নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

উম্মিসাহিত্যঃ মা ও আম্মা

০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯


যেকোনো ভাষায় সমার্থক শব্দ আছে। এবং অনেক সমার্থক শব্দে ব্যবহারিক পার্থক্য থাকে। আরবিতে এটা বহুল আলোচিত অধ্যায়। বাংলাভাষায় 'মা' ও 'আম্মা' এই দুটি সমার্থাক শব্দ। কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে কোনো ফারাক আছে কিনা বিষয়টা কখনো খতিয়ে দেখিনি, এমনকি সাধারণভাবেও চিন্তায় আসেনি।

বছর কয়েক আগে সর্বপ্রথম আমার এক 'উম্মি' বড় চাচির কাছে শিখেছিলাম এই দুই শব্দের ব্যবহারিক পার্থক্য। আমার এক 'বড়লোক' ভাই তার 'আম্মা'কে হঠাৎ 'মা' বলে ডাকা শুরু করে। আমি জানতাম না। একদিন সেই চাচির ঘরে রাত্রে খেতে বসেছি এমন সময় তিনি মানে আমার 'উম্মি চাচি' তথ্যটা জানিয়ে বললেন, 'মা' তো সবার মা, 'আম্মা' আমার আম্মা। কথাটা এই প্রথম নতুন শুনেছি তাই বুঝিনি। ব্যাখ্যা করতে বললাম। খুব খেয়াল করে শুনলাম আর অবাক হয়ে তাকিয়ে রইলাম। লেখাপড়া না জানা মহিলা এ কী বলছে! খুবই আশ্চর্যান্বিত হলাম।

কথাটায় যৌক্তিক দিক আছে বলে মনে হলো। ঠোঁটের উপর ঠোঁট চাপিয়ে 'আম্মা' ডাকায় যে রসানুভূতি,ভালোবাসা ও শ্রদ্ধামিশ্রিত মিষ্টতা আছে সেটা মা'তে পাওয়া যাবেনা। আলি নদভির একটি কিতাবকে প্রখ্যাত সাহিত্যিক আবু সাঈদ মুহা. উমর আলি সাহেব 'আমার আম্মা' নামে অনুবাদ করেছেন। তাহলে কি আমার 'উম্মি চাচি'র কথাই ঠিক? 'মা' সবার মা, 'আম্মা' আমার আম্মা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

ওমেরা বলেছেন: আমি এত সব জানি না আমার মাকে কে আমি আম্মু ডাকতাম এটাই ভাল লাগে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আমানউল্লাহ রাইহান বলেছেন: আমার কাছে মা এর চেয়ে আম্মা ভালো লাগে। প্রত্যেক মানুষের অভিরুচি ভিন্ন ভিন্ন হওয়াটা স্বাভাবিক ও সহজাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.