নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক সুবোধ বালক /অবুঝ শিশুর মতো /মোর চলন বলন/খাই-দাই ফুর্তি করি / সাধ্যমত লিখি-পড়ি /আর কিছু নেই কথন।

আমানউল্লাহ রাইহান

তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......

আমানউল্লাহ রাইহান › বিস্তারিত পোস্টঃ

কলকাতা, পূর্ববঙ্গের রক্তে গড়া বর্ণজাত শহর

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪



সাবেক পূর্ববঙ্গ আমার বাংলাদেশের মযলুম কৃষক-মজুর, চাষা-ভুষা খেটে খাওয়া মানুষের রক্ত দিয়ে গড়ে উঠেছে এই কলকাতা শহর!
এই শহরের আভিজাত্য আর জৌলুস আমার বাপ-দাদাদের রোদে পুড়া অঙ্গারে তৈরি!

যখন প্রথম কলকাতায় গিয়েছিলাম, দৃষ্টিনন্দন মনোহর অট্টালিকা, অভিজাত আবাসিক এলাকা, আলো ঠিকরে পড়া বিভিন্ন রঙের ল্যাম্পোস্ট, কোলাহলমুক্ত নজরকাড়া পরিচ্ছন্ন মসৃণ শহর দেখে বেশ মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সেই মুগ্ধতা বেশিক্ষণ টিকেনি! শহরের প্রতিটা দেওয়ালে ছোপ ছোপ রক্ত, হাহাকার, বুকফাটা আর্তনাদ ও আর্তচিৎকারের ছবি ভাসছিলো! ইংরেজ বেনিয়া ও তাদের দাস বর্ণহিন্দু জমিদারদের যুলুম-অত্যাচারের চিত্র দেখছিলাম আমি!

মানবচালিত টানা রিকশা দেখেই বুঝেছিলাম, বৃটিশ বেনিয়াদের গোলামির প্রভাব থেকে কলকাতা আজো মুক্ত হতে পারেনি! কলকাতা ও তার এলিটদের সম্পর্কে আগে থেকে কিছু পড়াশোনা না থাকলেও সেই সফরে একটা সম্যক ধারণা হয়েছিলো, বিশেষ করে এখানকার 'বাঙ্গাল'দের প্রতি সেখানকার 'বাঙালি'দের আচরণ ও চিন্তা দেখে। আজো সেখানে গোলামি ও ব্রাহ্মণ্যবাদের অস্পৃশ্য ভূত বিচরণ করে। শ্রেণিঘৃণা, বর্ণবাদ ও ব্রাহ্মণ্যবাদী জাতপাতের কুপ্রভাব রয়ে গেছে এখনো! মাটির গুণ বলে কথা!

কলকাতা, পূর্ববঙ্গের রক্ত দিয়ে গড়ে ওঠা এক বর্ণজাত শহর!

7 জুন, 2018 ঈ.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.