![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
আসুন এই শব্দটি নিয়ে আলোচনা করি।।
শব্দটি হলো “দাওয়াহ”।
দাওয়াহ এর আক্ষরিক অর্থ হলো আমন্ত্রণ জানানো।।
মানুষকে ধর্মের পথে আমন্ত্রণ জানানো ছাড়াও আপনি কি কখনো কাউকে ডিনারে আপনার ঘরে আমন্ত্রণ জানিয়েছেন? অথবা লাঞ্চ এর সময় ‘আমার ঘরে আসুন...আমরা কথা বলবো’?
এটা কি সম্ভব না যে আপনি কাউকে অপমান করলেন, কাউকে খুব নিচু করলেন, নিজেকে খুবই নগন্য আর মূল্যহীন ভাবতে বাধ্য করলেন আর এরপর তাকে নিজের ঘরে আমন্ত্রণ জানালেন। আপনি নিমন্ত্রণ দিলেও তারা কি আসবে? অসম্ভব, তাই না!
“দাওয়াহ" শব্দটির মর্মার্থ হল আপনার শ্রদ্ধাবোধ, সৌজন্যতা এবং উদারতা আছে অন্যের প্রতি, এতোটাই যে আপনি তাদেরকে নিজের ঘরে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। আর এটাই তো দাওয়াত।
আমরা যদি গোড়ার এই অর্থটি ভুলে যাই আমরা কারও কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে পারব না।।
বিষয়টা তর্ক-বিতর্কের নয়, ঈশ্বরের উপস্থিতি প্রমাণ করার নয়, কোনটা সঠিক কোনটা নয় সেটা বলারও নয়—এসব কিছু অনেক পরের ব্যাপার। প্রথম কাজ হল, এমন মানসিকতা অর্জন করা যা অন্যদের খুব সুন্দর কিছুর প্রতি আহ্বান করবে। যেমন, আপনার ঘরে খুব ভালো রান্না হয়েছে আর আপনি চান সকলের সঙ্গে তা ভাগাভাগি করে নিতে।।
সবাইকে দেওয়ার জন্যে অনেক খাবার রয়েছে। আর কি অদ্ভূত খাবার সেটা...আমরা যত বেশি মানুষকে খাওয়াচ্ছি খাবার কমে না গিয়ে বরং ততই এর পড়িমাণ বেড়ে যাচ্ছে! এজন্যেই শেয়ার করতে চাই কারণ আমি নিজের জন্যেও আরও বেশি চাই, আপনার জন্যেও। এটাই এই ধর্মের সৌন্দর্য।
আমাদের মুসলিমদের এ বিষয়টা ভুলে গেলে চলবে না।।
এটা খুবই দুঃখজনক যে আমরা তা বেমাবুম ভুলেই গিয়েছি।।
contract
©somewhere in net ltd.