নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনার ব্লগের একটি সুন্দর শিরোনাম এখানে লিখুন :\'(

পথচারী শিশুদের বন্ধুূ

মামুনএক্স৫৯০@জিমেইলডটকম

পথচারী শিশুদের বন্ধুূ › বিস্তারিত পোস্টঃ

"হুজুর মানুষ অইয়া অততা তুকাও কিতা বা"

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

গতরাত্রে গিয়েছিলাম এক মুদির দোকানে। প্রথমেই সালাম করে ভিতরে প্রবেশ করে জিজ্ঞাস করলাম #Surf_Excel আছে? দোকানের ছেলেটা এগিয়ে এসে বলল জ্বি আছে।আমি বললাম আমাকে ২টা দেন। তারপর সে একগাদা #Surf_Excel এর মাঝে কি যেনো খুজতে লাগলো। তখনি আমার চোখে পড়লো কিছু ২নাম্বার #Surf_Excel এর দিকে যে গুলোর নাম #Super_Excel। তখন আমি বললাম ভাই এগুলো আমার লাগবেনা। তখন ছেলেটা বলল ভাই আমি আপনার জন্য ১নাম্বার টা ই খুজছি এই বলে সে আমাকে ২টা ১নাম্বার #Surf_Excel বের করে দিলো। এদিকে দোকানের মহাজন আমাকে লক্ষ করছিলেন। কিন্তু আমি তা খেয়াল করিনি। অবশ্য পরে বুঝতে পেরেছি যে তিনি আমাকে লক্ষ করছেন। তারপর আমি ক্লিয়ার ম্যান শ্যাম্পু চাইলাম, দোকানের ছেলে বলল ভাই ক্লিয়ার ম্যান নাই এগুলা আছে বলে আমাকে কিছু বাজে কোম্পানির শ্যাম্পু দেখালো। তখন আমি ভাই আমার ক্লিয়ার ম্যান লাগবে বলে টাকা দিতে যাবো ঠিক তখনি ক্যাশ কাউন্টারে বসে থাকা দোকানের মহাজন মুরুব্বি চাচা বলে উঠলেন যে #হুজুর_মানুষ_অইয়া_অততা_থুকাও_কিতা_বা (হুজুর হয়ে এতো খুঁজাখুঁজি করো কেনো?)
আর তখন আমিও উনার মুখের উপর অনেক কিছু বলে দিয়েছি। যার কারনে উনার সুন্দর চেহারাখানা কাকের চেহারার মতো কালো হয়ে গেলো এবং উনি আর কিছু বলার ভাষা খুজে পেলেননা।উনি যেনো বোবা হয়ে গেলেন।

দোকান থেকে আমি বের হয়ে মনে মনে ভাবলাম সামান্য ক্লিয়ার ম্যান চাওয়াতে যদি চাচার রিএকশন এই হয় তাহলে উনি যদি আমার ড্রেসিং টেবিলের সামনে একবার দড়ান তাহলে তো উনি স্ট্রোক করে মারা যাবেন।

এটা ছিল গতরাতের ঘটনা



প্রায় মাস দুএক আগে বিক্রয় ডট কম এর মাধ্যমে আমার পরিচিত একজনের জন্য একটা সেকেন্ডহ্যান্ড মোবাইল কিনতে গিয়েছিলা। তো আমি মোবাইল টা ভালো ভাবে উল্টিয়ে পালটিয়ে দেখছিলাম আই মিন যেভাবে সেকেন্ডহ্যান্ড মোবাইল দেখতে হয়। তখন পাশে বসে থাকা ভদ্রলোক বলে উঠলেন হুজুর প্রয়োজনের তুলনায় অনেক পেকে গেছেন। তখন আমি বললাম হুজুরদের ও এদিক সেদিক কিছু জানা আছে। সাথে বেটাকে আরো কিছু ফ্রি এডভাইস দিলাম।

আজকালকার ম্যাংগো পাবলিক গুলা হুজুরদেরকে কি মনে করে? হুজুররা কি ভিন্ন গ্রহের প্রাণী নাকি? যে হুজুররা সাধারণ মানুষের মতো এই জিনিষ গুলা ব্যাবহার করতে পারবেনা? কোন কিছু কিনতে হলে ভালভাবে দেখে শুনে কিনবে না? আইটি বা অন্যান্য ট্যাকনিকাল বিষয় সম্পর্কে জানতে পারবে না? নাকি তারা মনে করে হুজুররা একেবারেই অকর্মা? হুজুররা কিছুই জানে না।

আচ্ছা হুজুরদের প্রতি ম্যাংগো পাবলিক গুলার এইসব ধারণার জন্য আসলে কে দায়ী?
১: এই অকর্মা ম্যাংগো পাবলিক গুলা?
২: নাকি আমরা হুজররা?
৩: না অন্য কোন কিছু?
প্রশ্ন রয়ে গেলো পাঠকদের কাছে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হুযুর মানুষ মসজিদে থাকবেন, ওয়াজ-নসিহত করবেন। বাইরে এত সময় দিলে হবে?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ভায়া বাইরের জগতটা কি হুজুরদের জন্য নয় নাকি?

