![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি ভিপি নুরুল হকের ওপর হামলা করার পর এবার ডাকসু
ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে। কে বা কারা ফুটেজগুলো গায়েব করেছে সে বিষয়ে কোনো ধারণা
নেই কর্তৃপক্ষের কাছে।আমার প্রশ্ন এখানেই আমরা কতটুকো নিরাপদ আছি ? যে ডাকসুর মত একটা স্থানের সব
সিসিটিভির ফুটেজ গায়েব'' কয়েকদিন পর যে প্রধান মন্ত্রীর বাড়ির সিসিটিভির ফুটেজ গায়েব হবে না সে গ্যারান্টি কে দিবে ?
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নূর ভাই অনেক সময়, বড় বড় ইমারত, পুকুর, লক্ষ কোটি টাকার এই ধরনের গুরুত্বপূর্ণ স্থানের ফুটেজ খুবই ইমপডেন্ট,সেটা
ইটিমধ্যে আশা করি আপনি বুঝতে পেরেছেন ।ইমপডেন্ট না হলে ফুটেজ কেন চুরি হবে । কয়েকদিনের মধ্যে দেখবেন
আমাদের সাধারন মানুষদের পথে ঘাটে মেরে ফেলে রেখে যাবে যার কোনো কুলু খুজে পাওয়া যাবেনা ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: শিয়ালের কাছে মুরগি, সুতরাং এটাই কি স্বাভাবিক নয় ?
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখাযাক আসলে কি হতে যাচ্ছে দেশের ভিতরে ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুয়েটের ফুটেজে বড্ড বেশি জ্বালিয়েছে!
ঘু ঘু এবার ফাঁদই সরিয়ে ফেলেছে! ধরবেন কি দিয়ে?
দু:খজনক সব কালো অধ্যায়ের মাইলফলক স্থাপিত হচ্ছে নিত্যদিন!
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে ভ্রাতা কেউ কেউ তো দেখছি নুরকে জামাত আর শিবিরের ত্যাগ লাগানোতে ব্যস্ত হয়ে গেছে । আল্লাহু তুমি
আমাদের সত্যটুকো জানা ও বুঝার মত শক্তি এবং তোফিক দিন ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬
একাল-সেকাল বলেছেন: সিঙ্গাপুরের দিকে না গিয়ে দেশ উত্তর কোরিয়া, চীন আর জার্মানির দিকে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে ফ্লাই ওভারের উপর দিয়ে।
‘‘প্রতিটি ফ্যাসিস্ট সরকারের একটি দল বা গোষ্ঠীর প্রয়োজন হয়। নিজেদের স্বার্থে তারা ওই দল বা গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে গিয়ে সেগুলোকে অশুভ শক্তিতে পরিণত করে। দু-একটি দল দিয়ে এটি শুরু হয়। কিন্তু, তা কখনোই সেখানে শেষ হয় না। ঘৃণার উপর নির্ভর করে যে আন্দোলন, সেই আন্দোলনে নিজেকে ধরে রাখতে তারা প্রতিনিয়ত ভয় বা দ্বন্দ্বের আবরণ তৈরি করে।’’
https://www.thedailystar.net/bangla/আন্তর্জাতিক/মুসলিম-নন-বলে-নিশ্চিন্ত-মূর্খের-স্বর্গে-আছেন-সৌরভ-কন্যা-সানা-128722
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাতো ভাই বন্ধ চোখে দেখাই যাচ্ছে দেশ কততা উন্নয়ন হচ্ছে ।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেন কি!
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যা ঘটছে সেটাই বলছি ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামে সিসি ফুটেজ হারাম। ছবি হারাম।
৪ জন পুরুষ সাক্ষী সংগ্রহ করুন।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১
একাল-সেকাল বলেছেন: আই এস টুপির মত ফুটেজ ও ব্ল্যাক হোলে ঢুকে গেছে,
৩ জন ICU থেকে ফিরলে বাকি জন ৬ নং এ পাওয়া গেছে
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহারে !
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪
(লাইলাবানু) বলেছেন: দেশের ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬
(লাইলাবানু) বলেছেন: আপনার লেখার শিরোনামে যে প্রশ্ন করেছেন সেটার উত্তর দেয়া বড় কঠিন ।
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
কায়েস মাহমুদ! বলেছেন: ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্রমিক ছাত্র জনতার রাজনৈতিক ঐক্য প্রয়োজন
২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একা একা কেও কোনো দিন সফল হতে পারেনি,তাই ঐক্য প্রয়োজন সকলের ।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৩
ইমরান আশফাক বলেছেন: সবাই বুঝতে পারছে যে সিসিফুটেজগুলির গুলির কি হয়েছে। যাদের স্বার্থে আঘাত লাগতে পারে তারাই সজ্ঞানে এটা সরিয়েছে। যাদের এটা বোঝার কথা (তদন্ত কমিটি), তারা বুঝতে না চাইলে কি আর করার।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে এরকমই হয়।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২
নীল আকাশ বলেছেন: যেই দেশে রাতের আঁধারে সাধারণ জনগনের ভোটাধিকার বেহায়া আর নির্লজ্জের মতো চুরি করে জোর করে ক্ষমতা দখল করে দাম্ভিকতা প্রকাশ করা হয় সেখানে সামান্য ফুটেজ গাপ হয়ে যাওয়া কি খুব বেশি কিছু?
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: স্বাক্ষী রাখা যাবেনা, তায় এসব থাকতে নেই, মুক্তিযুদ্ধকে ডালভাত বানিয়ে রাস্তায় নামিয়ে দিল, মুক্তিযুদ্ধ মঞ্চ মানে সন্ত্রাষ, এরা কিছুই রাখবেনা, ক্ষমতায় থাকার জন্য দেশ মা বেনা সব বেচতে রাজি
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
কামরুননাহার কলি বলেছেন: বুয়েটে তারা যে ভুলটা করেছে সেই ভুলটা কি করে করে আবার তারা। তারা তো বুয়েটের টা দেখে শিক্ষা নিয়েছে। আবারও কি তারা সেই ভুল করবে। হাহাহাহা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় বড় ইমারত, পুকুর, লক্ষ কোটি টাকা,
আর দিন দূপুরে মানুষগায়েব হয়ে যাচ্ছে
নিমিশে আপনি আছেন
ফুটেজ নিয়া !!!