নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে এখন থেকে আতপ চালের ভাত খাওয়ার দিন শুরু

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৯


দিনকাদিন যেভাবে বাজারে চাঊলে দাম বেড়ে চলছে তাতে দেখা যাবে সাধারন মানুষকে এক সময় ভাত না খেয়ে মরতে হবে ।
এখন বাজারে চাউলের দাম সাধারন মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে ।দিনাকাদিন লাগামহীন হচ্ছে চাউলের দাম।
বাংলাদেশে ধান,চালের, জেলা হিসেবে পরিচিত দিনাজপুর;সেখানেও লাগামহীনভাবে বাড়ছে প্রতি মুহুর্ত হু হু করে চালের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে সব ধরনের চাউলের দাম ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়ে গেছে।আর হুট করে চাউলের এই দাম বৃদ্ধির জন্য সাধারন খুচরা চাউল ক্রেতারা দৈনন্দিন জীবনের খাদ্য চাহিদা মেটানোর তাগিদে বাজার করতে গিয়ে বিশেষ করে চাউল কেনার জন্য মহল্লার মুদির দোকানগুলোতে গিয়ে হিমছিম খেয়ে যাচ্ছেন। সল্প আয় ব্যক্তিরা চাউল কিনলে বাজার করতে পারছেন না,আবার কাঁচা বাজার করলে চাউল কিনতে পারছেন না।তাই বাংলাদেশ সরকার নিজ উদ্ধেগ্যে মিয়ানমার থেকে প্রায় এক লাখ টন আতপ চাল আমদানির চুক্তি চূড়ান্ত করছেন।
এতে বাঙ্গালীর খাদ্য চাহিদার যে সংকট তা কিছুটা হলেও লাগব হবে বলে সরকার পক্ষের ধারনা।সরকার পক্ষের লোকদের আরো ধারনা
জনগণ আতপ চাল কিনতে হুমড়ি খেয়ে পড়বেন । গত শনিবার চাল রপ্তানির চুক্তি করার জন্য ঢাকায় আসে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার দলটির সদস্যরা দিনব্যাপী বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে। পরে প্রতি টন আতপ চাল ৪৪২ ডলারে রপ্তানি করতে সম্মত হয় মিয়ানমারের সেই প্রতিনিধি দল। আতপ চাউল যদি এত দাম দিয়েই কিনতে হয় তাহলে আর কিছু বাড়িয়ে
দিয়ে সিদ্ধো চাউল কেনায় ভালো।দুই পয়সা বেশি গেলেও তাতে অন্তত তৃপ্ত করে তিন বেলার জায়গায় দুই বেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে
পারবে সাধারন মানুষ।


মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


মানুষের চাল খাওয়ার পরিমাণ ৩ ভাগের ১ ভাগে আনা উচিত, নিজেরা ঘরের আশে পাশে সবজি উৎপাদন করে, সবজির স্যুপ প্রতি বেলায় মেন্যুতে যোগ করা উচিত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন আর মানুষ ভাত না খেয়ে কেউ মরেনা।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:

তবে, ভাতের পরিমাণ অনেক বেশী খাচ্ছে; ১৬ কোটী বিশ্বের ৫০ কোটী মানুষের ভাত খাচ্ছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি নিশ্চয় ভাতের বদল কাগজ খান না ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


বার্মা থেকে চাল কেনার মতো ইডিয়টরা এখনো বাংলাদেশে আছে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আছে ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৭

বিলুনী বলেছেন:
বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে আতপ চাল খাচ্ছে । এটা নতুন কিছু নয় ।
পোলাও বিরিয়ানি , খিচুরী , ঝাও ,পায়েস , ক্ষীর , পিঠা , সবই হচ্ছে আতপ চাল দিয়ে ।

চাউলের দাম অস্বাভাবিক ভাবে বাড়লে যারা চাউল কিনে খায় তাদের সমস্যা বেশী তাতে কোন সন্দেহ নাই ,
আর দিকে মাথার ঘাম পায়ে ফেলে দেশের সিংহভাগ মানুষ তথা কৃষককুল চা্উল উৎপাদন করে, তাদের লাভ বেশী ।
তাই চাউলের দাম বাড়লেও সমস্যা কমলেও সমস্যা ।

অপর দিকে কাল জিরা , সোনামুখি ও বাসমতি ( দেশের কিছু অঞ্চলে বাসমতির চাষ হয় ) সবই আতপ চাল আর এই চাউলের দাম বাজারে সবচেয়ে বেশী!!!

