নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লিখতে ভালবাসি,তাই চেষ্টা করি লিখে যেতে।মানুষ হিসাবে ব্যর্থ ও নষ্ট মানুষ।সত্যকে ভালবাসি বলে সত্য বলি।আমি এই পৃথিবীতে এসে যদি মিথ্যার চাদরে ঢেকে যাই,তা হবে জীবনের বড় পরাজয়।

সৈয়দ কামাল হুসাইন

সৈয়দ কামাল হুসাইন। অতি সামাণ্য ক্ষুদ্র মানুষ।

সৈয়দ কামাল হুসাইন › বিস্তারিত পোস্টঃ

কৃষক ও কষ্ট

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

কৃষক শব্দটির সাথে কষ্টের যেমন মিল দেখা যায়, বাস্তবেও তেমনি।কৃষক কষ্টের একটি শব্দের নাম।
কৃষক শ্রম দিয়ে, ভালবাসা দিয়ে, আপন সন্তানের মতো লালন করেন ধান গাছ।ধান পাকা না পর্যন্ত কৃষক সময় দেন ধান ক্ষেতে।পরিচর্যা করেন,সার কীটনাশক দেন।সকাল থেকে সন্ধা পর্যন্ত নিজের সাধ্যমত যত্ন নেন প্রতিটি ধান গাছের।স্বপ্নে দেখেন,ধান পাকার।গোলা ভরা ধানের।
কৃষক অপেক্ষা শেষ হয়।ধান পাকে,গোলা ভরে যায় ধানে।সে ধান বেশিদিন ঘরে থাকতে পারে না।
ভালবাসা আর কষ্ট মিশ্রিত ধান বাজারে নিতেই হয় বিক্রির জন্য।কিন্তু কৃষকের এতো কষ্ট আর ভালবাসা মিশ্রিত ধানের মূল্য খুব সামান্য।যা কৃষকের কষ্টের দামের সমানও হয় না।জমি চাষ, পানি দেওয়া, সার কীটনাশক ব্যবহার এসব মূল্যহীন।কৃষকের কষ্ট লাগে,কৃষক কাঁদে।
কৃষকরা খুব অসহায় হয়ে যায়।ধান ক্ষেতের সাথে রাগ করে বলে,আর চাষ করবনা।ঠিক তাই করে।চাষ করেনা।চারা রুপন করেনা।জমি ধান শূন্য হয়ে কৃষকের দিকে তাকিয়ে থাকে।কৃষক নীরবে চেয়ে থাকে জমির দিকে।
-

কৃষকরা কি মানুষ নয়?
কৃষকের শ্রমের মূল্য থাকবেনা কেন?
কৃষকের কষ্টের মূল্য থাকবেনা কেন?আমরা সে সব ভাবিনা।আমরা ভাবিনা আমাদের জীবনে তাঁদের কত অবদান রয়েছে।আমরা তাদের অবহেলা করি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বেদূইনপথিক বলেছেন: দাদা খুব ভাল লাগল

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

সৈয়দ কামাল হুসাইন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.