নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

কাল বাদে পরশু মানে বৃহস্পতিবার চলতি বছরের তৃতীয় এবং সর্বশেষ সূর্যগ্রহণ হবে

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৩

বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে বৃহস্পতিবার। যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে,আংশিক সূর্যগ্রহণ ।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তারা বলেছেন, গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিএসটি সকাল ৮টা ৩০ মিনিটে আর শেস হবে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে ।
এটি চলতি বছরের তৃতীয় এবং সর্বশেষ সূর্যগ্রহণ। এর আগে গত ৬ জানুয়ারি এবং ২ জুলাই সূর্যগ্রহণ হয়েছিল। সেগুলো বাংলাদেশ
থেকে দেখা যায়নি। তবে এবারের সূর্যগ্রহণটি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার সহ বেশ কয়েকটি
দেশ থেকেই।


অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছেন, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল
সাড়ে আটটায় সূর্য গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় সূর্য গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল নয়টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে।আর কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকেবেলা ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।
সর্বোচ্চগ্রহণ দেখা যাবে মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশ সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণ শেষ ফিলিপিন্সের গুয়াম দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে বেলা দুইটা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


জননেত্রীকে বলবো নাকি সুর্য গ্রহনটা থামিয়ে দিতে?

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ সেই ক্ষমতা আছেনি আননেগো ?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

নতুন বলেছেন: আমার থেকে ২৫০ কিমি দুরে রিং অফ ফায়ার দেখা যাবে। ছুটি নিয়া রাখছি, এখন সঙ্গী খুজতেছি কয়েক জন পাইলেই রওনা দিমু। :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ওস্তাদ সেই ক্ষমতা আছেনি আননেগো ? "

-ওবায়ডুল কাদের থেকে সিউর হওয়ার দরকার; মনে হয়, সেই ক্ষমতা আছে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: মিস আর কিসমিস-এর মধ্যে মিল কোথায়?

উভয়েই শুকাতে চায়।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

(লাইলাবানু) বলেছেন: ভালো খবর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.