নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

amarhealth

all the health news all the time

আমারহেলথ

Editor of health news portal of Bangladesh

আমারহেলথ › বিস্তারিত পোস্টঃ

টকশো-নাঈম ভাই

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

টিভি টকশোতে যারা কথা বলছেন,তারা শুধু শুধুই গসিপিং করছেন- এরকম ভাবেন অনেকেই। কিছুদিন আগে টকশোর বক্তাদের সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি আমরা জেনেছিলাম। তাদের মতে এটা ছিল মধ্যরাতের আড্ডাবাজি। কিন্তু টকশোগুলোর আলোচনা বড়বড় নেতানেতৃরা পছন্দ করুন আর নাই করুন কারো কারো কথাযে কোন কোন মহলের ভাল লাগছেনা সেটার প্রমান এবার পাওয়া গেলো নাঈমুল ইসলাম খানের উপর বোমা হামলার পর।

নাঈম ভাই নিশ্চয়ই এমন কিছু কথা বলেছিলেন যেগুলো তাদের পছন্দ হয়নি। এই তারা আসলে কারা যদিও নাঈম ভাই পরিষ্কার করেননি। যেদিন তিনি বলেছিলেন- যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,জামাত শিবির নিষিদ্ধ হোক সেদিন রাতেই তাঁর বাসায় গ্যারেজে ঢুকে কে বা কারা দু’দুটি গাড়ি ভাঙচুর করে। এরপর তাঁর প্রেসে ককটেল বিস্ফোরিত হয়েছিল,গভীর রাতে আগুন দেয়া হয়েছিল। যদিও ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি তখন তাই তিনি মিডিয়াকে জানাননি। জিডি করেছিলেন। এবার তাঁর গাড়ি লক্ষকরে বোমা নিক্ষেপ করা হয়েছে। এটি একটি সিরিজ হামলা এবং তাঁকে অথবা তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যেই এই বোমা হামলা বলে মনে করছেন তিনি এবং তাঁর ঘনিষ্ট জনেরা।

তার মানে টকশোতে যারা কথা বলছেন,তারাও এই সহিংস রাজনীতির পক্ষে বিপক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

ঢাকাইয়া০০৭ বলেছেন: সত্য কথা সকলের সয় না। তাই এই কাপুরুষের মতো হামলা। নাঈম ভাই সুস্থ্য হয়ে উঠুন দোয়া করছি। আমরা তার কথা শোনার অপেক্ষায়...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.