তো এক প্রকার মরণই! একের পরে এক শব্দ তুলে আনছে সাজাচ্ছে কিন্তু কবি কি উঠে আসতে পারছে সে শব্দ শিকারের নেশা থেকে!

সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই।

৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:১০

ভারসাম্য বলেছেন: কবিরা কেবল পুরনো শব্দ শিকারই করেন না, নতুন নতুন শব্দ সৃজনও করেন। শৃঙ্খলিত শব্দকে কবিতার বনে অবমুক্তও করেন।

আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে, তবে উপরে বলা কথাগুলোর ভাবযুক্ত একটা লাইনও ঢোকানো যায় কি না, বিবেচনা করে দেখতে পারেন। ;)

+++

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: কবিগণের হাত ধরে শব্দের সংযোজন বিয়োজনই বাংলা ভাষাকে সমৃদ্ধ করে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশৃঙ্খল শব্দমালাকে নিয়ে আসছে শৃঙ্খলার বনে।

অবশ্যই আপনার কথাটুকুও থাকবে :)

৯| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৫

মামুন রশিদ বলেছেন: কুনোব্যাঙ গান রেখে কবিতা ধরলে খামারীর উঠতি কিশোরী আড়মোড়ে পাপড়ি নাচায় !!


বিস্ময়াভূত.. শক কাটলে আবার ফিরব ।

১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার ফিরে আসার অপেক্ষায় রইলাম শ্রদ্ধেয় মামুন ভাই :)

১০| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আচ্ছা ধরুন শব্দ ছাড়া যদি কবিতা লেখা যেতো তাহলে কেমন হতো ?

কবিতার সৃষ্টি কবে থেকে বলতে পারেন; ভাষা সৃষ্টির আগে থেকেই কি কবিতার জন্ম ?

যদি বলি হ্যাঁ মানুষ সৃষ্টির প্রথম থেকেই কবিতার জন্ম যখন ভাষার জন্ম হয়নি সেই তখন থেকেই মানুষ কবিতা চর্চা করে আসছে তাহলে কি দাঁড়াবে। মানুষ একসময় কবিতা লিখতো শব্দ ছাড়া। পাহাড়ের দেয়ালে খোদাই করে চিত্র অংকন করতো যা হয়ে উঠত এক একটি বিমূর্ত কবিতা।

তারপর এলো ভাষা। সেই সাথে কাব্যরূপ বদলে গেল। আমরা বাংলা কবিতায় রবীন্দ্রনাথ ও নজরুল এর সময়কার কবিতা যদি দেখি দেখবো শব্দের বহুরুপী ব্যবহার কিন্তু ঠিক জীবনানন্দ এসে সেই শব্দকে করে তুললেন সহজ আঁকারে। আমি মনে করি একমাত্র কবিতাই হচ্ছে শব্দ তৈরির কারখানা। যেখানে প্রচলিত শব্দের বাইরে এসে নতুন কিছু সৃষ্টি করাতেই সার্থকতা। তাই ব্যকরনের বিবিধ রত্ন ভান্ডার না হাতরে মনের অলিগলিতে যাই আসুক তাই দিয়ে রচিত হোক কবিতা। কারন কবিতা হচ্ছে মানুষের অন্তর্গত ভাবের বহিঃপ্রকাশ।

কবিতা ভাল হইছে কুনো ভাই। অনেক কথা বলে ফেললাম ক্ষমা করবেন। শুভেচ্ছা অগনিত।

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: মানুষের সহজাত নান্দনিক বোধই তো কবিতা! যে মানুষটি দিগন্তে তাকিয়ে প্রথম উদাস হয়েছিলো সেই তো প্রথম কবি! শব্দ ভাষা এতো শুধু প্রকাশের মাধ্যম মাত্র!

একমাত্র কবিতাই হচ্ছে শব্দ তৈরির কারখানা। যেখানে প্রচলিত শব্দের বাইরে এসে নতুন কিছু সৃষ্টি করাতেই সার্থকতা। তাই ব্যকরনের বিবিধ রত্ন ভান্ডার না হাতরে মনের অলিগলিতে যাই আসুক তাই দিয়ে রচিত হোক কবিতা। কারন কবিতা হচ্ছে মানুষের অন্তর্গত ভাবের বহিঃপ্রকাশ।

অনেক অনেক ধন্যবাদ কান্ডারি ভাই

১১| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত লিখেছেন কুনো !
গান টি পোষ্ট সমৃদ্ধ করেছে অনেকাংশে !

