নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

সকল পোস্টঃ

অপেক্ষা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০২


কার্তিকের মোহনাতে যে আমার একান্ত বসন্ত
তা কি তুমি বুঝতে পারো?
এক রাশ বাসন্তী হাওয়া হয়ে
দ্রুত ফিরে এসো আমার নগরীতে।
তোমার অপেক্ষায় প্রতিটি প্রহর গুনে চলেছি এই আমি;
তোমার একান্ত...

মন্তব্য১৭ টি রেটিং+৬

অনুকাব্য - ফার্স্ট এইড বাক্স

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২২



মনের মাইগ্রেন সারাইতে
আমার তুমি নামের ঔষধ লাগে!
ফার্স্ট এইড বাক্সখানায়
উথাল - পাথাল কইরা খুঁজলাম।
কোথাও নাই তুমি!

মন্তব্য৮ টি রেটিং+০

ব্যক্তিগত অরণ্য

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫২


একদিন একখানা ব্যক্তিগত অরণ্য হবে আমার,
তারপর হারাবো সবুজাভ নেশার মাঝে।
আমায় খুঁজতে খুঁজতে দিশেহারা হবে তুমি।
পৃথিবীর প্রতিটি কোণে কোণে হণ্য হয়ে খুঁজবে আমায়।
তারপর একদিন পাবে আমায়!
গভীর...

মন্তব্য১৮ টি রেটিং+১

মাধবীলতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪


ভাগ্যিস তুমি আমায়
মাধবীলতার মায়ায়
আটকে ফেলেছিলে।
তা না হলে তো
সেই কবেই বিচ্ছেদের
লাল গোলাপের বিরহ
কাব্য রচনা করতাম।

মন্তব্য২ টি রেটিং+৩

চিঠি

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯


তুমি আমায় একখানা চিঠি দিয়ো
আশ্বিনের কোন এক দিনে।   
যে চিঠির ইতিতে রাখবে
আমার দেওয়া তোমার নামখানি। 
পুনশ্চতে বলে দিয়ো 
কতটুকু অনুভব করেছো আমায় 
দুইশত সতেরো কিলোমিটারের
দূরত্বের দিনগুলোতে।   

মন্তব্য৬ টি রেটিং+২

চুম্বন

২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩১


সাঁঝের বেলায় অন্য এক মায়ায় জড়িয়ে
তুমি চলে গেলে।
খাঁ খাঁ করা হৃদ জমিনে তোমার আলিঙ্গনে
যেন নব বারিষধারার মত প্রশান্তির খোঁজ পেলো।
এরপর আমার ওষ্ঠযুগল তোমার কপোলে স্পর্শ পেলো।...

মন্তব্য৮ টি রেটিং+১

আলিঙ্গন

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২০



আমি তুমিময় জ্বরে ভুগছি;
যে জ্বরে একবার ভুগতে থাকলে
ভালোবাসার তাড়না কেবল
বাড়তেই থাকে।
এ কেমন অসুখে ভোগালে
আমায় বলো তো!
তোমার হাতে হাত রাখলে,
আঙুলের ফাঁকে আঙুল গুজলে
আমি...

মন্তব্য৬ টি রেটিং+১

অভ্যাস

০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১:১৮



তুমি একটা অভ্যাস,
একটা নেশা।
তোমার প্রেমেতে আমি অন্ধ,
মাদকাসক্ত আমি।

তোমার সাথে দুনিয়া দেখার বড্ড সাধ জাগে;
হারিয়ে যেতে ইচ্ছে হয়।
যাবে?

তুমি আমার একান্ত ব্যক্তিগত রেড ওয়াইন,
যতই পুরনো হও তুমি
আমি...