তবে আমদানির জন্য বার্মিজ চাউলের কোয়ালিটি কেমন হবে তার উপরে নির্ভর করবে এর দামের বিষয়টি । বন্যা ও হঠাত করে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দানের কারণে দেশে এখন চাউলের ক্রাইসিস চলছে, তাই চাউল আতপ না সিদ্ধ সে দিকে দৃষ্টি কম দিয়ে যত শীঘ্র পারা যায় কমদামে চাউল কিনে ক্রাইসিস মোকাবেলা করাই সঙ্গত বলে মনে হয় ।

আর অাতপ চাউল খাওয়াটা একেবারে খারাপ না , এটা খাওয়ার অভ্যাস করতে পারলে ভাল । আয়ুব খান সত্তরের দশকে যখন বাংগালীরে অাটা খাওয়ানো শিখায় তখন মানুষে কানছে আর ক্‌ইছে অাল্লাহ বুজি বাচায়ে রাখছে এই আটা খাওয়ার জন্য , আর এখন অাটা খাওয়াকে মনে করে ভাগ্যের ব্যাপার, গরীবের জন্য আটা এখন বেশ দুষ্প্রাপ্য ।


২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খারাপ বলেন নাই ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বৃহত্তর সিলেটবাসীরা অধিকাংশই আতপ চাল খেয়ে থাকেন | বার্মা থেকে আতপ চাল আমদানির আইডিয়া কোনো সিলেটি মন্ত্রীর নয়তো ? নাকি গোটা বিষয়টাই 'রাবিশ'??? ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাউল না আসা পযন্ত বলতে পারছি না। ;)

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: সব কিছুই সিষ্টেম মত হচ্ছে আপনে বুঝবেন না হাসু ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ও আচ্ছা তাই বুঝি ? আমার বোঝারমত হয়ত বয়ছি হয় নাই।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

নিরাপদ দেশ চাই বলেছেন: আতপ চাল ও সিদ্ধ চালের প্রধান পার্থক্য হচ্ছে সমপরিমান আতপ ও সিদ্ধ চাল চাল রান্না করার পর সিদ্ধ চালের ভাত হয় আতপ চালের দিগুন। এই কারনেই আমাদের দেশে আতপ চাল কেবল পিঠা , পায়েশ বা পোলাও রান্না করার ক্ষেত্রে ব্যবহ্রত হয়। চাদ্গাজী সাহেবের ভেজিটেব্ল স্যুপের আইডিয়া শুনে একটা জোকের কথা মনে পড়ল।'' এক বিদেশী রানী তার মেয়েকে নিয়ে বাংলাদেশে বেড়াতে এসেছেন। অনাহারী মানুষদের দেখে বাচ্চা মেয়েটি মায়ের কাছে প্রশ্ন করেছে ওদের কি হয়েছে মা? মা উত্তর দিলেন ওরা ভাত খেতে পায় না। মেয়েটি উত্তর দিল তাহলে ওরা কেক খেলেই পারে। ''

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাহাহা দারুন হয়েছে আপনার জোক ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: হায়রে পোড়া কপাল আমার।
আমাদের দেশের মন্ত্রী গুলো এত নির্বোধ কেন?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন তাদের ঘোর কাটে নাইগো ভাই ঘোর কাটে নাই ।না হলে কখন কোন চাউল মজুত করা লাগে তারা বুঝত ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আতপ চালের ভাত নিশ্চয় পুষ্টিকর।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু ভাই আতপ চাউলের ভাত অনেক পুষ্টিগুনে পরিপূর্ণ ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

কানিজ রিনা বলেছেন: বাহ্ ভাল ভাল, বার্মা ওয়ালারা আমাদের
কাছে চাউল বিক্রি করে সেই টাকা দিয়ে
আমাদের সাথে যুদ্ধাং সরানং ভাব দেখাচ্ছে।
বার্মার সরকার মনে মনে হাসছে ভালইত
রহিঙ্গা বাংদেশে পাঠিয়ে ভালই করেছে
চালও বিক্রি হচ্ছে রহিঙ্গাদের বাঁচানোর
জন্য। বেশ বেশ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি আর করার আপু আমাদের টাকা পয়সা দিয়ে আমাগো নিজেগোই মরার জন্য গুলি কিনতে হচ্ছে, ওদের কাছ থেকে ।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

নতুন বিচারক বলেছেন: না খেয়ে মরার চেয়ে খেয়ে বাচা ভালো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল বেশি ভালো ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

স্বল্প বাঁধন বলেছেন: বেশী বেশী আলু খান, চালের উপর চাপ কমান।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাইবুঝি তা আপনি ঠিক মত খাচ্ছেনতো ?

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

দেশে ডায়াবেটিস কমবে...

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৮

এম আর তালুকদার বলেছেন: ১০ নং মন্তব৽কারী কানিজ রিনা আপার সাথে সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও সহমত ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

বিলুনী বলেছেন: ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ আলোচনায় আসার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.