![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমানউল্লাহ রাফি , সত্য ও ন্যায়ের পক্ষে লিখি ও লিখবো ।
যোগাযোগ খাতে BAL সরকার ব্যাপুক উন্নতি করছে ,
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়েছিল নির্মাণাধীন সময়ে !
সেই ঘটনায় ১৫+ জন নিহিত হয়েছিল আহত হয়েছিল ৪০+ !
এখন আবার ভেঙ্গে পড়েছে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের নির্মাণাধীন শেখ জামাল সেতুর গার্ডার !
১জন নিহিত , ৬জন আহত । BTRC বাস দুমড়েমুচড়ে গেছে ।
***চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ভাঙ্গার ব্যাপারে লামছাম তদন্ত করা হয়েছিল ! ঠিকাদারের গাফেলতিই দায়ী এই রিপোর্ট দিয়েছিল তদন্ত কমিটি !
কিন্তু তাদের ব্যাপারে কি ব্যাবস্থা নেয়া হয়েছিল তা এখনো অস্পষ্ট ।
মেয়র হানিফ ফ্লাইওভার বানাইছে সাধারণ নির্মাণ খরচের থেকে ৩গুন বেশি টাকা দিয়ে, বাকি টাকা দিয়ে কি করছে ???
ঠিক প্রায় একই ঘটনা ঘটানো হয়েছে মিরপুর-বনানী ফ্লাইওভার , বনানী ওভারপাস ও কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভারে !
(মিরপুর-বনানী ফ্লাইওভার , বনানী ওভারপাস ও কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভারের কারনে ঢাকা ব্যাপক সুবিধা হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে)
### এই হলো উন্নতির অবস্থা !
এহেন উন্নতি কইরা এখন আবার নতুন কথা শুনাচ্ছে যে আবার ক্ষমতায় আসলে নাকি হেতেরা পদ্মা সেতু বানাবেই !
^^^সাধারণের মন্তব্যঃ তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে কি আর ব্যাবস্থা নিবে ? ব্যাবস্থা নিতে গেলে তো ফেঁসে যাবে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত !
# এর পরেও কয় হেতেরা আবার ক্ষমতায় আসলে পদ্মা সেতু বানাবে ???
তাইলে এইক্ষমতা থাকাকালিন অবস্থায় কি কেশ উৎপাটন করছো ???
কোন কেশটা ফালাইছো যে এইবার পদ্মা সেতু বানাইবার পারো নাই ?
বানাবে কেমনে বানানোর আগেইতো দুর্নীতি করা শুরু করছিলা !
-
©somewhere in net ltd.