![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমানউল্লাহ রাফি , সত্য ও ন্যায়ের পক্ষে লিখি ও লিখবো ।
টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষে বুধবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিসে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের নীতিনির্ধারক স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বৈঠকে আগামী হরতালের তারিখ চূড়ান্ত করা হতে পারে।
আবারও হরতাল আসছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী সপ্তাহে রোববার থেকে টানা ৮৪ ঘণ্টার হরতাল ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোট। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে পরপর তিন সপ্তাহ টানা হরতালের পরও সরকার ইতিবাচক পদক্ষেপ না নেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তেমনি ইঙ্গিত দিয়েছেন।
*** সাধারণের মন্তব্যঃ এখন একদম বেশি বেশি হয়ে যাচ্ছে !
নিজের দলের সিনিয়র নেতাকর্মীদের কোন খোঁজ খবর নাই, কেউই রাজপথে নাই !!! সবগুলা বাসায় বউয়ের আঁচলের নিচে নাইলে কোন মাইনকার চিপায় হান্দাইয়া রইছে আর খালেদা জিয়া হরতাল দিয়া পাবলিকরে হুদ্দাই কষ্ট দিতাছে !
'ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার'
এত্ত মানুষের জন্য রাজনীতি করেন , তাইলে অন্য কোন কর্মসূচি দেন !
মনে রাখবেন হরতাল দেশের মানুষ ১-৩ দিন মেনে নিবে ১-৩ সপ্তাহ না !
কারন একই তরকারী প্রতিদিন কারোরই খাইতে ভাল লাগে না !
একটু ফ্লেভার চেঞ্জ করেন ।
-
©somewhere in net ltd.