![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কামাল হুসাইন। অতি সামাণ্য ক্ষুদ্র মানুষ।
অন্ধ জানোয়ার--
--------
ভালবাসা বন্দক রেখে টাকা নিলাম
মানবতা বেচে দিয়ে সোজা দাঁড়ালাম
ভোর হতে শুরু করি তাই তিক্ত ভুল
দস্যূর গলায় দিই সাদা বেলি ফুল।
আকাশ সমান উচু টাকার দেয়াল
ক্ষমতা হাতের কাছে'ই করে খেয়াল
কোন ভয় নেই,চাই যতটায় পাই
স্বর্ণ বলে বিক্রি করে দিতে পারি ছাই।
-
মাঝে মাঝে সাজি তবু ভিন্ন ছদ্দবেশে
ভিতরের রাত দিয়ে অন্যদের পাশে
তবুও চিনেই যায় অনেকের দল
ভয়ে চুপ হয়ে থামে সে শক্তির ঢল।
-
আমি সত্যের বুকে সোজা দাঁড়ালাম
অসভ্য মূর্খ ভন্ড কে বানিয়ে ইমাম।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুবকামনা ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: খুব ভাল লিখেছেন। সুন্দর একটি সনেট। তবে কিছু বানান ভুল আছে, দেখে নিবেন ।