নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লিখতে ভালবাসি,তাই চেষ্টা করি লিখে যেতে।মানুষ হিসাবে ব্যর্থ ও নষ্ট মানুষ।সত্যকে ভালবাসি বলে সত্য বলি।আমি এই পৃথিবীতে এসে যদি মিথ্যার চাদরে ঢেকে যাই,তা হবে জীবনের বড় পরাজয়।

সৈয়দ কামাল হুসাইন

সৈয়দ কামাল হুসাইন। অতি সামাণ্য ক্ষুদ্র মানুষ।

সৈয়দ কামাল হুসাইন › বিস্তারিত পোস্টঃ

হয়তো পাথর হয়ে গেছি

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১


সৈয়দ কামাল হুসাইন
,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,

আমি হয়তো পাথর হয়ে গেছি--
পাথরগুলো আমার মতো হয়,
কষ্টে পুড়ে কাঁদেনা কখনোই--
ঝড় আঘাতে সেতো করেনা ভয়।
আমি হৃদয়ে আগুন নিয়ে চুপ--
কাঁটার পরে দাঁড়াই ফুল হয়ে,
ধুলোয় মেখে পথের ধারে মাঠে--
আমি নীরবে থাকি সকলি সয়ে।
আঁধার শেষে আলো'রা আসে ফিরে--
ব্যর্থতার মাঝে স্বপ্ন থাকে,
অথচ আমি খুঁজিনা আলো ধারা--
জানিনা দিন কবে আঁধারে ঢাকে।
আমি হয়তো পাথর হয়ে গেছি--
পাথর গুলো আমার মতো হয়,
বৃষ্টি এলে যায়না তারা ঘরে--
ভাবেনা নিয়ে তার লাভ বা ক্ষয়।
আমি প্রিয়ার চোখে অশ্রু দেখে--
কারণ খুঁজে দেইনা শান্ত্বনা,
ব্যথা পাইনা বুঝলে কেউ ভুল--
কাঁটার মাঝে নেই ছুটি তাড়না।
ছুঁতে ইচ্ছে হয়না দূর তারা--
জাগেনা ভালবাসার কোন সাধ,
বিস্ময়ের ও তো পাইনা কিছু
শুনে আকাশ থেকে নেমেছে চাঁদ।
আমি হয়তো পাথর হয়ে গেছি--
যুদ্ধ দেখে কাঁপেনা এই বুক,
রক্ত ঘ্রাণে কাঁদেনা আর মন--
না পাওয়ার শোকে ভিজেনা চোখ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন, ভাল লাগল।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: শুভকামনা ভাইয়া।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

কিরমানী লিটন বলেছেন: আঁধার শেষে আলো'রা আসে ফিরে--
ব্যর্থতার মাঝে স্বপ্ন থাকে,
অথচ আমি খুঁজিনা আলো ধারা--
জানিনা দিন কবে আঁধারে ঢাকে। চমৎকার ভালোলাগার নান্দনিক কবিতা। অনেক শুভকামনা আর অনাবিল ভালোবাসা জানবেন প্রিয় সৈয়দ কামাল হুসাইন ভাই ...।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.