![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমানউল্লাহ রাফি , সত্য ও ন্যায়ের পক্ষে লিখি ও লিখবো ।
স্কাইপি কেলেংকারীর পরে , এই ট্রাইব্যুনালের কোন ধরনের গ্রহনযোগ্যতাই থাকে না !
আর এই অগ্রহনযোগ্য ট্রাইব্যুনালের কোন রায়ও গ্রহনযোগ্য নয় !
যারা স্কাইপি কেলেংকারীর কথোপকথন শুনেছে তারাই বলতে পারবে , বিচারের নামে কি পরিমান নাটক করেছে এই সরকার নিয়ন্ত্রিত ট্রাইব্যুনাল !
* পৃথিবীর ইতিহাসে এই প্রথম ঘটেছে যে ,
কোন দণ্ডপ্রাপ্ত আসামীকে শুধু মাত্র ফাঁসি দেবার জন্য আইন সংশোধন করা হয়েছে এবং তা হয়েছিল কিছু ভন্ডদের নাটকের কারনে !!!
** এই ট্রাইব্যুনালে যা ঘটেছে, যা ঘটছে ও যা ঘটবে তা পুরোটাই নাটক ,
আর এই নাটকের কথা স্কাইপি কথোপকথনে স্বীকার করেছে স্কাইপি কেলেংকারীর খলনায়ক ট্রাইব্যুনালের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম !!!
(যিনি স্কাইপি কেলেংকারীর পরে তার দায়ভার নিয়ে পদত্যাগ করেছিলেন,
তার মানে সেই স্কাইপি কেলেংকারীর কথোপকথনে যেইসব কথা বলা হয়েছে তা সত্য এবং সেইটা মেনে নিয়েই সে পদত্যাগ করেছিল ) !
*** যারা স্কাইপি কেলেংকারী কথা জানেন না, বা শুনেন নাই । তারা একবার হলেও শুনে দেখবেন !
আর অবাক হয়ে যাবেন যে বিচারের নামে কি ধরনের নাটক করা হচ্ছে এই সরকার নিয়ন্ত্রিত ট্রাইব্যুনালে !!!
**** মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে দেশের কোন মানুষের কোন দ্বিমত থাকে নাই, থাকবে না !
কিন্তু সেই বিচার যদি একতরফা হয় এবং সেইটা যদি রাজনৈতিক কারনে বা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হয়ে থাকে তাহলে সেই পাতানো বিচারের বিরুদ্ধে সচেতন সমাজ কথা বলবেই !!!
# না জেনে শুনে মন্তব্য করা থেকে বিরত থাকুন !
©somewhere in net ltd.