নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

চীন এবং রাশয়া সহজে মিয়ানমারের বিরুদ্ধে কোন সংঘাতে জড়াবে না

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২১


আগেই কিছুটা মনে মনে ভেবেছিলাম এবং অনেকের মুখেও শুনেছিলাম,এখন আরো ক্লিয়ার হোলাম।
চীন এবং রাশয়া সহজে মিয়ানমারের বিরুদ্ধে কোন সংঘাতে জড়াবে না ।তার অবশ্য কিছু কারন আছে
যেমন প্রশ্ন এক মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র সরাবরাহের উৎস কোন কোন দেশ ?
উত্তর মিয়ানমাকে সব থেকে বেশি অস্ত্র সরাবরাহের উৎস হচ্ছে চীন এবং রাশিয়া।
মোটামুটি ভাবে ১৯৯০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আল জাজিরার এক বিশ্লেষণে এরকই চিত্র দেখা গেছে।
তাছাড়াও ভারত, ইসরায়েল, ইউক্রেনও দেশগুলো হলো মিয়ানমারের সবথেকে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।
মিয়ানমারের সেনাবাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিমান কিনেছে চীন থেকে। মিয়ানমার তাদের কাছ থেকে ১৯৯০সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ১২০টি যুদ্ধবিমান কিনেছে । অন্যদিকে রাশিয়া থেকেও প্রায় ৬৪ টি ও পোল্যান্ড থেকে ৩৫টি, জার্মানির কাছ থেকে ২০টি, আর সাবেক যুগোস্লাভিয়া থেকে ১২টি ও ভারত থেকে ৯টি, সুইজারল্যান্ড থেকে ৩টি এবং ডেনমার্ক থেকে ১টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার।
মুটামুটি ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই দেশটির ওপরে
রাজনীতি এবং বৈদেশিক নীতিতে সেনাবাহিনীর বেশ উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
সুতারাং এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা কয়েকটি রাষ্ট্র কোন ভাবেই মিয়ানমারের বিরুদ্ধে কিছু বলবে না বা বলে তাদের সাথে মিয়ারের
সাথে মৈত্রীক সম্পর্ক নষ্ট করবে না।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি যু্দ্ধের প্রস্ততি নিচ্চেন? বিমান টিমান লাগযলে বলিয়েন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবে সেই ৫২'তে ভাষা যুদ্ধ, আর ৭১'রে মুক্তিযুদ্ধ করছেন আপনেরা । তারপর আর কোন যুদ্ধতুথ্য হয় নাই,আর সে জন্য আমাদের
নতুন জেনারেশনদের ভাগ্যেও যুদ্ধতুথ্য দেখা বা করা হয়ে ওঠে নাই,এই সুযোগে যদি যুদ্ধতুথ্য দেখা হয় বা করা হয় আরকি ! ;)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪২

রুফাইদা তারান্নুম বলেছেন: এছাড়াও চীন গ্যাস আমদানীর ক্ষেত্রে মায়ানমারের সহযোগীতা নিচ্ছে এবং ভারত-মায়ানমার-চীন ত্রিদেশীয় করিডোর তৈরীর পরিকল্পনা চলছে, কাজেই চীন মায়ানমারের বিপক্ষে যাবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এগুলোই আসল কথা ।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


বার্মা এখন আধা চীন; বার্মার অর্ধেক জমি চাষ করে চীন; এটাকে বলে "কন্ট্রাক্ট ফার্মিং", বার্মার লোকেরা এখন চাষ না করলেও চলে; গ্যাস ও তেলের নতুন ইনফ্রাস্ট্রাকচার চীনে করে দিচ্ছে; কিছুদিনের মাঝে, বার্মার লোকেরা চীনের কাজ করে খাবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এক কথায় বাংলা ভাষায়"কন্ট্রাক্ট ফার্মিং",কে চুপ্তা কৃষক বলা যায় ।আর যতদূর মনে হচ্ছে বার্মার জমিই বার্মার লোকেরা
আবার চীনের কাছ থেকে ঠিকা মানে বর্গা নিয়া চাষ করে খাইবো :)
যদি আমার ছোট মাথায় বুঝতে ভুল না হয়।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

