![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজস্ব প্রতিবেদক,১৫ মার্চ ‘১৩ : দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খানের উপর বোমা হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব নাঈমুল ইসলামের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক দেশে বিভিন্ন প্রাপ্ত থেকে জীবনের ঝুঁকি নিয়ে নানা ঘটনা জাতির সামনে তুলে ধরতে কাজ করে। তাদের উপর যারা হামলা চালায় তারা দেশ ও জাতির শত্র“। তাই তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সেদিকে সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
নাঈমুল ইসলামের উপর বোমা হামলার তীব্র নিন্দায় মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা)’র সভাপতি জয়ন্ত আচার্য। এতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল, সভাপতি আমরা মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবীর, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা)’র উপদেষ্টা খালেকুর জামান চৌধুরী, নির্বাহী সভাপতি সৌমিত্র দেব সাধারণ সম্পাদক এ,কে এম শরিফুল ইসলাম খান, যুগ্ন সাধারন সম্পাদক বিএম শফিকুল ইসলাম টিটু, সংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ, প্রচার সম্পাদ মোমিন মেহেদি, নির্বাহী সদস্য কামাল হোসেন, নির্বাহী সদস্য ডাঃ অপূর্ব পন্ডিত, ভিআইপি নিউজ এর সম্পাদক নাদির মাহবুব, আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, দৈনিক আমাদের অর্থনীতির প্রধান বার্তা সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী প্রমুখ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই ন্যক্কার জনক ঘটনা
দুষিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যাবস্থা নেওয়া হোক ।