![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হয়তো নই তোমার
আমি নই তোমার না হারাই তোমাতে
না যাই যদিও থাকি আমাতে
হারিয়ে যাই মধাহ্ন্যের জ্বলন্ত মোমের মত
.মিলিয়ে যাই বরফ কনা মত তোমার স্মৃতির সমুদ্রে
জানি তুমি বাসো ভালো, যা খুজে হারাই স্মৃতির আলোর
একটি উজ্জ্বল দীপ্তমান আরোর মাঝে যা সুন্দর স্বপ্নময়তার আবেশে
যাতে আমি থাকবো ,যতদিন স্মৃতির আলোরা রইবে
ভাসিয়ে দাও আমাকে আমাকে তোমার ভালোবাসার আবেগে
আমার সত্তাকে করে দাও অন্ধ ও বধির ভাসিযে নাও ভালোবাসার ঝড়ে…. আমার মরা ও নষ্ট ভাবনার কল্পনার স্বপ্নগুলোকে......... আমাকে আমার মাঝেই হারাতে দাও.... খুজতে দাও আমার আমি কে.................
©somewhere in net ltd.