নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই জ্বালাতে হবে আশার রবি, সোনালি প্রভাতের রাঙ্গা ছবি, তোমাকেই আঁকতে হবে......
সাহায্য করার আগে
এখন শীতকাল। সরকারি, বেসরকারি এনজিও, বিভিন্ন দাতা সংস্থা ও সেবা সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে অগণিত সংগঠন ও দানশীল মানবিক মানুষজন শীতপীড়িত লোকদের সাহায্যে এগিয়ে আসবে এবং আসছে। প্রতি শীতে, বন্যায়, বিভিন্ন দুর্যোগের সময় তারা বিপদে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।
মোদ্দাকথা, আমরা মানুষদের সাহায্য করার সময় একটু খেয়াল করে লম্বা সময় লাস্টিং করে, বেশ কিছু দিন স্থায়ী হয় এমনভাবে সহযোগিতা করা উচিত।
ধরুন আপনি এই সময়ে শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র, কম্বল বিতরণ করবেন। আপনি যদি পলেস্টার, 20 টাকাইয়া মালের পোশাক দেন, কিংবা 100 বা 200 টাকা দামের কম্বল দেন তাহলে হবে কি, এই মৌসুম তো কোনো রকমে পার হয়ে যাবে, কিন্তু আগামি বছর আবার সেই গ্রামেই, সে বস্তিতেই দ্বিতীয়বার গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে হবে। অথবা 'গতবছর দিয়েছি' এই ভেবে আপনি না গেলেও অন্য কাউকে আসতে হবে। এভাবে চলতে থাকবে। কারণ কী? ঐ একটাই, আগেরবার যা দিয়েছেন তা দুই মাস পরার পর আর ব্যবহার করার উপযুক্ত থাকেনি।
সুতরাং বারবার একই কাজ করার কোনো মানে হয় না। একই ব্যক্তিকে বারবার হাত পাতা থেকে অমুখাপেক্ষী রাখতে হলে, এমনভাবে সহযোগিতা করা উচিত যাতে তার অভাব চিরতরে দূর হয়ে যায় অথবা কমে যায়। তাই, শীতে পোশাক-কম্বল দিলে ভালো, মোটা, লাস্টিং করে এমন জিনিস দিন। চায় পরিমাণে কম হোক। একজনকে যেনো প্রতি বছর দিতে না হয়। দান করলে এমনভাবে করার চেষ্টা করি যাতে গ্রহিতা দাতা বনার লায়েক হয়ে যায়।
যাকাত দেওয়ার, সদকা করার যে হুকুম, তার অর্থ এই নয় যে, বাৎসরিক একবার অভিশপ্ত "যাকাতের কাপড়" দিয়ে দায়সারা ভাব নিবেন। একশো টাকা হাতে ধরিয়ে আর কোনো খোঁজ খবর নিবেন না। এগুলো দারিদ্র্য বিমোচনের একেকটি তরিকা। সুতরাং আপনার যাকাত, আপনার দান-সদকা তরিকামত দিন। যে তরিকায় দারিদ্র্য দূর হয়, প্রতি মৌসুমে ফিরে না আসে। আর এই দান কোনো দয়া নয়, গরিবের হক। এই হক মেরে পার পাবেন না।
আমার অনুমান, 'দান' শব্দটি আরবি "দাইন'(دين) থেকে এসেছে অথবা কোনো সম্বন্ধ আছে! যার অর্থ ঋণ, কর্জ। আপনার কাছে গরিবের যে ঋণ জমা আছে, কর্জ আছে, হক আছে আপনি সেটাই পরিশোধ করছেন। কোনো ভিক্ষা দিচ্ছেন না।
©somewhere in net ltd.