নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিঝড় বুলবুল কখন এবং কোথায় আঘাত হানতে পারে ?

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৯


বৃহস্পতিবার বিকেল নাগাদ মোংলা এবং পায়রা সমুদ্রবন্দর ও এর আশেপাশের চরাঞ্চলে সতর্কতা সংকেত প্রথমে চার
ছিল পরে বাড়িয়ে সাতে আনা হয়।ভোলা, বরগুনা, পটুয়াখালি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা,
খুলনার উপকূলীয় এলাকায় সাত নম্বর সতর্কতা সংকেতের আওতায় রয়েছে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেল।তবে সর্ব শেষ সংবাদ পযন্ত যা জানা যায় সেটা হলো, শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে যেকোনো সময় বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি প্রবল বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবুল কালাম মল্লিক। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে খুলনা এবং বরিশাল জেলার উপকূলীয় অঞ্চল। আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুর রহমান জানিয়েছেন এখন যা গতিপ্রকৃতি তাতে ঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর
থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আর সেই সময় ঘূণিঝড়
কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিলো ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

অন্যদিকে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আয়েশা খাতুন বলেছেন, ঘূণিঝড়টি সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে।


বিশেষ ঘোষনা
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আয়োজন বন্ধ করে হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সুন্দরবনের গভীরতম এলাকা দুবলার চরে গত ১০০ বছর ধরে ঐতিহ্যবাহী রাস উৎসব প্রতি বছর কার্তিক পূর্ণিমায় পালিত হয়। এ বছরের তিথি অনুযায়ী আগামী ১০ ও ১২ নভেম্বর রাস উৎসব আয়োজিত হওয়ার কথা। এখানকার পুণ্যস্নান ও উৎসবে প্রায় ৩০ হাজার পুণ্যার্থী যোগ দেওয়ার কথা ছিল। একই সঙ্গে বুলবুলের আশঙ্কায় সুন্দরবনে পর্যটকদের যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তথ্যসূত্রঃ অনলাইন নিউজ


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪১

নাহার জেনি বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্যে ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ এই বুলবুল থেকে আমাদের রক্ষা করুক।
আমরা দরিদ্র দেশ। বড় ক্ষতি হলে আমরা পুষিয়ে উঠতে পারবো না।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহ এই বুলবুল থেকে আমাদের রক্ষা করুক। আমীন ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯ | জাতীয় | দৈনিক ইত্তেফাক | The Daily Ittefaq

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এবার কিছু একটা হতেপারে, ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.