নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

\'\'যেভাবে শুরু হয়েছিল আবার যেভাবে শেষ হলো,, ;)

০২ রা মার্চ, ২০১৭ ভোর ৪:২০


মজাই লাগে মাঝে মধ্যে শুনলে সরকারি দলের মন্ত্র্রী-নেতা কর্মীরাও আজ_কাল হরতাল অবরধ এর পক্ষ নিচ্ছেন এবং হরতালের
পক্ষে সমর্থন দেন।যেমনটা এবারের শ্রমীক ধর্মঘটের পক্ষে নৌপরিবহণমন্ত্রী শাজাহানখাণের ভূমিকা রেখেছিল ।
দুদিন আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে দেশজুড়ে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।আবার দুই দিনের মাথায় সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শাজাহান খান। মাঝখানে চরম দুর্ভোগের শিকার হলেন দেশের সাধারণ মানুষগুলো। যদিও নৌমন্ত্রী এবিষয়টিকে ধর্মঘট হিসেবে ধরতে রাজি নন। তিনি এই ঘটনাটিকে শ্রমিক স্বেচ্ছা কর্মবিরতি হিসেবে ধরে
নিয়েছেন। ;)
পরিবহন খাতে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল সকালে সচিবালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার এবং প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। সঙ্গে ছিলেন সড়ক পরিবহনের মালিক এবং শ্রমিকদের কয়েক জন প্রতিনিধি। দুপুরের দিকে মতিঝিলের বিআরটিসি ভবনে পরিবহন মালিক_শ্রমিকদের চারটি সংগঠনের নেতাদের সঙ্গে এই বৈঠক করেন নৌমন্ত্রী শাজাহান খান।
গতকাল আনুমানিক দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন যে দুজন ড্রাইভারকে আদালত সাজা দিয়েছে তাদের জন্য উচ্চ আদালতে আইনগত লড়াই করা হবে। আর এই ক্ষেত্রে সরকার তাদের আইনগত সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এই কথার পর সারাদেশে ডাকা লাগাতার পরিবহন ধর্মঘট প্রত্যাহার হল কি না_সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন যে ধর্মঘটই তো ডাকা হয়নি। নিরাপত্তাহীনতায় ভুগে পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতিতে গিয়েছেন। তাদের কাজে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

ধর্মঘটে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের পরেও নৌমন্ত্রী শাজাহান খান মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করতেই পারে। আর এটা চাইলে আপনিও করতে পারেন আবার চাইলে আমিও করতে পারি। ঠিক একইভাবে শ্রমিকরাও তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

তার আগে গত সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে সরকারের স্থানীয় প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। পরে এ বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে রাতে নৌমন্ত্রীর সরকারি বাসভবনে শুরু হয় মালিক_শ্রমিকদের বৈঠক।

বৈঠকে খুলনা অঞ্চলের ধর্মঘট প্রত্যাহার করে সরকারকে সময় বেঁধে দেয়ার বিষয়ে আলোচনা চলছিল। ঠিক সে সময়ই খবর আসে দুর্ঘটনায় এক নারীর প্রাণহানির কারণে একজন ট্রাকচালকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এরপর নেতারা উত্তেজিত হয়ে পড়েন। সেখান থেকেই কেন্দ্রীয় নেতারা ফোনে আঞ্চলিক নেতাদের ধর্মঘট পালনের নির্দেশ দেন বলে জানা যায়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র থেকে জানা যায় মূলত সেই বৈঠকেই ধর্মঘটের সিদ্ধান্ত হয়। কিন্তু সরকার সমর্থকরা সেখানে উপস্থিত থাকায় আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা না দেয়ার কৌশল গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত মালিকরা ধর্মঘটের পক্ষে খুব একটা সোচ্চার ছিলেন না। এর আগে গত শনিবার যশোরে মালিক_শ্রমিকদের আঞ্চলিক কমিটির বৈঠকে যে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয় তাতেও আপত্তি ছিল মালিকদের। কিন্তু শ্রমিকরা এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি এবং হট্টগোল শুরু করে দেয়।আর তার ফলে ধর্মঘটের ঘোষণা দিতে বাধ্য হন তারা। কয়েকজন পরিবহন মালিক জানান ধর্মঘটের কারণে জনদুর্ভোগের পাশাপাশি তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু শ্রমিকদের কাছে তারা এক প্রকার জিম্মি।অযৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট ডাকার নজির বেশ পুরনো। এ ধর্মঘট হুমকি দিয়ে দর কষাকষি এবং দাবি আদায়ের কৌশলের কারণে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।


