![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র ঝড়ে উড়ে আসা ঢেউ,
বেদনা হয়ে আঘাত করে;
ভিজে বালুকণা তিরে তিরতিরে-
জড়ায়ে রাখে ছোট্ট ঝিনুকটিরে।
ঝড় উত্তর-শীতল তীরে দাড়ায়ে কেউ,
ঐ দূর দিগন্তে তাকায়ে;
হাহাকার করে কি যেন তার শূন্য হৃদয়ে-
নতুন আশাধনু যায় স্বপ্ন স্পর্শ বুলায়ে।
২০/০৩/২০১৩
মিরপুর, ঢাকা
©somewhere in net ltd.