নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
"মুসলিম উম্মাহর মানসিক বিপর্যয় :কারণ ও প্রতিকার"
মানসিক বিপর্যয়ের লক্ষণসমূহ:--
1-মুসলিম উম্মাহর পুনর্জাগরণের সম্ভাব্যতা নিয়ে হতাশা।
2-বিপর্যস্ত অবস্থার উপর আত্মসন্তোষ।
3-বৈষয়িক ক্ষেত্রে পরনির্ভরশীলতা।
4-বিজাতীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়া।
5-রাজনৈতিক,সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রসমূহে নতজানুমূলক নীতি গ্রহণ।
6-ধর্মীয় পরিচয় প্রকাশে সংকোচবোধ।
7-হীনমন্যতা ও আশা -আকাঙ্খার সংকীর্ণতা।
8-স্বধর্মকে নানাবিধ অভিযোগের শিকার মনে করা।
9-বিশ্বময় দ্বীন প্রচারে শিথিলতা ও অলসতা।
10-মানবরচিত আইন বাস্তবায়নের চেষ্টা করা ইত্যাদি।
***মানসিক বিপর্যয়ের কারণসমূহ***
আভ্যন্তরীণ কারণসমূহ:--
1-ঈমানের দুর্বলতা।
2-জিহাদ বর্জন।
3-দ্বীন প্রতিষ্ঠার পথে অনিবার্য বিপদাপদের ভয়।
4-ক্ষেত্রবিশেষের ব্যর্থতাকে সার্বিক ব্যর্থতা মনে করা।
5-ইতিহাসকে সংকীর্ণ দৃষ্টিতে দেখা।
6-শক্তির উৎস -দ্বীন অনুসরণে শিথিল।
7- উচ্চাকাঙ্খা ও গভীর চিন্তা -চেতনার অভাব।
8-পরাজিতের ন্যায় বিজাতির অন্ধানুকরণ ইত্যাদি।
মানসিক বিপর্যয়ের বহিরস্থ কারণসমূহ:--
1-শত্রুপক্ষের সামরিক শক্তিকে অপরাজেয় মনে করা।
2-মুসলমানদের দুর্বল করতে পশ্চিমাদের স্নায়ুযুদ্ধ।
3-পাশ্চাত্যপন্থি নিজ দেশীয় দালালচক্র।
4-মুসলিম নেতৃবৃন্দকে প্রবৃত্তির জালে জড়াতে শত্রুদের চক্রান্ত ইত্যাদি।
***মানসিক বিপর্যয় হতে মুক্তির উপায় ***
উপরোক্ত সমস্যাসমূহের সমাধানপূর্বক যেসব উদ্যোগ নিতে হবে :--
1-সমস্যা উপলব্ধি করা।
2-ঈমান-আকিদা মযবুতের তরবিয়ত গ্রহণ করা।
3-পার্থিব লোভ-লালসা বর্জন করে আখিরাতকে প্রাধান্য দেয়া।
4-ইসলাম ও মুসলমানদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে গভীর নযরে অধ্যয়ন করা।
5-যুবসমাজকে উন্নত চরিত্র ও বুলন্দ হিম্মতের দীক্ষা দান করা।
6-হতাশা ও হতাশাবাদীদের থেকে দূরে থাকা ইত্যাদি।
ড. আবদুল্লাহ আলখাতির বিরচিত الهزيمةالنفسيةعندالمسلمين،নামক পুস্তিকার সারনির্যাস।
প্রথম প্রহর।
দারুল হাদিস, দারুল উলূম মঈনুল ইসলাম
হাটহাজারি, চট্টগ্রাম।
18/9/2016 ঈ.
©somewhere in net ltd.