শাজাহান খান একজন মন্ত্রী পাশাপাশি তিনি সড়ক পরিবহন শ্রমিকদের একজন শীর্ষ নেতা। বিভিন্ন সময়ে দাবি আদায়ে সরকারের অন্য মন্ত্রীদের সঙ্গে দর কষাকষি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৩ সালের ১৮ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মালিক_শ্রমিক এবং সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে শাজাহান খান মালিক_শ্রমিকদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গীকার আদায় করেন। দাবিগুলো হলোঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হলে চালকদের বিরুদ্ধে করা মামলায় হত্যার অভিযোগ না আনা, দুর্ঘটনার পর জব্দ করা গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া ও যথাযথ পরীক্ষা ছাড়া পেশাদার চালকের লাইসেন্স নবায়ন।
বিনা পরীক্ষায় লাইসেন্স নবায়ন মোটরযান আইনের পরিপন্থী। ওই বৈঠকের আগে দেশজুড়ে ধর্মঘটের হুমকি দিয়ে রাখা হয়েছিল।
২০১১ সালে তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীর-সহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হলে ঈদের দিনও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই দাবিতে ছাত্র_শিক্ষক এবং পেশাজীবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সাংসদ তারানা হালিমের নেতৃত্বে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিরাপদ সড়কের দাবিতে নানা কর্মসূচি পালন করেন।

আর সেসব কর্মসূচির পাল্টা হিসেবে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে চাপা দেয়া গাড়ির চালকের মুক্তি, যথাযথ পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেয়ার দাবিতে সে বছরের ২৪শে অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারেই মালিক_শ্রমিক সমাবেশ করেন শাজাহান খান।

২০১১ সালের ১৮ই আগস্ট নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী শাজাহান খান বলেন দেশে চালকের সঙ্কট থাকায় অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেয়া দরকার। কারণ তারা সিগন্যাল চেনে, গরু,ছাগল চেনে, মানুষ চেনে। সুতরাং তাদের লাইসেন্স দেয়া যায়। একই সঙ্গে মন্ত্রী বলেন সব দুর্ঘটনার জন্য চালকদের ঢালাও ভাবে দায়ী করবেন না।
এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও নৌমন্ত্রীর কোন সাড়া মেলেনি।



মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



বিনা বিরোধীদলে সরকার ক্লান্ত হয়ে গেছে; মাঝে নিজের সাথে নিজেই বাঁদরামী করছে।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মন্তব্যে লাইক দিলাম:)

২| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৬:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের জনগণের বড়োই দূর্ভাগ্য যে, অধিকাংশ রাজনৈতিক নেতা, শাজাহান খানদের মতো ষণ্ডামার্কা অসভ্য প্রকৃতির !

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ৯৯% না হলেও ১০০% ঠিক কইছেন ভাই।:)

৩| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:



ভারতে হলে, বোম্বাইতে মাফিয়া চালাতো; ঢাকায় বসে দেশ চালাচ্ছে খান সাহেব।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেমনাই কইতাম আই আননেই ভালো জানেন।:)

৪| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৫| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৪৯

আবু ছােলহ বলেছেন:



ইহাই প্রকৃত গনতন্ত্রের ডিজিটাল বহিপ্রকাশ!!!

বিয়াফুক বিনুদুন দেখিল জাতি!!!!

দেশের প্রতিটি মানুষ ইহাদের ইয়ত্তা সুফল ভোগ করিলেনননননননননননননননননননননননননননননননননন!!!!!!!!!!!!!!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় সুফলগো ভাই বড় সুফল

৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এমন মন্ত্রীদের জুতা পেটা করে দল থেকে বহিস্কার করা উচিৎ

৭| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন পোষ্ট পড়ার পর সাকা চৌধুরী সংসদে আবুল হোসেন কে যা বলেছিলেন তাই বলতে ইচ্ছা করে। ;) ;)

৮| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

ইউনিয়ন বলেছেন: জাতি অন্য রকম ফিলিংস মোডে আছে।

৯| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মামুন ইসলাম বলেছেন: আপনার জন্য জানতে পারলাম আপনার মঙ্গল হোক ,:)

১০| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মামুন ইসলাম বলেছেন: আপনার জন্য জানতে পারলাম আপনার মঙ্গল হোক ,:)

১১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

blogermassud বলেছেন: ভালো নিঊজ

১২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:১৫

কেএসরথি বলেছেন: আহা বেচারা মন্ত্রী মহোদয়! বাস-ট্রাক ড্রাইভারদের থেকে চাদা তুলে দেশের উপকার করলেন, আর আজ কিনা সেই বাস-ট্রাক ড্রাইভারদের আইন-কানুন মেনে চলতে হবে??! উনারা চাদাও দিবেন আবার একই সাথে আইনও মেনে চলবেন - এটাতো হতে পারেনা।

আমি বাস-ট্রাক ড্রাইভার ভাইদের সাথে এক হয়ে মন্ত্রীর সাথে তার বাস ভবনে মিটিং করতে চাই এবং যারা এর বিপরীতে কথা বলছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.