নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

শতাব্দীর অন্যতম বড় রহস্য বার্মুডা ট্র্যাঙ্গল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৯



এ যুগের অন্যতম বড় রহস্য বার্মুডা ট্র্যাঙ্গল। অাটলান্টিক মহাসাগরের প্রায় ৪ লক্ষ ৪০ হাজার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বার্মুডা ট্র্যাঙ্গল। অসংখ্য মানুষ, বিমান, জাহাজ এই ত্রিকোণ রহস্যের মধ্যে পড়ে চিরতরে হারিয়ে গিয়েছে। ১৪৯২ সালে স্পেনীয় নাবিক এবং ভূপর্যটক ক্রিস্টোফার কলোম্বাস প্রথম এই বার্মুডা ট্রায়্যাঙ্গল সম্পর্কে লেখেন। তাঁর জাহাজের কম্পাসও বার্মুডা ট্রায়্যাঙ্গেলে অকেজো হয়ে যায়। সে যাত্রায় কোনও ক্রমে উদ্ধার পান তিনি।



কেন বার্মুডা ট্রায়্যাঙ্গেলে এলেই বিপর্যয়ের মুখে পড়তে হয় বিমান বা জাহাজকে? কী বলছেন বিজ্ঞানীরা? বিগত একশো বছর ধরে একাধিক সম্ভাবনা, অনুমান সামনে এলেও কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি বিজ্ঞানীরা। ‘ডেভিলস ট্র্যাঙ্গল’ নিয়ে নিরন্তর গবেষণা করেও ‘কেন’র উত্তর পাওয়া যায়নি। যদিও এই রহস্য নিয়ে চলেছে বিস্তর আলোচনা। নানা ব্যাখ্যা। পক্ষে-বিপক্ষে যুক্তি। তবে ২০১৬ সালে বিখ্যাত আবহবিদ রেন্ডি কারভ্যানি-সহ বেশ কিছু বিজ্ঞানী ব্যাখ্যা দেন এই রহস্যের। তাঁদের দাবি, বারমুডা ট্রায়্যাঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে এক রকম ষড়ভুজাকৃতি মেঘ (হেক্সাগোনাল ক্লাউড)। উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে ২০ থেকে ৫৫ মাইল জুড়ে ষড়ভুজাকৃতি মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ু। যার গতিবেগ ঘণ্টায় ১৭০ মাইল। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ুকে বলা হয় ‘এয়ার বম্ব’। এই বায়ু প্রায় ৪৫ ফুট উচ্চতার ঝড় তৈরি করতে পারে। যার ফলে বারমুডা ট্রায়্যাঙ্গেল দিয়ে যাওয়া জাহাজ বা প্লেন উধাও হয়ে যায়। বিজ্ঞানীরা এও জানিয়েছেন, যে সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি থেকে ওই প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উঠে আসছে, শুধু তাই নয়। সমুদ্রের তলদেশে একেবারে শক্ত বরফ হয়েও রয়েছে প্রচুর পরিমাণে মিথেন। আগ্নেয়গিরির লাভাস্রোতের গরমে তা গ্যাস হয়ে গিয়ে অসম্ভব রকমের গরম মিথেন গ্যাসের পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে। তাতেই ঘটছে যাবতীয় বিপত্তি।



কেন ওই এলাকাটিকে বলা হয় ‘বারমুডা ট্র্যাঙ্গেল’? বিজ্ঞানীরা জানাচ্ছেন, অতীতে জাহাজ আর বিমানগুলো হারিয়ে গিয়েছে সমুদ্রের যে যে এলাকার কাছাকাছি, সেই এলাকাগুলোকে কোনও এক অদৃশ্য লাইন দিয়ে জুড়লে, তা একটা ত্রিভুজ বা ‘ট্র্যাঙ্গেলে’র চেহারা নেয়।
সেই জায়গাগুলো হলো পুয়ের্তো রিকো, মিয়ামি আর বারমুডা।



