![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমানউল্লাহ রাফি , সত্য ও ন্যায়ের পক্ষে লিখি ও লিখবো ।
সজিব ওয়াজেদ জয় শুধু মাত্র শেখ হাসিনার ছেলে বলে
এবং তারেক রহমান শুধু মাত্র খালেদা জিয়ার ছেলে বলে,
দলে অনেক বড় বড় এমপি, ত্যাগী রাজনৈতিক নেতা, অনেক সিনিয়র নেতারা তাদের তুলু তুলু করে ।
তারা শুধু শুধু নিজের ইমেজকে বিসর্জন দিয়ে নেত্রীদের একটু ভাল নজর পাওয়ার জন্য নিজেদের থেকে কম যোগ্যতার লোকদের পিছনে ঘুরতেছে, তাদের তোষামোদ করতেছে, তাদের নেতা মানতেছে ।
যেইসব এমপি, ত্যাগী রাজনৈতিক নেতা, সিনিয়র নেতারা এইভাবে দেশে পরিবারতন্ত্র বা রাজতন্ত্রকে প্রশ্রয় দিচ্ছে !
তাদের কাছ থেকে গনতন্ত্রের কথা কিভাবে আশা করা যায় ???
তাদের কাছে থেকে কিভাবে একটি গণতান্ত্রিক দেশ আশা করা যায় ?
তাদের দলেই মাঝেই তো গণতন্ত্র নাই !!!
আওয়ামীলীগ বা বিএনপিতে কি জয়, ববি ও তারেক এর চেয়ে যোগ্যলোক কি নেই যাদেরকে আগামী দিনে দলের প্রধান বানানো যায় ?
*** কারো রাজনৈতিক বিশ্বাসে আঘাত লাগলে আমি দুঃখিত ! কিন্তু কথাগুলো বাস্তব !
©somewhere in net ltd.