মন্তব্য৪ টি রেটিং+৩

দিব্যোদক - হার্দিক - নক্ত

১৮ ই জুলাই, ২০২৩ রাত ২:০০



না এটা মোহ নয়,
এটা মায়া। 
তোমার ঐ গভীর কালো চোখে 
আমি হারিয়ে যাই; 
একবার, দুইবার, বারবার। 

এইসব বৃষ্টি ভেজা 
কদম ফুলের দিনে
তোমার বৃষ্টিস্নাত বদনখানি 
ক্ষণে ক্ষণে আমায় প্রেমের
তীব্রতা জানান দেয়।  
বৃষ্টিতে ভিজেও অন্তরে আমার 
তীব্র খরা। 

তুমি...

মন্তব্য৬ টি রেটিং+১

চারটি অনুকাব্য

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৪



১.

দিগন্তের ওপারে তুমি তবু কত কাছে!
হাহুতাশ করছি আমি ফোনের এপাশে।
নভেম্বরের শহুরে শীতলতম দিনে দেখা হোক আমাদের।

২.

দিনে দুপুরে আমি তুমিহীনতায় ভুগি,
হাস্যোজ্জ্বল তুমি আমার প্রিয়তম অসুখ,
নক্ষত্রমণ্ডলীয়...

মন্তব্য৬ টি রেটিং+০

গোয়ালন্দ স্টিমার মুরগির ঝোল : বঙ্গভঙ্গ হওয়ার আগে তৎকালীন পূর্ব বাংলার জনপ্রিয় এক খাবার

০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৩



চলুন আজ ভারতীয় উপমহাদেশের সেই ব্রিটিশ পিরিয়ডের জনপ্রিয় এক মুরগি রান্নার রেসিপি জেনে নেই। বঙ্গভঙ্গ হওয়ার আগে পূর্ব বাংলার মানুষকে গোয়ালন্দ ঘাট থেকে কলকাতার ট্রেন ধরতে হতো। আর গোয়ালন্দ...

মন্তব্য২৪ টি রেটিং+৫

বাংলার হারিয়ে যাওয়া ফল ডুমুর এবং ডুমুরের একটি রেসিপি

০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:৪৩



চলুন আজ আপনাদের সাথে খুলনার ঐতিহ্যবাহী একটা খাবারের রেসিপি শেয়ার করি। নারকেল দুধে ডুমুর চিংড়ি।দেশি ডুমুর এমনিতেই আমাদের দেশে বন বাদাড়ে অবহেলিত ভাবেই হয়ে থাকে। অনেকে হয়তো ছেলেবেলায় এটা...

মন্তব্য১৮ টি রেটিং+৩

সামু থেকে আমার নিখোঁজ হওয়ার আখ্যান এবং বর্তমান আপডেট

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৫



ঈদ মোবারক সামুবাসী। সবাই আছেন কেমন? আমাকে মনে আছে? নাকি ভুলে গিয়েছেন? পুরো ১ বছর ৪ মাস ১৫ দিন পর সামুতে লিখতে বসলাম। শেষ লিখেছিলাম সেই ২০২২ সালের ১৫...

মন্তব্য২৪ টি রেটিং+৩

আমার হয়ে রও

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২



রূপকথার মতই সেই
অনেক বছর ধরেই
এক জোড়া শান্ত চোখের
অপেক্ষায় ছিলাম।
যে ধীর স্থির চোখের দিকে তাকালে আপাতদৃষ্টিতে মনে হবে
সেখানে প্রেম নেই,
নেই মায়া।

কিন্তু জানি,
তোমার এই দৃশ্যমান চোখের আড়ালেই...

মন্তব্য৬ টি রেটিং+১

গল্পঃ নায়িকা

১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫


খুব শক্ত করে সায়েমকে জাপটে ধরে আছে সাবিহা। মনে হচ্ছে যেন সায়েমকে এভাবেই বাহুডোরে বেঁধে ধরে রাখবে সে সারা জীবন। আর ছেড়ে যেতে দিবে না। যেভাবে যা বলবে সায়েম সেভাবেই...

মন্তব্য২ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.