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি :)

১২| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। প্রবাসী জীবন কেমন কাটছে?

১৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৭

জেরিফ বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো ।

শব্দ আর যাই :!> :!> হোক কবিতা হবে না ।

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: কবির হাতে পড়লেই কবিতা হয়ে যাবে :দ

১৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৭

একজন ঘূণপোকা বলেছেন: ছবি-গান-কবিতা, সব মিলিয়ে অসাধারণ।


কে বেশি পাগল, কবি না কবিতা
দরকার নেই জানার।।

*****

গহীন থেকে গহিনে যাও, যাও তল থেকে অতলে
যেখানে শব্দ ছুটে বেড়ায় বিচ্ছিন্ন দ্বীপের মতো
তাকে ছন্দে সাজাও, আছে শব্দমালা যতো
শৃঙ্খলিত করো ভালোবাসা বিরহ বিদ্রোহের ছায়াতলে।

*****

পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!


৪র্থ প্লাস

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন:

কে বেশি অবুঝ, কবি না কবিতা
পদ্যের দায় নেই হিসেব দেবার


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা একজন ঘূণপোকা :)

১৫| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৭

বিদ্রহীসূত বলেছেন: গানটি অনেক শুনেছি কিন্তু জানতাম না যে, এটি শক্তি চট্টপাধ্যায়কে নিয়ে লেখা। কবিতা, গান, উৎসর্গ সব মিলিয়ে দুর্দান্ত। খুব উপভোগ করলাম। অনেক ধন্যবাদ।

১৫ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টে আসায় আপনাকেও অনেক ধন্যবাদ

১৬| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি দারুণ কবিতা দ্বারা অনুপ্রাণীত হইছেন। আপনার কবিতা ভালো লেগেছে। গানটা শোনতে পারলাম না। স্পিকার নষ্ট।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আমার প্রিয় কবিতাগুলোর একটি।

আপনার জন্য গানটির লিরিক সংগ্রহ করলাম। খুব সম্ভব শোনা গান।

কে বেশী পাগল কবি না কবিতা
দরকার নেই সে হিসেব দেবার
ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার

কে বেশি মাতাল কবি না কবিতা
মহুয়া র দায় নেই খবর দেবার
ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার

কে বেশি ক্লান্ত কবি না কবিতা
কে বেশি ক্লান্ত কবি না কবিতা
কবিতার ক্লাস শেষ এবারের মতো
কে বেশি বোঝাবে কবি না কবিতা
বাউন্ডুলে তা কোন ছন্দে বোঝাত

কে বেশী অবুঝ কবি না কবিতা
পদ্য র দায় নেই হিসাব দেবার
ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার

১৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা ++

১৬ ই মে, ২০১৪ রাত ১২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু

১৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ওয়াও!!!
দারুণ কবিতা ভাইয়া :)
গানটা আমি আজকেই প্রথম শুনলাম
তবে ভালো লেগেছে

১৬ ই মে, ২০১৪ রাত ১২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: গানটা সত্যিই অনেক সুন্দর :)

১৯| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১২

দ্য ইলিউশনিস্ট বলেছেন: গহীন থেকে গহিনে যাও, যাও তল থেকে অতলে
যেখানে ছুটে বেড়ায় বিচ্ছিন্ন দ্বীপের মতো
তাকে ছন্দে সাজাও, আছে শব্দমালা যতো
শৃঙ্খলিত করো ভালোবাসা বিরহ বিদ্রোহের ছায়াতলে

অসাধারণ!

১৬ ই মে, ২০১৪ রাত ১২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ দ্যা ইলিউশনিস্ট

২০| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: প্রতিটি লাইন সুন্দর। অর্থের বিশালতা ব্যাপক। ভাল লাগল।



গানটি সেই কলেজ জীবন থেকেই শুনে আসছি।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা। মধ্যে আপনাকে মনেহয় বেশ কিছুদিন দেখিনি। আমারই ভুল নাকি আসলেই কিছুটা অনিয়মিত ছিলেন?

