![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের পেঁয়াজ রপ্তানির বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছিল পেয়াজের বাজার।
দেশের অন্যতম পাইকারী বাজার খাতুনগঞ্জে পাইকারীতেই পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রতি কেজি প্রায় ৯০-১০০ টাকা দামে।
খুচরা দোকানেও প্রায় ১১০থেকে১২০ টাকায় ঠেকেছে।আর সেই জন্য বাজার নিয়ন্ত্রনে সরকার বিকল্প হিসেবে মিয়ানমার, তুরস্ক, মিসর ও চীন হতে পেঁয়াজ আমদানির চিন্তা ভাবনা করছে,
এবং এরই মধ্যে এবং জাহাজে ১৪ কন্টেইনার(৪০ ফুট সাইজ) পেঁয়াজ মিসর ও চায়না হতে চট্টগ্রাম বন্দরে পৌছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্রঃ নয়াদিগন্ত পত্রিকা।
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:২৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: না আছে মনে হচ্ছে থাকবে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার লেখা/পোষ্ট হ্যাক হয়ে যাচ্ছে ?
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যাকু ভাইদের চোখে আল্লাহু যেন আরো শক্তি দেয় হাক করার জন্য।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
আগের কবিতাটির কি হলো?
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৩০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুনলাম হ্যাকু করে কেক বানিয়েছে।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার দলের লোকেরা ক্যসিনোতে স্পেশালিষ্ট হয়ে গেছে; পেঁয়াজ, রসুন লাগানোর লোকজন নেই!
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ক্যসিনোতে যে পরিনাম অর্থ সম্পদ পাওয়া গেছে সেগুলো ঠিকমত দেশের কাজে লাগালে দেশ উন্নয়নশীল হতে
সময় লাগবেনা।
৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বলতে পারেন যদি এটার দাম কমে তাহলে ঠিক কোন জিনিষের দাম বাড়বে?
চক্রের খেলা কে থামাবে!
০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভারতৃর যা যা পণ্য আছে সবগুলোর।
৬| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ২:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: দেশের কৃষকেরা ন্যায্যমূল্য হতে বঞ্চিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওরা এখন চাষে নিরুৎসাহিত। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যখন আমাদের দেশের কৃষকেরা পেঁয়াজ চাষ শুরু করবে তখন ভারত আবার পেঁয়াজ রপ্তানি শুরু করে দেবে এবং আমাদের দেশের কৃষকেরা আবারো চাষাবাদে নিরুৎসাহিত হবে। সরকার সর্বদা কৃষকের পাশে না দাঁড়ালে আমরা বারবার জিততে জিততে হেরে যাবো।
৭| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এতদিন ভারতীয় পেয়াঁজ খেয়ে সবাই হিন্দি সিরিয়ালে চরম আসক্ত হয়ে পড়েছিল | এখন না আবার চাইনিজ পেয়াঁজ খেয়ে সবাই কুংফু মুভি দেখা শুরু করে | :p
৮| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: 14 কন্টেইনার পেয়াজ তো চট্টগ্রামেই শেষ হয়ে যাবে। ঢাকা ও সারাদেশের কি হবে?
৯| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১
রাজীব নুর বলেছেন: আজ সকালে খবরে শুনলাম মিয়ানমার থেকে পেঁয়াজ কেনা হয়েছে।
১০| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৫৯
কানিজ রিনা বলেছেন: হা হা হা এক পোয়া কেচকী মাছে যেখানে
চারটা পিয়াজ দিতাম এখন একটা
দিচ্ছি দাম বেড়েছে বলে একটু কম খেলে
অসুবিধা কি।
তাছারা ক্যাসনি নিয়ে বিপাকে আছে দলের
নব্বই পার্সেন্ট লোক ক্যাসনিতে জড়িত।
আসলে বাংলাদেশের মানুষ ক্যাসিনও কে
ক্যাসনি বানিয়েছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মাবুদই জানেন আমার এই লেখাটি থাকবে কিনা।