![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কামাল হুসাইন। অতি সামাণ্য ক্ষুদ্র মানুষ।
নিরুত্তাপ
সৈয়দ কামাল হুসাইন
,,,,,
রৌদ্রের বুক থেকে ঝরে গেছে তাপ
কুয়াশা ভিতরে নীরবে সূর্য কাঁদে,
আঁধার গর্তে নাচে বিষাক্ত সাপ
আলো'রা দিয়েছে ধরা রাত্রির ফাঁদে।
জলের নৃত্য দেখে পথিকের হাত
'টলমল লাল চোখে খুঁজে প্রেম সুখ,
সর্বত্রই ধোঁকা ছল ছায়াপাত
আঁধার জড়িয়ে নেয় প্রভাতের মুখ।
হতাশার পাখা পৃথিবীতে ছায়া ফেলে
হৃদয়ের কথা'রা উড়ে যায় আকাশে,
শব্দের বনে শূন্যতা ডানা মেলে
ধূসর জীবন বিষাক্ত বাতাসে।
ভুলে যায় পথ, সে চেনা ঘর ঠিকানা,
চুপচাপ বোবা হয়ে দিগন্তে চেয়ে,
ভাবে আজ চলে যেতে নেই কারো মানা
প্রাণের মুক্তি পেতে জল সিঁড়ি বেয়ে।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর মতের জন্য।ভালো থাকবেন।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
কিরমানী লিটন বলেছেন: "রৌদ্রের বুক থেকে ঝরে গেছে তাপ
কুয়াশা ভিতরে নীরবে সূর্য কাঁদে,
আঁধার গর্তে নাচে বিষাক্ত সাপ ..." - অসাধারণভাবে নির্মম বেদনার বাস্তব ছবি এঁকেছেন- কাব্যের মোড়কে। অভিবাদন আপনার চিন্তার অবারিত প্রান্তরকে। ব্লগে সামুর সাথে পথচলা আপনাকে সার্থকতার প্রান্ত-সীমায় পৌছিয়ে দিক, সাথেই আছি- এপথ চলায়। নিরন্তর শুভাশিস জানবেন, প্রিয় সৈয়দ কামাল হুসাইন ভাই- সতত স্নিগ্ধ ভালোবাসায় ... !!!!
৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোই লেগেছে। আপনি ভালোই লেখেন।
হা হা।
প্রো পিকটা চেনাচেনা লাগছে?
শু ভ্র
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লেখা আপনার। প্রতিটি লাইনে মুগ্ধতা।
শুভ ব্লগিং।
একটা ব্যাপার- শিরোনামে কবিতা না লিখে কবিতার নাম লিখলে ভাল হয়।
অনেক অনেক শুভ কামনা।