২১| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তৃষ্ণার্ত চাতকের মতো শব্দামালা খুঁজে ফেরো
শৃঙ্খলিত করো, যে শব্দ পালিয়ে যায় তাকে ধরো।


কবিতায় অনেক অনেক ভালোলাগা ! ++

তবে শিকারি ও শিকার শব্দের ব্যাবহারে আধিক্য মনে হয়েছে !

আমার 'পরিযায়ী শব্দেরা'...! কবিতাটি পড়বেন সময় হলে ।

অনেক ভালো থাকুন সবুজ ব্যাঙ ।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: শিকারী, শিকার এবং শৃঙ্খল এই তিনটি শব্দের আধিক্য রয়েছে। কিছুটা সচেতন ভাবে আধিক্য রাখলেও পোষ্ট দেয়ার পর মনে হচ্ছে আধিক্যটা আরেকটু কম হলে ভালো হতো।

আপনিও অনেক ভালো থাকুন স্বপ্নচারী গ্রানমা

শুভ কামনা :)

২২| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই।

২৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! সুন্দর লিখেছেন তো। আপনি যে কবিতাও লিখতে পারেন জানা ছিল না। বেশ ভালো লেগেছে। চমৎকার। গানটা দেয়াতে পোষ্ট প্রেজেন্টেশনটা দারুন লাগল।

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ কা_ভা ভাই। আপনি আগেই ঠিক জানতেন, আমার কবিতার হাত নেই। দুই লাইন লিখতে আমার দশটা কলম ভাঙ্গে। ব্লগে এটি আমার দ্বিতীয় কবিতা।

২৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
ওয়াও !!!

১৬ ই মে, ২০১৪ রাত ১২:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P

২৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:০৫

সায়েদা সোহেলী বলেছেন: কে বেশি পাগল ?
কবি না কবিতা ?

কবিতা কে পাগল বলবো !! সে সাধ্যি কার ?
কবিকে পাগল বলা যায় ,সহসাই
উস্কে দেওয়া যায় পাগলামি
যে পাগলামিতে তে সৃষ্টি হয় কবিতা

শৃঙ্খলিত শব্দে ছন্দ আছে কি নেই , সে ভাবনা কার ??
অতল গহীনে হারিয়ে যাওয়ার পথ থেকে বেঁচে তো গেল
কিছু ভালোবাসা বিরহ শব্দ

আমি এই গান টা এই প্রথম শুনলাম !! যদিও আমাই সুমনের গান অনেক শুনি । ধন্যবাদ ব্যাঙ

পোস্ট এ +++ :)

১৬ ই মে, ২০১৪ রাত ১:০১

*কুনোব্যাঙ* বলেছেন: কবিকে পাগল বলা যায় ,সহসাই
উস্কে দেওয়া যায় পাগলামি
যে পাগলামিতে তে সৃষ্টি হয় কবিতা।

ঠিক বলেছেন আপু। কবির পাগলামী না থাকলে আমাদের বোধকে স্পর্শ করবে কে! অতলে হারিয়ে যেতে বসা শব্দাবলীকেই বা কে উদ্ধার করবে!

প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা আপু :)

২৬| ১৬ ই মে, ২০১৪ রাত ১:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক অনেক বার শোনা গান। অনেক ধন্যবাদ কুনোব্যাঙ :)

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কবি :)

২৭| ১৬ ই মে, ২০১৪ রাত ২:০৮

আরজু মুন জারিন বলেছেন: শব্দ শিকারী ছুটে যায়, শিকারকে শৃঙ্খলিত করবে বলে
ছুটে চলা শব্দ পালায়, শিকারী থেকে দূরে, দূর অতলে।
শিকারী করেছে পণ আজ কবির বেশে, ধরবেই তাকে
কবি ছুটে যায় দূর থেকে দূর নিরুদ্দেশে, অজানার বাঁকে।.. :-* :)