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মিডিয়া দায়ী।।। আর কিছু ফাউল লেখক। যারা বলে মদ্রাসায় পড়া লেখা হয়না। যারা পড়ে তারা মুর্খ।


আসলে কথাটা ঠিক না। আমার দেখা অনেক মাদ্রাসার ভাই ই কম্পিউটার সম্পর্কিত ভালো জ্ঞান রাখে। এবং কি আউট শোর্সিং করে লাখ টাকা ইনিকাম করে। কম্পিউটার এর ইঞ্জিনিয়ার আছে। আসলে আমরা আমাদের ভাবনা গুলো এতো নোংড়া করে ফেলেছি। যে হুজুরদের মানুষ ভাবতে চাইনা। এটা এক ধরনের বোকামি।


এটা ওইসব খারাপ নোংড়া মনের লেখদের জন্যই হয়েছে।

তবে ব্যক্তিগত ভাবে আমি এমনটা ভাবিনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ধন্যাবাদ।
আপনার সাথে একমত। তবে আমি এতটা এক্সপার্ট নই কিন্তু এমন ও কিছু হুজুর আছেন যাদের কাজ দেখলে চোখ কপালে উটে যায়

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার ভাবনা আধুনিক কিন্তু বেশিরভাগেরই পুরনো আমলের। সমস্যা তো সহ্য করতেই হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য কিন্তু এটাও তো মানতে হবে যে এখন আর আগের যোগ নেই সবাই একরকম না তাছাড়া মানুষের চলাফেরা কিংবা চেহারা দেখলেই তো বুঝা যায় যে কে কোন পথে চলতেছে

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: দিনদিন হুজুররা ভয়ঙ্কর হয়ে উঠছে।

টঙ্গীর ঘটনা থেকে আমাদের সাবধান হতে হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ভাই আপনি মনে হয় টংগি ময়দানের বিষয় টা ভালভাবে জানেন না।
আগে বিষয় টা ভালভাবে জানুন। তার পর বুঝবেন এই ঘটনার জন্য আসলে কারা দোষী এবং কারা এই ঘটনা ঘটিয়েছে।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: হুজুরেরা আধুনিক পৃথিবীতে বসবাস করে ,আধুনিক জীবনের সব সুবিধা ভোগ করে ( যাতে তাদের বিন্দুমাত্র অবদান নেই ) কিন্তু চিন্তা চেতনা মন মানসিকতায় চৌদ্দশ বছর আগের দুনিয়ায় পড়ে আছে। ওয়াজ নসিহত, খতম ,কূলখানি পড়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে ম্যাংগো পাবলিকরা এত গুরুত্ব কেন দিবে ?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: আপনি বাহির থেকে হুজুরদের দেখছেন, পজেটিভ ভাবে দেখুন। মাওলানা ভাসানি, তর্কাবাগিস সহ আরো অনেক আলেমের কাছে আজকের আধুনিক বাংলা সৃষ্টিকারীরা চিরঋণী।

আপনার নিকট অনুরোধ, একটু পজেটিভলি ভাবুন, আর নিজে সুস্থ থাকুন। শুভকামনা আপনার জন্য।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: টংগি ময়দানে হুজুর রা না।। সব দোষ ওই ঢাকাত গুলার। সারাজীবন চুরি চামারি। বাটপারি মারামারি করেছে। আর একবার চিল্লা লাগাইয়া ভালো মানুষ সাজে। হারামি গুলাই সন্ত্রাসী।।। আসলে হুজুররা তাবলীগ নিয়া মারামারি করে নাই। সমস্যা তাবলীগের মুরুব্বি টাইপের নকল লোক গুলা। এরা হুদাই হুজুর সাইজা গুরব। আর পাঞ্জাবী পইরা সিগারেট খাইব। আর বদনাম হয় হুজুরের

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: এই লোকগুলা পোশাক পাল্টালেও চরিত্র পালটায় নি।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পোসাক পাল্টালেই যদি মানুষ ভালো হয়ে যেত। তাইলে সব কাক পেখম লাগিয়ে ময়ুর হয়ে যেত

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: হুম

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

বলেছেন:

আমার মতে হুজুারাই সবচেয়ে সুশীল, আধুনিক, প্রগতিশীল ----

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বেকার চিকিৎসক ও প্রকৌশলীরা। আর বেকারত্বের দিক থেকে তৃতীয় অবস্থানে আছেন স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। চিকিৎসকদের বেকার থাকার কোনো সুযোগ নেই। কারণ তারা রোগী দেখেন। আর প্রকৌশলীদের কাজ হলো চাকরিনির্ভর। কিন্তু তার পরেও চিকিৎসকদের মধ্য থেকে মহিলা চিকিৎসকদের অবস্থা আরো ভয়াবহ। তাদের বেকারত্বের হার পুরুষদের তুলনায় বেশি।

যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকদের এই অবস্থা হয় তবে মাদরাসাশিক্ষায় শিক্ষিতদের কী অবস্থা? যদিও একটা খবর অনেক দিন ধরেই প্রচলিত, মাদরাসাশিক্ষা গ্রহণ করে এক বিশাল জনগোষ্ঠী বেকার হচ্ছে কিংবা এই শিক্ষাব্যবস্থা ভবিষ্যতে কী দেবে শিক্ষার্থীদের? কারণ এই শিক্ষাব্যবস্থা বাস্তবমুখী এবং আধুনিক নয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই শিক্ষায় শিক্ষিত যাদের আমরা হুজুর কিংবা আলেম যেই নামেই সম্বোধন করি না কেন, বেশির ভাগ লোক বাস্তবে বেকার জীবনযাপন করছে না। এর তেমন কে নো উল্লেখযোগ্য সংখ্যাও নেই এবং উপরোল্লিখিত রিপোর্টেও এই ধরনের চিত্র পাওয়া যায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর এবং বাস্তব মুখি মন্তব্যের জন্য।
আমার দেখা মতো আজ পর্যন্ত এমন কোন মাদ্রাসা পড়ুয়া পাইনি যে কি না বেকার। বরং মাদ্রাসা পড়ুয়ারা সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ চাকুরী করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.