![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমানউল্লাহ রাফি , সত্য ও ন্যায়ের পক্ষে লিখি ও লিখবো ।
গানঃ প্রথম প্রেমে মরে যাওয়ার গান
কথাঃ সুমি
ব্যান্ডঃ চিরকুট
একটু তোমায় নিলাম আমি,
এক চিমটি মেঘে থামি,
জলের ছিটেয় নিলেম পাগলামি,
একটু তুমি বুকের ভিতর,
বেপরোয়া শ্রাবণ ভাদর,
ভাসাও ডোবাও তোমার-ই আমি।
মরে যাবো রে মরে যাবো,
কি অসহায় আমি, একবার ভাবো।
তোমাকে ছেড়ে যাবো কোথায়?
তোমাকে ছেড়ে কি বাঁচা যায় ?
মেঘের-ই ওই নীলে তুমি জীবন দিলে,
এ বড় সুন্দর জ্বালায় আমায়,
মেঘের-ই ওই নীলে তুমি জীবন দিলে,
এ বড় নির্মম পোড়ায় আমায়!
একটু রাত ডুবে আসে,
একটু আলো নীভে আসে,
তুমি দূরে একা লাগে,
মধুর ওই চাঁদটাকে,
অ্যালুমিনিয়াম লাগে,
হাঁটি আমি চাঁদ ও হাঁটে।
মরে যাবো রে মরে যাবো,
কি অসহায় আমি, একবার ভাবো।
ভালো লাগে না, লাগে না রে,
বাঁচাবে আজ বলো কে আমারে?
বুঝিনা, জানিনা মেনেও মানিনা,
সে ছাড়া নেই আমি ঘোর আঁধারে,
এপারে ওপারে খুঁজি যে তাহারে,
সে ছাড়া নেই আমি, চাই তাহারে।
একটু তোমায় নিলাম আমি,
এক চিমটি মেঘে থামি,
জলের ছিটেয় নিলেম পাগলামি,
একটু তুমি বুকের ভিতর,
বেপরোয়া শ্রাবণ ভাদর,
ভাসাও ডোবাও তোমার-ই আমি।
মরে যাবো রে মরে যাবো,
কি অসহায় আমি, একবার ভাবো।
©somewhere in net ltd.