প্রথম প্যারাটি বেশ লাগল পড়তে।ধন্যবাদ কবি।শুভেচ্ছা রইল।

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: পাঠে ও মন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

২৮| ১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪

ফা হিম বলেছেন:
কত কত কবিতার লাইন আসে আর চলে যায়। ভালো লাগছে কবিতা।

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: কবিতার লাইন আসে আর চলে যায় আর শব্দে ছন্দে ঊর্মিমালার মতো আন্দোলিত হই আমরা।

২৯| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৩

জুন বলেছেন: শিকার করো, শিকারীর বেশে লিপি চিত্রিত করো,
তৃষ্ণার্ত চাতকের মতো শব্দামালা খুঁজে ফেরো
শৃঙ্খলিত করো, যে শব্দ পালিয়ে যায় তাকে ধরো।

অনেক ভালোলাগা কুনো
+

১৭ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস আপু অনেক অনেক :)

৩০| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:০২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো।

১৮ ই মে, ২০১৪ রাত ১২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ

৩১| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: ভালো হয়েছে, ভালো লাগল, ++ অথবা কবিতার ভালোলাগা লাইন গুলো তলে দিলে আপনি বলবেন ''আমি জানতাম, কবিতা না পড়ে না বুঝে সবাই এইগুলো লিখে যায়'' ;)


কে বেশি অবুঝ, কবি না কবিতা নাকি পাঠক
কারো দায় নেই অত হিসেব দেবার.............!!!

১৮ ই মে, ২০১৪ রাত ১২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: আবার কবিতা পোষ্টে তাছাড়া মন্তব্য করার তেমন কিছু থাকেও না। :D


কে বেশি অবুঝ, কবি না কবিতা নাকি পাঠক
কারো দায় নেই অত হিসেব দেবার.............!!!


অনেক ধন্যবাদ সাবির ভাই :)

৩২| ১৭ ই মে, ২০১৪ রাত ১:১২

সাদরিল বলেছেন: ছন্দবদ্ধ কবিতা ভালো লাগে

১৮ ই মে, ২০১৪ রাত ১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! কবিতাটা তো চমকদার! :)

১৮ ই মে, ২০১৪ রাত ১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: পাঠে কৃতজ্ঞতা :)

৩৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৪৬

যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট!!
কবিতার সাথে ভিডিও...
পোষ্টে প্লাস++

১৮ ই মে, ২০১৪ রাত ১:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই :)

৩৫| ১৮ ই মে, ২০১৪ রাত ৮:৩৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে

চমৎকার । গানটা শুনিনি আগে । ধন্যবাদ এতো সুন্দর গানটি শেয়ার করার জন্য । :)

২২ শে মে, ২০১৪ রাত ১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: গানটি আমারো অনেক পছন্দের ।


মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ :)

৩৬| ২২ শে মে, ২০১৪ রাত ১:৩৭

আমি সাজিদ বলেছেন: মাল্টিট্যালেন্টেড কুনো দা।একটানে পড়ে ফেললাম।

২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, যদিও ব্যাপারটা সত্যি নয় তবুও মন্তব্যে আপ্লুত হলাম মানুষের সহজাত প্রবণতার কারণে :)

৩৭| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ লাগল, সবটাই।

২৩ শে মে, ২০১৪ রাত ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় বৈজ্ঞানিক :)

৩৮| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:২১

আমি তুমি আমরা বলেছেন:




পড়ে রইল যে! পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে !!

দশম ভাল লাগা রইল :)

২৬ শে মে, ২০১৪ রাত ১২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ রইলো অনেক অনেক :)

৩৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:০৪

আমার আমিত্ব বলেছেন: আমার মনে হয় আমি কবিতা কম বুঝি। তবে পড়তে ভালো লাগে।

কিন্তু আমার কাছে মনে হচ্ছে কবিতা টা অনেক ভালো হয়েছে।

০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, অনেক ধন্যবাদ ভাই :)

৪০| ২৫ শে জুন, ২০১৪ রাত ৩:১৭

নাহিদ রুদ্রনীল বলেছেন: কবিতায় মন ছুঁয়ে গেছে ।

৪১| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: শব্দাবলীতে শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.