মোঃ আতিকুল হক তুহিন বলেছেন: ব্যবসায়িক দিক দিকে গত কয়েক বছরে অদূর ভবিষ্যতে মায়ানমারকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা এটেছে চীন,রাশিয়া ও ভারত।
চীনা প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্রের বড় একটা রাষ্ট্রীয় ক্রেতা হচ্ছে এই মায়ানমার।রাশিয়ার ক্ষেত্রেও ঐ একই ব্যপার।আর রাখাইন রাজ্যের নতুন গ্যাসফিল্ড সংক্রান্ত ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা ভারত তো স্বাভাবিকভাবেই চাইবে গ্যাস উত্তলন ও এই কাজে বিভিন্ন সুবিধর্থে ঐ এলাকাটুকু জনশূণ্য থাকুক।সে হিসেবে রোহিঙ্গাদের উচ্ছেদ ভারতের কাছে রীতিমত একটা স্বস্তির ব্যপার।
মূলকথা হচ্ছে কেউ নিজেদের সুবিধা ছেড়ে দিয়ে অন্য একটা রাষ্ট্রকে সহায়তা করে নি এবং করবেও না।যেখানে একটা পাগল পর্যন্ত নিজের ভাল-মন্দ বুঝে সেখানে বিচক্ষণ কূটনৈতিক ও রাষ্ট্রপ্রধানদের ব্যপারে আর নাই বা কথা বললাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তবে নিরহ রোহিঙ্গাদের ওই সকল কান্নার দৃশ্য দেখলে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারি না ।খুব কষ্ট লাগে তাদের
জন্য।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতির স্বার্থের কাছে মানবতা বরাবরই উপেক্ষিত

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ওখানেই কবি নিরব।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অর্থনীতিতে মানবতা উপেক্ষিত।






ভালো থাকুন নিরন্তর।ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম তাই বলি ওখানেই কবি নিরব।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

ভাললাগে না বলেছেন: চীন চায় ভারতকে ঘিরে রাখতে। এজন্য তারা পাকিস্তান আর শ্রীলংকাতে তারা ঘাঁটি স্থাপন করেছে। তারা বাংলাদেশেও চাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার এত সহজে তা দিবে না। সেই দিক থেকে চিন্তা করলে মিয়ানমার ভাল অবস্থানে আছে। পাকিস্তানের সমুদ্র বন্দর ব্যাবহার করে তাদের তেল আমদানি করতে পারবে। ভৌগলিক অবস্থানের জন্য মিয়ানমারও এরকম অবস্থানে আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন উপস্থাপন করেছেন ভাই । ভালো লাগল আপনার মন্তব্যটি।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

আহলান বলেছেন: চীন ভারত রাশিয়া যা ব্যবসা করার করুক ....কিন্তু এভাবে রোহিঙ্গা মেরে পিটিয়ে তাড়িয়ে লাভ কি? এমন অমানবিক নিষ্ঠুর বর্বরতা কি সভ্য দুনিয়ায় চলে? কেউ কোন প্রতিবাদও করছে না, তার মানে পৃথিবীটা এখনো অসভ্যই রয়ে গেছে ...আমরা অমানুষই রয়ে গেছি ....... :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কষ্ট আমারো ওখানেই ভাই। নিজেদের লাভের জন্য অন্যের ওপরে অন্যায় জুলুম করছে ওরা।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

বারিধারা বলেছেন: আহলান বলেছেন: চীন ভারত রাশিয়া যা ব্যবসা করার করুক ....কিন্তু এভাবে রোহিঙ্গা মেরে পিটিয়ে তাড়িয়ে লাভ কি? এমন অমানবিক নিষ্ঠুর বর্বরতা কি সভ্য দুনিয়ায় চলে? কেউ কোন প্রতিবাদও করছে না, তার মানে পৃথিবীটা এখনো অসভ্যই রয়ে গেছে ...আমরা অমানুষই রয়ে গেছি .......
মুসলমান পিটাতে পারলে সবারই অন্যরকম আনন্দ লাগে। আফগানিস্তান আর ইরাক চেষ্টার কোন ত্রুটি করেনি মার্কিন হামলা এড়াতে। কিন্তু মার্কিন সেনাদের হাত মুসলিম পেটানোর জন্য এত নিশপিশ করছিল যে এই যুদ্ধ কোনমতেই এড়ানো যায়নি।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

লিচপেথ বলেছেন: মিয়ানমারের বিরুদ্ধে ওরা কেনো সংঘাতে যাবে ? ওদের দেশেতো ২-৩ লাখ রোহিঙ্গা ঢোকেনি ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঢোকলে তখন বুঝতো ঠেলার নাম বাবাজি।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

blogermassud বলেছেন: দারুন লিখেছেন হাসু মামু ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

কুকরা বলেছেন: China pledges aid for Rohingya refugees in Bangladesh, but ‘doesn’t want to damage ties with Myanmar’

More than 300,000 people are ‘living in terrible conditions’ and need support, commerce ministry says

http://www.scmp.com/news/china/diplomacy-defence/article/2111416/china-pledges-aid-rohingya-refugees-bangladesh-doesnt

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.