প্রথম ১৮০০ সাল মার্কিন নৌ বাহিনীর জাহাজ ইউএসএস পিকারিং নিখোঁজ হয়ে যায়। এরপর আরো ৯টি বড় জাহাজ নিখোঁজ হেয়েছে এখানে। ১৯৪৫-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাঁচটি মার্কিন বোমারু বিমান এই বারমুডা ট্রায়্যাঙ্গলেে পড়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ পাঁচটি বিমানের সন্ধানে আরও তিনটি বিমান পাঠারো হয়। হয়। ফোর্ট লডরডেলের বিমানঘাঁটিতে ফেরেনি এই বিমানগুলিও। ১৯৪৫ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২০টি জাহাজ নিখোঁজ হয়েছে এখানে।২০১৫ সাল মার্কিন বানিজ্য জাহাজ এসএসএল ফারো নিখোঁজ হয়ে যায় এই বারমুডা ট্রায়্যাঙ্গলে। অতিসম্প্রতি ২০১৭ সালরে ১৫ মে চালক সহ মোট চারজনকে (এদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য)।ফের বারমুডা ট্র্যাঙ্গলে রহস্যজনভাবে নিখোঁজ হয়ে গেল একটি চার্টার্ড বিমান।






তথ্য ও ছবি নেট থেকে।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

নতুন বলেছেন: এই ডকুমেন্টারিটা দেখতে পারেন... এটা এখনো আর রহস্যময় মনে করেনা।

https://www.youtube.com/watch?v=85cH5g-Pnrw

https://www.youtube.com/watch?v=wxK42iBhAWw

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ দেখেছি। ধন্যবাদ লিঙ্ক দেওয়ার জন্য।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর পোস্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

পাকাচুল বলেছেন: ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। একসময় আমার প্রিয় হবি ছিল এটা নিয়ে যত বই আছে, সব পড়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই অনেক দিন হলো আপনাকে আমি দেখছিনা। আপনি কেমন আছেন? পোস্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ছোটবেলায় যথেষ্ট আকর্ষনীয় টপিক ছিলো। তবে বর্তমানে এটার নাম ছাড়া আর কোন রহস্য বাকী নেই.................

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন: ভাল বিষয়ে নিয়ে কথা বলেছেন । এই রহস্যের বিষয়ে সম্প্রতি নতুন একটি তথ্য সংযোজিত হয়েছে ।
Now, a new theory has been proposed by meteorologists that claims that the reason for the mysteries pervading the Bermuda Triangle area are unusual hexagonal clouds creating 170 mph air bombs full of wind. These air pockets cause all the mischief, sinking ships and downing planes.

ছবি : hexagonal clouds

Photo credit: Science Channel.

By studying image from a NASA satellite, the scientists concluded that some of these clouds reach 20 to 55 miles across. Waves inside these wind monsters can reach as high as 45 feet. What’s more - the clouds have straight edges.

As told by Colorado State University’s satellite meteorologist Dr. Steve Miller to Science Channel’s “What on Earth”: “You don’t typically see straight edges with clouds. Most of the time, clouds are random in their distribution."

শভেচ্ছা রইল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ আলী ভাই।






ভালো থাকুন নিরন্তর।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৯

রেজাউল করিম সাগর বলেছেন: এটাকে আগের মত রহস্যময় মনে করা হয়না। এই জায়গার রহস্য ফা্ঁস হয়ে গেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্ঞান বিজ্ঞান দিন দিন উন্নত হচ্ছে রহস্য উদঘাটিত হওয়া ভালো তাহলে অনেক দূর্ঘনা রোধ হবে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩১

জাহিদ ওসমান বলেছেন: ভালো লেগেছে, তথ্য সূত্র সংযোজন করলে আরো ভালো হতো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আধুনিক বিজ্ঞান এটাকে আর তত রহস্যময় মনে করেনা। ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।







ভালো থাকুন নিরন্তর।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর পোস্ট, অনেক কিছু জানতে পারলাম।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।







ভালো থাকুন নিরন্তর।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

নায়না নাসরিন বলেছেন: কি ভয়ংকর :-&

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ফ্রোজেন মিথেন গ্যাসই সমস্যার কারণ

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সম্ভবত। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

