![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে যেমন বিভিন্ন মতামত প্রকাশ বা লেখালেখির ক্ষেত্রে বিভিন্ন ব্লগ(বাংলা) আছে। তেমনি বিভিন্ন দেশে আছে। কিন্তু আমি জানতে চাচ্ছি কানাডাতে কি এমন ব্লগ আছে? যেখানে ইংরেজিতে লেখা যাবে? বাংলাদেশের ব্লগ গুলোর অনুরূপ হলে ভাল হয়। কারণ বিভিন্ন বিষয় নিয়ে লিখতে চাই। বিশেষ করে বাংলাদেশের পর্যটন নিয়ে লিখতে চাই। কারো যদি জানা থাকে তাহলে সাহায্য করবেন আশা করি।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১
আলমাস১৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে,
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
আমিনুল ইসলাম বলেছেন: আমার জানামতে বিদেশে এমন কমিউনিটি ব্লগিং-এর বিষয়টা খুব একটা জনপ্রিয় না। সেখানে সবাই পারসোনাল ব্লগিং করে থাকেন। কেবল দু'টো কমিউনিটি ব্লগিং সাইট আছে যেগুলো সামুর মতো না (কোনো ফ্রন্ট পেজ নেই যেখানে সবার লেটেস্ট পোস্ট দেখা যায়)। যেমন
http://wordpress.com
http://tumblr.com
এই সাইটগুলোয় ফ্রিতে ব্লগ করতে পারেন। পোস্টে Canada সহ বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড দিন। টুইটারে #Canada সহ রিলেটেড হ্যাশট্যাগ দিন। কানাডার ব্লগারদের খুঁজে বের করে তাদের সাইটে নিয়মিত মন্তব্য করুন। এভাবেই আস্তে আস্তে কমিউনিটি তৈরি করতে পারবেন।