নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন বাংলা বেতারের প্রচার হওয়া সেরা কয়েকটি গান

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০

১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত সংবাদ গুলো যেমন ছিল সকলের কাছে গুরুত্বপূর্ণ তেমন সেই বেতার কেন্দ্রের গানগুলোও মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে। এক কথায় বলতে গেলে সে সময়ে প্রচার হওয়া সেরা দেশাত্মবোধক গানগুলোই ছিলো জনজাগরণের মূল হাতিয়ার যুদ্ধ করার বিরাট শক্তি।
জয় বাংলা, বাংলার জয়

বাংলার আকাশে যতদিন সূর্য উঠবে, এই গান ও তার আবেদন ততদিন থাকবে। দেশ বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর কণ্ঠে এই গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেরা গান। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেন আনোয়ার পারভেজ।

কারার ঐ লৌহকপাট

গানটির কথা ও সুরারোপ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার অনবদ্য এই গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়। গানটি যুদ্ধকালীন সময়ে মানুষের মনে উদ্যম ও শক্তি সঞ্চার করে। গানের কথা আর সুর হাজারো ঘরকোণা যুবককে ঘর ছাড়তে বাধ্য করে, স্বপ্ন দেখায় পরাধীনতা গ্লানি মুছে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার।

তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে

একাত্তরের জুনের শেষের দিকে এ গানটি তৈরি করা হয়। দেশাত্মবোধক চেতনায় জাতিকে এক করার জন্য, একই মূলমন্ত্রে উজ্জীবিত করার জন্য তখন এ রকম গানের বিকল্প ছিলো না। আর আমাদের মুক্তির সংগ্রামে ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি জনজাগরণের আরেকটি শক্তি।

এই গানটির কথা ও সুরারোপ করেন আপেল মাহমুদ। যৌথভাবে আপেল মাহমুদ ও রথীন্দ্রনাথ রায়’র কন্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত গানের মধ্যে এটি অন্যতম সেরা।

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল

এই গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুরারোপে সমর দাস। গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।

এটি এমন একটি গান, যার কথা, সুর এবং গায়কী লাখ লাখ মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত ও উৎসাহী করে তুলেছিল অস্ত্র হাতে যুদ্ধে যাওয়ার।

মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি

গানটির গীতিকার গোবিন্দ হালদার। সুর করার পাশাপাশি গানটি কণ্ঠে তোলেন আপেল মাহমুদ। তার কণ্ঠে বাংলাদেশ বেতারের গানটি প্রচারের পর জনমহলে ব্যাপক সাড়া ফেলে।

এছাড়া গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার হওয়ার পর পুরো কলকাতাতেও এর বন্দনা শুরু হয়। যুদ্ধ চলাকালে এ গানটি কেবল স্বাধীন বাংলা বেতার নয়, পথে-ঘাটে, রাস্তায় রাস্তায় দলে দলে মুক্তিকামী মানুষেরা গেয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন।

শোনো একটি মুজিবরের থেকে

শোনো একটি মুজিবরের থেকে/লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি/আকাশে বাতাসে ওঠে রণি/বাংলাদেশ আমার বাংলাদেশ। গৌরীপ্রসন্ন মজুমদার’র কথায় গানটি সুরারোপের পাশাপাশি কণ্ঠে তোলেন অংশুমান রায়। এটি ছিল সেই গান, যেটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার আগেই ভারতের কোনো এক বেতার থেকে বাজানো হয়েছিল। পরে স্বাধীন বাংলা বেতারের জন্য নতুন করে কণ্ঠ তোলেন আব্দুল জব্বার।

এক সাগর রক্তের বিনিময়ে

এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা/আমরা তোমাদের ভোলবো না। গোবিন্দ হালদারের কথায় গানটির সুরারোপ করেন আপেল মাহমুদ। গানটি কণ্ঠে তোলে জনতার মাঝে দেশপ্রেমের চেতনা জাগান স্বপ্না রায়।

সালাম সালাম হাজার সালাম

গানটি আব্দুল জব্বারের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হওয়ার পর থেকেই মানুষের মুখে মুখে রটতে থাকে। এর কথা লিখেছেন ফজলে খোদা। সুরারোপ করেন আব্দুল জব্বার নিজেই।

নোঙর তোল তোল

গানটির কথা নঈম গহর’র। সুরারোপে সমর দাস। তার সুরে সমবেত কয়েকজন শিল্পীর কণ্ঠে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হয়। এই সমবেত সংগীতটি তখন সংগ্রামী সংগীত এবং যুদ্ধের মন্ত্র হিসেবে কাজ করেছে।



ছোটদের বড়দের সকলের

গানটির কথা ও সুর খাদেমুল ইসলাম বসুনিয়া’র। এটি জনপ্রিয় সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে তৎকালীন স্বাধীন বাংলা বেতার
প্রচার করা হয়েছিল ।

এটা আমার প্রিয় একটা দেশাত্মবোধক গান সূর্যদয়ে তুমি সূর্য অস্তে তুমি
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

জলসিঁড়ি নদীর তীরে
তোর খুশির কাঁকন যেন বাজে
ও….কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর যেন সাজে
তোর একতারা হায়
করে বাউল আমায় সুরে সুরে….
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি

আঁকাবাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
ও…পদ্ম কাঁপা, দীঘির ঝিলে
তোর সোনার স্বপন যেন ভাসে
তোর এই আঙিনায়
ধরে রাখিস আমায় চিরতরে…
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি
=======================

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: গানগুলোর কথা মালা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার মাত্রা বাড়িয়ে দেয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি এই গান গুলো প্রায় শুনি ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: মুক্তযোদ্ধের সকল শহীদদের প্রতি লাখো সালাম ।আপনাকেও লেখাটির জন্য ধন্যবাদ ।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: প্রতিটা গান খুব সুন্দর।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি মাঝে মাঝে এই গান গুলো শুনি গুরু ভাই ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

শের শায়রী বলেছেন: যদি গান গুলোর লিঙ্ক দিয়ে দিতেন তা হলে পোষ্ট টা আরো প্রানবন্ত হত বলে আমার বিশ্বাস। পোষ্টে +++

০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিও চিন্তে করছি ভাই ইউটিভির লিংগুলো দিয়ে দবো । ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.