সচেতনহ্যাপী বলেছেন: সেই ছোটবেলায় সেবার অনুবাদে এটা সম্পর্কে জেনেছিলাম।। তখন থেকেই এক ধরনে আগ্রহ ছিল।। আজ কিছুটা জানলাম।। আশা করছি একদিন পুরো রহস্যই ভেদ হবে।।
ধন্যবাদ।।

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

অনিক_আহমেদ বলেছেন: সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ভাল লাগল।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৮

মাহমুদ০০৭ বলেছেন: ভেবেছিলাম যা ঘটছে আগে ঘটছে । এই বছর ও দেখি বাদ গেলনা ।
পোস্টের জন্য ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।





ভােলো থাকুন নিরন্তর।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

পবন সরকার বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় খু্বই সাড়া জাগিয়ে ছিলো,
তবে বর্তমানে যেমন ভূতের ভয় লাগেনা
তেমনি এটাও গুরুত্ব পায় না।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: বার্মুডা ট্র্যাঙ্গল অতি চর্চিত একটা রহস্য!:)

যেমনটি আপনি এর রহস্যের গোমরটা ফাস করে দিলেন তেমনি একদিন এই ট্রাঙ্গলকেও মানুষ জয় করে ফেলবে। ওখান থেকে আর কিছু হারিয়ে যাবে না!:)


পোস্ট ভালো হয়েছে!:)

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর পোস্ট ভালো লেগেছে।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

২০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রথম যখন এ বিষয়ে পড়ি, তখন ভাবছিলাম যে, একদিক দিয়ে ঢুকে অন্য কোথাও ভেসে ওঠে বা অন্য কোনো সময়ের আবর্তে। কিন্তু তখনও যেমন কেউ এর সমাধান পায়নি এখনও ঠিক ঠিক সমাধান দিতে পারছে না। বিশ্বের আরেক বিস্ময় এই জায়গাটা।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখনো কেউ এর সঠিক সমাধান দিতে পারেনি শুধুই অনুমান করেছে কিছু বিষয়ের সাপেক্ষে। মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: বার্মুডা ট্র্যাঙ্গলের মতো রোমাঞ্চকর কাহিনীগুলো শুনতে আমার ভীষণ ভালোলাগে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রোমাঞ্চকর কাহিনীগুলো শুনতে কারনা ভালো লাগে? আমার ভীষণ ভালোলাগে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২২| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। অনেক কিছু জানা হলো।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯

দীপঙ্কর বেরা বলেছেন: অনেক কিছু জানলাম।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

২৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই বুঝতে পারিনি। একটু কি বুঝিয়ে বলবেন?

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: রহস্যের সমাধান হয়েছে কিন্তু।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবকিছুরই সমাধান একদিন হবেই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি এই ট্রেংগেলে আটকা পড়লেন? নতুন কিছু লেখেন

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই লিখতেতো পারিনা। আমাকে থামিয়ে দিয়েছে সামু কতৃপক্ষ! :( :|

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আবু আফিয়া বলেছেন: শ্রদ্ধেয় দেশপ্রেমিক! সনেট কবির লেখায় আমার মন্তব্যে আপনি যে মতামত উপস্থাপন করেছেন তার উত্তর সেখানে দেয়া হয়েছে, কষ্ট করে পড়ার আহবান করছি।

আপনার অন্যান্য লেখাও আমি পড়েছি, আপনি আসলেই ভাল লেখেন, ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ পড়বো। ধন্যবাদ।

২৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই!

আপনি তো নতুন কোন পোস্ট দিচ্ছেন না?
মডুদের কারণে লেখালেখি বন্ধ রাখা কি ঠিক হবে??:(

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাকে পোস্ট ব্লক করে রেখেছে। কি করে লিখবো বলুন?

২৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে ভাই নতুন আইডি খুলেন!
পরিচিত হতে সময় লাগবে না!

সামুর সিস্টেমে সমস্যা, আনব্লক হতে অনেক সময় লাগে!:(

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব কষ্ট লাগে মডারেটদের কার্যকলাপ দেখে। আপাতত নতুন আইডি খোলার কোন ইচ্ছা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.